Note: সাধারণত পর্যায় সারণীতে যত বাম থেকে ডানে যাওয়া যায় এবং যত একটি গ্রুপে নিট থেকে উপরে যাওয়া যায় ততই আয়নীকরণ বিভব বাড়তে থাকে। যেহেতু F, Cl, Na,K এবং Ba এর মধ্যে সর্ব উপরের এবং সর্ব ডানের মৌল F এই জন্য F এর আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি হবে।
Note: একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আকার বৃ্দ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি হ্রাস পায় েএবং বাম থেকে ডানে আকার হ্রাসের সাথে সাথে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়।
Question: পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির কি পরিবর্তন ঘটে?
A
বাড়ে
B
কমে
C
অপরিবর্তিত থাকে
D
কখনো বাড়ে কখনো কমে
E
কোনটিই নয়
Note: ইলেক্রিন আসক্তি পর্যায় সারণীতে-
i. একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়।
ii. একই শ্রেণীতে উপর থেকে নীচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়।
iii. নিস্ক্রিয় গ্যাসসমূহের ইলেকট্রন আসক্তির পরিমাণ প্রায় শুণ্য।