1. Question: কোন পরমাণু যুগল অপোলার সমযোজী বন্ধন তৈরি করবে?

    A
    Ca ও O

    B
    N ও O

    C
    Cl ও Cl

    D
    Na ও C

    Note: Not available
    1. Report
  2. Question: একজোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয়-

    A
    হাইড্রোজেন বন্ধন

    B
    আয়নিক বন্ধন

    C
    সমযোজী বন্ধন

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: কোন যৌগটিতে আয়নিক বন্ধন আছে?

    A
    NO

    B
    CaO

    C
    `NO_2`

    D
    `CO_2`

    Note: NO, `NO_2`ও `CO_2`-এ সমযোজী বন্ধন বিদ্যামান কারণ এরা সবাই অধাতুর যৌগ।
    1. Report
  4. Question: নিম্নের কোন মৌলটির পরমাণুগুলি ধাতব বন্ধনে যুক্ত?

    A
    S

    B
    F

    C
    Cu

    D
    C

    Note: ধাতুর পরমাণু গুলো ধাতব বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে।
    1. Report
  5. Question: মিথাইল অ্যামোনিয়অম ক্লোরাইডে কোন বন্ধনটি অনুপস্থিত?

    A
    আয়নিক

    B
    সিগমা

    C
    পাই

    D
    সন্নিবেশ সমযোজী

    Note: Not available
    1. Report
  6. Question: মিথাইল সায়ানাইডে কেন বন্ধনটি অনুপস্থিত?

    A
    পাই

    B
    সমযোজী

    C
    সিগমা

    D
    সন্নিবেশ সমযোজী

    Note: Not available
    1. Report
  7. Question: কোন যৌগটি সর্বাধিক সমযোজী প্রকৃতির?

    A
    `AlCl_3`

    B
    `CHদ_3`

    C
    `CH_4`

    D
    `Co_2`

    Note: যৌগ তড়িৎঋণাত্মকতার পার্থক্য `AlCl_3` 1.5 `CH_4` 0.3 NaCl 1.8 `BCl_3` 0.8 তড়িৎ ঋনাত্মকতার পার্থক্য যে যৌগে বেশি সেই যৌগটি সবচেয়ে বেশি আয়নিক। অপর দিকে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত কম, তত বেশি সমযোজী। সুতরাংয়, চারটি যৌগের মধ্যে `CH_2`সবচেয়ে বেশি সমযোজী।
    1. Report
  8. Question: KI এবং CsI-এর মধ্যে সহযোজী বন্ধনীর মাত্রা-

    A
    Kl এর কম

    B
    সমান

    C
    Kl-এর বেশি

    D
    কোনটিই নয়

    Note: K এবং CsI-এর মধ্যে K এর আকার ছোট। এই জন্য CsI-এর চেয়ে Kl এ পোলারায়ন বেশি হয়। তাই বেশি Kl সমযোজী।
    1. Report
  9. Question: হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে:

    A
    `H_2S`

    B
    `P_2S_5`

    C
    `N_2O`

    D
    `H_2O`

    Note: Not available
    1. Report
  10. Question: হীরক বিদ্যুৎ অপরিবাহী কারণ-

    A
    মুক্ত ইলেকট্রন আছে

    B
    মুক্ত ইলেকট্রন নাই

    C
    ফ্রি রেডিক্যাল আছে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd