1. Question: চারটি হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির মান নিম্নরূপ `kJ mol^1` এককে হলে, এদের মধ্যে কোন মৌলটির ঋণাত্মক আয়ন ঘঠনের প্রবণতা সবচেয়ে বেশি?

    A
    F(-333)

    B
    Br(-324)

    C
    Cl(-348)

    D
    I(295)

    Note: Not available
    1. Report
  2. Question: 9,10,11,17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের মধ্যে তড়িৎ ধনাত্মকতা কার বেশি?

    A
    F(9)

    B
    Ne(10)

    C
    Na(11)

    D
    I(17)

    Note: Not available
    1. Report
  3. Question: ইলেকট্রন আসক্তি সংক্রান্ত কোন উক্তিটি সত্য নয়?

    A
    নিস্ক্রিয় গ্রাসের ইলেকট্রন আসক্তির পরিমাণ প্রায় শূন্য হয়

    B
    অক্সিজেনের ১ম ও ২য় ইলেকট্রন আসক্তির যোগফল ঋণাত্মক হয়

    C
    ১ম ইলেকট্রন আসস্তি ঋণাত্মক কিন্তু ২য় ইলেকট্রন আসক্তি ধনাত্মক

    D
    ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা বেশি

    Note: Not available
    1. Report
  4. Question: নিম্নের যৌগগুলির মধ্যে কোনটির আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশী?

    A
    `SiF_4`

    B
    `AlCl_3`

    C
    NaI

    D
    CsF

    Note: ফাজানের সূত্রসমূহ: i. ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে। ii. আনায়নের যত বৃহদাকার হবে। iii. ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশী হবে। iv. d ও f অরবিটালে ইলেকট্রন থাকলে পোলারায়নের মাত্রা তত বেশী হবে এবং বন্ধনের সামযোজী বৈশিস্ট্য তত অধিক হবে। এখানে, CsF এ ক্যাটায়নে `Cs^+` এর আকার বড় এবং অ্যানায়ন `F^-` এর আকার ছোট। সুতরাং CsF সবচেয়ে বেশি আয়নিক হবে।
    1. Report
  5. Question: নিম্নের যৌগগুলির কোনটিতে সমযোজী বন্ধন নেই?

    A
    HCl

    B
    `CCl_4`

    C
    `H_2O`

    D
    CsF

    Note: ধাতু + অধাতু = আয়নিক অধাতু + অধাতু = সমযোজী CsF = ধাতু + অধাতু। সুতরাং CsF আয়নিক যৌগ।
    1. Report
  6. Question: সালফারপরমাণুর চতুর্পার্শের বন্ধনসমূহরে মোট ইলেকট্রন সংখ্যা হলো-

    A
    4

    B
    6

    C
    8

    D
    12

    Note: Not available
    1. Report
  7. Question: নিম্নের কোনটিতে সমযোজী বন্ধন নেই?

    A
    বরফ

    B
    কপার

    C
    পানি

    D
    ডায়মন্ড

    Note: বরফ, পানি ও ডায়মন্ড সমযোজী বন্ধন বিদ্যমান কিন্তু কপারে আয়নিক বন্ধন বিদ্যমান।
    1. Report
  8. Question: দুটো পরমাণুর মধ্যে ইলেক্ট-ঋণাত্মকতার পার্থক্য ২ হলে তাদের মধ্যে কি ধরনের বন্ধন সম্ভব?

    A
    Ionic

    B
    Co-valent

    C
    Co-ordinate Co-valent

    D
    Hydrogen bonding

    Note: Not available
    1. Report
  9. Question: পটাশিয়াম সুপার অক্সাইড, `KO_2` একটি আয়নিক যৌগ। এই যৌগটির ঋণাত্মক আয়ন হল-

    A
    `O-_2`

    B
    `O^2-`

    C
    `O^-`

    D
    `O2-_-`

    Note: Not available
    1. Report
  10. Question: হাইড্রোজেন বন্ধন উপস্থিত আছে:

    A
    Steam

    B
    `H_2 O`

    C
    `H_2 S`

    D
    HBr

    Note: পানিতে হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকে। হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে পানি সাধারন অবস্থায় তরল থাকে। হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে পানি সাধারন অবস্থায় তরল থাকে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd