1. Question: আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত?

    A
    ২০০

    B
    ২২০

    C
    ২৪০

    D
    ২৬০

    Note: - আমরা বৈদ্যুতিক শক অনুভব করতে পারি যদি বিদ্যুতের ভোল্টেজ- ৫০ ভোল্টের বেশি হয়। - আমাদের মস্তিষ্ক থেকে স্নায়ুর ভিতর পাঠানো সংকেতগুলো খুবই অল্প পরিমাণের বৈদ্যুতিক সংকেত। - আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ ২২০ ভোল্ট, তাই তা আমাদের শরীর স্পর্শ করলে আমরা ভয়ানক বৈদ্যুতিক শক অনুভব করব।
    1. Report
  2. Question: কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত?

    A
    সময়ের

    B
    বৈদ্যুতিক সংযোগ

    C
    মানসিক ক্লান্তি

    D
    দূর্যোগপূর্ণ আবহাওয়া

    Note: - ডেস্কটপ কম্পিউটারকে সবসময় আর ল্যাপটপ কম্পিউটারকে তার ব্যাটারি চার্জ করার সময়- বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। - বিদ্যুতের সঠিক ব্যবহারের ক্ষেত্রে আমাদের যেটা সব সময় মেনে চলতে হবে, ত হলো- সঠিক সকেট থেকে সঠিক প্লাগে বিদ্যুৎ সংযোগ। - বিদ্যুতের সঠিক ব্যবহারে নিশ্চিত হবে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার।
    1. Report
  3. Question: সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কী ব্যভহার করা উচিত?

    A
    নরম সুতি কাপড়

    B
    মোটা সুতি কাপড়

    C
    ভেজা সুতি কাপড়

    D
    গ্লাস ক্লিনার

    Note: - সিআরটি মনিটর পরিষ্কারের ক্ষেত্রে গ্লাস ক্লিানারের বিকল্প হিসেবে পানির সাথে আমরা ব্যবহার করতে পারি- ভিনেগার। - সিআরটি মনিটর পরিষ্কারের ক্ষেত্রে নরম সুতি কাপড়ের সাতে ব্যবহার করা যায়- গ্লাস ক্লিনার। - সিআরটি মনিটর পরিষ্কারের ক্ষেত্রে আমরা যা যা ব্যবহার করতে পারি, তা হলো- নরম সুতি কাপড়, গ্লাস ক্লিানার এবং ভিনগার।
    1. Report
  4. Question: আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায়-

    A
    আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ

    B
    স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আইসিটির নিরাপদ ব্যবহার

    C
    আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ

    Note: - আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। - আইসিটি যন্ত্রপাতি পরিষ্কারের কিছু উপকরণ হচ্ছে- স্ক্রু ড্রাইভার, টিস্যু পেপার, কটন বাড, নরম সুতি কাপড়[, ব্রাশ, গ্লাস ক্লিনার, টুথ পিক, ব্লোয়ার, ভিনেগার, ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি। - আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য ব্যবহারকারীকে যে দুটি বিষয়ে সচেতন থাকতে হবে, তা হলো- যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্যঝুঁকি।
    1. Report
  5. Question: হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয়?

    A
    কক্ষের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা

    B
    কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা

    C
    অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা নিশ্চিত করা

    D
    কম্পিউটার বন্ধ করে দেওয়া

    Note: - হার্ডওয়্যার পরিষ্কার করার সময় কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করলে, অসতর্কতায় আমাদের- বৈদ্যুতিক শক লাগাতে পারে। - হার্ডওয়্যার পরিষ্কার করার উদ্দেশ্য হলো- আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ। - কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি যেমন- সিপিইউ, মনিটর, কী-বোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদির পরিচর্যাকে বলা হয়- হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ।
    1. Report
  6. Question: কোন যন্ত্রটি বড়-ছোট সকলে ব্যবহার করতে পারে?

    A
    কম্পিউটার

    B
    এক্স-রে মেশিন

    C
    অনুবীক্ষণ যন্ত্র

    D
    নভোবীক্ষণ যন্ত্র

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটিকে সবসময় বৈদ্যুতিক সংযোগে চালাতে হয়?

    A
    মোবাইল

    B
    ল্যাপটপ

    C
    ডেস্কটপ

    D
    ট্যাবলেট পি.সি.

    Note: Not available
    1. Report
  8. Question: বিদ্যুতের ভোল্টেজ কত ভোল্টের বেশি হলে আমরা সেটা অনুভব করতে পারি?

    A
    ৫০

    B
    ৬০

    C
    ৯০

    D
    ৮০

    Note: Not available
    1. Report
  9. Question: কম্পিউটারের তাপমাত্র সহ্য ক্ষমতা কেমন?

    A
    মানুষের চেয়ে কম

    B
    মানুষের চেয়ে একটু বেশি

    C
    মানুষের চেয়ে অনেক বেশি

    D
    মানুষের সমান

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি বিদ্যুতের সঠিক ব্যবহার?

    A
    সঠিক সকেট থেকে ভুল প্লাগে বিদ্যুৎ সংযোগ

    B
    সঠিক সকেট থেকে সঠিক প্লাগে বিদ্যুৎ সংযোগ

    C
    ভুল সকেট থেকে সঠিক প্লাগের বিদ্যুৎ সংযোগ

    D
    ভুল সকেট থেকে ভুল প্লাগে বিদ্যুৎ সংযোগ

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd