1. Question: কোন বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীন শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হলে েএটি কি ধরনের বিক্রিয়া?

    A
    তাপহারী

    B
    তাপোৎপাদী

    C
    উভমুখী

    D
    পশ্চাদমুখী

    Note: রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সংক্ষেপে বলা যায়- 1. বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি > উৎপাদের অভ্যন্তরীণ শক্তি `->` তাপোৎপাদী বিক্রিয়া। 2. বিক্রিয়কের অব্যন্তরীণ শক্তি < উৎপাদের অভ্যন্তরীন শক্তি `->`তাপহারী বিক্রিয়া।
    1. Report
  2. Question: ধ্রুবতাপে অভ্যন্তরীণ তাপ শক্তির নাম-

    A
    এনথালপির পরিবর্তন

    B
    এনট্রোপির পরিবর্তন

    C
    এনথালপি

    D
    এনট্রোপি

    E
    তাপ ধারণ ক্ষমতা

    Note: Not available
    1. Report
  3. Question: নিম্নের কোন প্রকার প্রশমন বিক্রিয়ায় তাপের মান দ্রুবক থাকে?

    A
    তীব্র এসিড ও দূর্বল ক্ষার

    B
    দূর্বল এসিড ও তীব্র ক্ষার

    C
    তীব্র এসিড ও তীব্র ক্ষার

    D
    দুর্বল এসিড ও দুর্বল ক্ষার

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  4. Question: হীরাকে বায়ুতে পোড়ালে কি উৎপন্ন হয়-

    A
    কোক

    B
    কঠিন গ্যাস

    C
    কার্বন-ডাই-অক্সাইড

    D
    ছাই

    Note: Not available
    1. Report
  5. Question: হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়অ উৎপাদন একটি-

    A
    তাপোৎপাদী

    B
    তাপহারী

    C
    প্রতিস্থাপন বিক্রিয়া

    D
    ঘনীববন পরিবর্তন

    Note: Not available
    1. Report
  6. Question: যদি উৎপাদকের এনথালপির মান (Hp) বিক্রিয়কের এনথালপির মানের (Hr) কম হয় তবে বিক্রিয়ায় এনথালপির মান (`Delta`P) হবে-

    A
    -Ve

    B
    +Ve

    C
    0

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?

    A
    বরফ গলা

    B
    লোহায় মরিচা পড়া

    C
    মোমবাতি জ্বলা

    D
    পেট্রোল পোড়া

    Note: Not available
    1. Report
  8. Question: দ্রবণ তাপ বলা হয়-

    A
    দ্রবণ তৈরীর জন্য প্রয়োজনীয় তাপকে

    B
    দ্রবণের মধ্যে যে তাপ বিদ্যমান থাকে

    C
    দ্রবণ প্রস্তুত কালে উৎপন্ন বা শোষিত তাপকে

    D
    দ্রবণ ও দ্রাবকের তাপমাত্রা একত্রে

    Note: কোন যৌগের I mol পরিমাণকে যথেষ্ঠ পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করতে যতটুকু তাপের পরিবর্তন হয় তাকে ঐ যৌগের দ্রবণ তাপ বলে।
    1. Report
  9. Question: যখন পানিকে বাষ্পে পরিণত করা হয়, তখন-

    A
    এনথালপি পরিবর্তন হয় না

    B
    এনট্রপি অপরিবর্তিত থাকে

    C
    এনথালপি বৃদ্ধি পায়

    D
    এনথালপি হ্রাস পায়

    Note: Not available
    1. Report
  10. Question: বিক্রিয়কের মোট এনথালপি উৎপাদের মোট এনথালপি অপেক্ষা বেশী হলে বিক্রিয়াটি হবে-

    A
    তাপোৎপাদী বিক্রিয়া

    B
    তাপহারী বিক্রিয়া

    C
    তাপোৎপাদী ও তাপহারী বিক্রিয়া

    D
    কোনটিই নয়

    Note: বিক্রিয়কের এনথালপি উৎপাদের এনথালপির চেয়ে কম হলে তাপোৎপাদী, বেশি হলে তাপহারী বিক্রিয়া হবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd