1. Question: উর্বর মাটির জন্য প্রয়োজনীয় অত্যানুকুল pH এর মান কত?

    A
    < 3

    B
    7 - 8

    C
    > 10

    D
    4 - 5

    Note: Not available
    1. Report
  2. Question: মাটির pH এর মান হ্রাস পেলে কোন ধরনের সার ব্যবহার করতে হয়?

    A
    নাইট্রেট

    B
    ফসফেট

    C
    Ca/Mg ধারী

    D
    সালফেট

    Note: pH এর মান কমে গেলে এটি বাড়াতে চুন এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের বিভিন্ন সার ব্যবহার করা হয়।
    1. Report
  3. Question: উর্বর মাটির জন্য প্রয়োজনীয় অত্যানুকুল pH এর মান কত?

    A
    < 3

    B
    7 - 8

    C
    > 10

    D
    4 - 5

    Note: Not available
    1. Report
  4. Question: একটি বাফার দ্রবণ-

    A
    দ্রবণের pH এর মান অপরিবর্তিত থাকে

    B
    দ্রবণের pH এর মান পরিবর্তিত থাকে

    C
    দুর্বল এসিড এবং ক্ষারকের সমন্বয়ে গঠিত

    D
    উপরের কোনটিই নয়

    Note: বাফার দ্রবণ একটি দ্রবণ যাতে এসিড বা ক্ষার যাই যোগ করা হোকনা কেন এর pH মানের কোন পরিবর্তন হয় না। অর্থাৎ pH এর মান প্রতিরোধ করাকে বাফার ক্ষমতা বলে।
    1. Report
  5. Question: কোন দ্রবণে সামান্য অম্ল বা ক্ষারক যোগ করলেও pH এর কোন পরিবর্তন হয় না?

    A
    লঘু দ্রবণ

    B
    বাফার দ্রবণ

    C
    নির্দেশক

    D
    ফেনফথ্যালিন

    Note: Not available
    1. Report
  6. Question: মৃদু এসিড ও মুদৃ ক্ষার দ্রবণের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক-

    A
    মিথাইল অরেঞ্জ

    B
    মিথাইল রেড

    C
    ফেনলফথ্যালিন

    D
    কোনটিই নয়

    Note: তীব্র এসিড ও তীব্র ক্ষারক যে কোন নির্দেশক। মৃদু এসিড ও তীব্র ক্ষারক কেনলফথ্যালিন, থাইমলথ্যালিন। তীব্র এসিড ও মৃদু ক্ষারক মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। মৃতু এসিড ও মৃতু ক্ষারক কোন নির্দেশক উপযোগী নয়।
    1. Report
  7. Question: মাতৃদুগ্ধে pH এর মান কত?

    A
    3.35-6.68

    B
    6.6-6.9

    C
    4.8-7.5

    D
    4.8-7.5

    Note: Not available
    1. Report
  8. Question: একটি এসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার-

    A
    ব্যস্তানুপাতিক

    B
    সমানুপাতক

    C
    বর্গের সমানুপাতিক

    D
    বর্গমূলের ব্যস্তানুপাতক

    Note: Not available
    1. Report
  9. Question: EDTA পদ্ধতিতে পানির ক্ষরতা নির্ণয়ের সময় দ্রবণের pH কত রাখতে হয়?

    A
    7.0

    B
    8.0

    C
    10.0

    D
    9.0

    Note: Not available
    1. Report
  10. Question: নির্দেশক হিসাবে কোন ধরনের টাইট্রেশনের ক্ষেত্রে মিথাইল রেড উপযোগী?

    A
    তীব্র এসিড ও তীব্র ক্ষারক

    B
    তীব্র এসিড ও মৃতু ক্ষারক

    C
    মৃতু এসিড ও তীব্র ক্ষারক

    D
    মৃতু এসিড ও মৃদু ক্ষারক

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd