1. Question: কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে লেখালেখির কাজ করা যায়?

    A
    গ্রাফিক্স সফটওয়্যার

    B
    ইউটিলিটি সফটওয়্যার

    C
    ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

    D
    স্প্রেডশিট সফটওয়্যার

    Note: - ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার িএক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। - লেখালেখির জন্য মাইক্রোসফট কোম্পানির তৈরি অ্যাপ্লিকেশান সফটওয়্যারটির নাম- মাইক্রোসফট ওয়ার্ড। - বিনামূল্যে সংগ্রহ করা যায় যে ওয়ার্ড প্রসেসর, তা হলো- ওপেন অফিস রাইটার।
    1. Report
  2. Question: ওয়ার্ড প্রসেসরে ‘এন্টার’ কোন কাজে ব্যবহার করা হয়?

    A
    নির্বাচিত অংশ মুছে ফেলতে

    B
    কার্সরকে এক লাইন নিচে নামাতে

    C
    কার্সরের বাম দিকের অক্ষর মুছতে

    D
    মেনু বা ডায়লগ বক্স বাতিল করতে

    Note: - একটা পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে, নতুন প্যারাগ্রাফ লেখা শুরু হবে- এন্টার বাটন চাপ দিলে। - একটি লাইন বা ওয়ার্ড সিলেক্ট করে এন্টার বাটন চাপ দিলে- লাইন বা ওয়ার্ডটি মুছে যাবে। - লেখা সম্পাদনা ও সজ্জিতকরণে কী-বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বাটন হলো- এন্টার বাটন।
    1. Report
  3. Question: রিবন কী?

    A
    ডকুমেন্টের শিরোনাম নির্দেশনা

    B
    চিত্রের মাধ্যমে সাজানো কমান্ড তালিকা

    C
    কাজের ধরন অনুযায়ী কমান্ড তালিকা

    D
    চিত্রের সাজানো সম্পাদনার কমান্ড তালিকা

    Note: - File, Edit, View ইত্যাদি মেনুগেুলো থাকে- মেনুবারে। - মাইক্রোসফট ওয়ার্ডে টাইটেল বারের নিচে থাকে- মেনুবার। - মেনুবারের প্রতিটি মেনুর অধীনে থাকে বেশ কিছু- Option।
    1. Report
  4. Question: অফিস বাটন ব্যবহার করে নতুন ফাইল খুলতে প্রথম কোথায় ক্লিক করতে হয়?

    A
    New

    B
    File

    C
    Save

    D
    Text

    Note: - New Option- টি মেনুবারের- File মেনুতে থাকে। - কোনো নতুন ফাইল খুললেই তা- Document নামে প্রদর্শিত হয়। - কী-বোর্ডের সাহায্যে নতুন ফাইল খুলতে হলে- Ctrl বোতাম চেপে রেখে- N বোতাম চাপ দিতে হবে।
    1. Report
  5. Question: অফিস বাটন ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়?

    A
    New

    B
    Close

    C
    Save

    D
    File

    Note: - Save Option টি মেনুবারের- File মেনুতে থাকে। - ফাইল Save করার পর তা সংরক্ষিত হয়- কম্পিউটারের হার্ডড্রাইভে। - কী-বোর্ডের সাহায্যে সংরক্ষণ করতে হলে Ctrl বোতাম চেপে রেখে- S বোতাম চাপ দিতে হবে।
    1. Report
  6. Question: অফিস বাটন ব্যবহার করে ফাইল বন্ধ করতে প্রথমে কোথায় ক্লিক করতে হয়?

    A
    Exit

    B
    Save

    C
    File

    D
    Open

    Note: - Close Option টি মেনুবারের- File মেনুতে থাকে। - কোনো ফাইল Save না করে Close করলে তা- কম্পিউটারের হার্ডড্রাইভে সংরক্ষিত হবে না। - মেনুবার ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ড বন্ধ করতে File মেনুতে গিয়ে- Exit Option এ ক্লিক করতে হবে।
    1. Report
  7. Question: লেখালেখির জন্য কোন অ্যাপ্লিকেশনা সফটওয়্যার তৈরি করা হয়েছে?

    A
    ওয়ার্ড প্রসেসর

    B
    ইন্টারনেট এক্সপ্লোরার

    C
    উইন্যাম্প

    D
    পাওয়ার ডিভিডি

    Note: Not available
    1. Report
  8. Question: িএকসময় ছোট কোনো লেখা মুদ্রণের জন্য কীসের সাহায্য নতে হতো?

    A
    কম্পিউটারের

    B
    ছাপাখানার

    C
    ওয়ার্ডপ্রসেরের

    D
    টাইপ রাইটারের

    Note: Not available
    1. Report
  9. Question: ইমন একটি দরখাস্ত লিখতে কম্পিউটার ব্যবহার করেছে। সে কম্পিউটারের কোন অ্যাপ্লিকেশান সফটওয়্যার ব্যবহার করেছে।

    A
    পাওয়ার ডিভিডি

    B
    ইন্টারনেট এক্সপ্লোরার

    C
    ওয়ার্ড প্রসেসর

    D
    উইন্যাম্প

    Note: Not available
    1. Report
  10. Question: ওয়ার্ড প্রসেসরটি চালু হওয়াকে কী বলে?

    A
    ওপেন

    B
    অন

    C
    এন্ট্রি

    D
    স্টার্ট

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd