1. Question: বায়ুমন্ডলের `CO_2` পানিতে দবীভূত হয়ে যে এসিড তৈরী করে তার নাম-

    A
    কার্বামিক এসিড

    B
    কার্বোলিক এসিড

    C
    কার্বোনিক এসিড

    D
    কার্মোনেট এসিড

    Note: Not available
    1. Report
  2. Question: তীব্র এসড ও মৃদু ক্ষার প্রশমনে কোন নির্দেশক ব্যবহৃত হয়?

    A
    লিটমাস

    B
    মিথাইল অরেঞ্জ

    C
    ফিনলফথ্যালিন

    D
    তাইমল ব্লু

    Note: Not available
    1. Report
  3. Question: রক্তের বাফারের নাম-

    A
    বাইকার্বনেট- কার্বনিক এসিড

    B
    বাইকার্বনেট- লেকটিক এসিড

    C
    কার্বনিক এসিড-বাইকার্বনেট

    D
    কোনটিই নয়

    Note: রক্তে বাইকার্বনেট-কার্বনিক এসিড বাফার বিদ্যামান। অম্ল জাতীয় খাদ্য যেমন অীধক লেবুর রস গ্রহণে বা রক্তে কোন এসিড জাতয়ি দ্রবণ শোষিত হলে তা নিম্নোক্ত বিক্রিয়া অনুসারে প্রশমিত হয়। `H^+ + HCO_3^- -> H_2 CO_3`। উৎপন্ন কার্বনিক এসিড পানি ও কার্বন ডাই অক্সাইডে বিয়োজিত হয়। কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে প্রশ্বাসের ঔষধরূপে যোগ করলে তা নিম্নোক্ত বিক্রিয়া অনুসারে প্রশমিত হয়। `H^ + H_2 CO_3 -> H_3^- + H_2 O`
    1. Report
  4. Question: দ্রবণের pH এর উপর বাফারের ক্রিয়া কিরূপ?

    A
    pH পরিবর্তন করা

    B
    pH পরিবর্তন রোধ করা

    C
    pH বৃদ্ধিতে সহায়ত করা

    D
    কোনটিই নয়

    Note: যে দবণে সামান্য পরিমণ এসিড বা ক্ষারকের দ্রবন যোগ করার পরও দ্রবণের pH এর মান অপরিবর্তিত থাকে (অর্থাৎ যে দ্রবণের নিকস্ব pH স্থির রাখার ক্ষমতা থাকে), তাকে বাফার দ্রবণ বলে। সুতরাং কোন দ্রবণের pH পরিবর্তনের প্রতিরোধ করার ক্ষমতাকে সে দ্রবনের বাফার ক্ষমতা বলে।
    1. Report
  5. Question: মিথাইল অরেঞ্জ অশ্লীয় দ্রবণে কোন বর্ণ ধারণ করে?

    A
    হলুদ

    B
    কমলা

    C
    গোলাপী লাল

    D
    সবুজ

    Note: Not available
    1. Report
  6. Question: মিথাইল রেড ক্ষারীর দ্রবণে কি বর্ণ দেয়?

    A
    নীল

    B
    কমলা

    C
    হলুদ

    D
    লাল

    Note: Not available
    1. Report
  7. Question: pH নির্ণয়ের সময় কোন ধাতব পত্রের তাড়িৎদ্বার ব্যবহৃত হয়?

    A
    Pt

    B
    Au

    C
    Pd

    D
    Na

    Note: Not available
    1. Report
  8. Question: বাফার দ্রবণ সাধপারণত কোনটির মিশ্রণ?

    A
    মৃদু এসিড ও মৃদু ক্ষার

    B
    মৃদু এসিড ও তার দ্রবণীয় লবন

    C
    শক্তিশালী এসিড ও মৃদু ক্ষার

    D
    মৃদু ক্ষারক ও তার দ্রবণীয় লবন

    Note: বাফার হল মৃদু এসিড ও তার লবন/ মৃদু ক্ষার ও তার লবন (দ্রবণীয় লবণ)।
    1. Report
  9. Question: কোন ধারনের টাইট্রেশনে pH এর বিস্তার সীমা 6-8 পর্যন্ত?

    A
    তীব্র এসিড ও তীব্র ক্ষারক

    B
    তীব্র এসিড ও মৃদু ক্ষারক

    C
    মৃদু এসিড ও তীব্র ক্ষারক

    D
    মৃদু এসিড ও মৃদু ক্ষারক

    Note: মৃদু এসিড ও মৃদু ক্ষারকের টাইট্রেশনে pH এর বিস্তার সীমা 6-8 পর্যন্ত।
    1. Report
  10. Question: pH কথাটি নেওয়া হয়েছে-

    A
    Puissanced Hydrogen থেকে

    B
    Pressured hydrogen থেকে

    C
    Puisand hydrogen থেকে

    D
    Passion hydrogen থেকে

    Note: মৃদু এসিড ও মৃদু ক্ষারকের টাইট্রেশনে pH এর বিস্তার সীমা 6-8 পর্যন্ত।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd