1. Question: বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি?

    A
    রেডিও

    B
    টেলিভিশন

    C
    মোবাইল

    D
    ল্যান্ডফোন

    Note: - মোবাইল ফোনে কথাবার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে- বেতার বা ওয়্যারলেস সংকেত হিসেবে। - ল্যান্ডফোনে কথাবার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে- বৈদ্যুতিক সংকেত হিসেবে। - ছবি তুলতে, গান শুনতে বা ইন্টারনেট ব্যবহার করতে পারা যাচ্ছে যে মোবাইলের মাধ্যমে, তাকে বলা হয় স্মার্টফোন।
    1. Report
  2. Question: প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে প্রসেসর-

    A
    মাদার বোডর্ের সাথে সংযুক্ত থাকে

    B
    কম্পিউটারের নির্দেশক হিসেবে কাজ করে

    C
    তথ্যের প্রক্রিয়াকরণের কাজ করে

    Note: - মাদারবোর্ডে যে সব ইলেকট্রনিক্স খুঁটিনাটি আছে তার মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হচ্ছে- প্রসেসর। - প্রসেসরের মধ্যে দিয়ে অনেক বিদ্যুত প্রবাহিত হয় কারণ- প্রতি মুহূর্তে প্রসরের লক্ষ-কোটি হিসাব নিকাশ করে। - প্রসেসরকে আলাদাভাবে ফ্যান দিয়ে ঠান্ডা না করলে সেটা- পুড়ে যেতে পারে।
    1. Report
  3. Question: তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাও। এক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করবে?

    A
    র‌্যাম

    B
    হার্ডডিস্ক ড্রাইভ

    C
    প্রসেসর

    D
    পেনড্রাইভ

    Note: - তথ্য উপাত্ত পাকাপাকি ভাবে যে স্টোরেজ ডিভাইসে রাখা হয়, তার মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে হার্ডডিস্ক ড্রাইভ। - র‌্যামে যে তথ্যগুলো থাকে সেগুলো- অস্থায়ী। - হার্ডডিস্ক ড্রাইভ- এ যে তথ্যগুলো থাকে সেগুলো- স্থায়ী।
    1. Report
  4. Question: একই সাথে ইনপুটি এবং আউটপুটি ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?

    A
    মনিটর

    B
    টাচ স্ক্রিন

    C
    কী-বোর্ড

    D
    মাদারবোর্ড

    Note: - টাচ স্ক্রিন ডিভাসের নাম ‘টাচ’ স্ক্রিন হলো কারণ এর ভিতর তথ্য পাঠাতে হয় এর স্ক্রিনে- টাচ বা স্পর্শ করে। - কম্পিউটার ছাড়াও টাচ স্ক্রিন প্রযুক্তি ব্যবহার করছে- মোবাইল টেলিফোন। - টাচ স্ক্রিনে ইনপুট দেয়া এবং আউটপুটি প্রদর্শন, দুটি কাজই করতে ব্যবহৃত হয় একটা- স্ক্রিন।
    1. Report
  5. Question: অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে-

    A
    ইনপুট-আউটপুট অপারেশন

    B
    ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ

    C
    প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি

    D
    বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয়

    Note: - কম্পিউটারের সকল ডিভাইসকে নিয়ন্ত্রণ ও সক্রিয় রাখে- অপারেটিং সিস্টেম। - কম্পিউটার চালু হবার সাথে সাথে যে সফটওয়্যারটি কাজ করা শুরু করে সেটা হচ্ছে- অপারেটিং সিস্টেম। - একটি মুক্ত অপারেটিং সিস্টেম হলো- লিনাক্স।
    1. Report
  6. Question: তথ্য প্রযুক্তির ব্যবহারে সারা পৃথিবীতে যে পরিবর্তন তার পেছনে কোন যন্ত্রটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে?

    A
    রেডিও

    B
    টেলিভিশন

    C
    কম্পিউটার

    D
    ওয়াশিং মেশিন

    Note: Not available
    1. Report
  7. Question: কম্পিউটার যে পৃথিবীতে বিপ্লব ঘটিয়েছে তার কারণ কী?

    A
    অনেক কাজ করার উপযোগিতা

    B
    নির্দিষ্ট কাজ করার সামর্থ্য

    C
    সহজলভ্যতা

    D
    স্বল্পমূল্য

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোন যন্ত্রটি বহুমুখী কাজে ব্যবহৃত হয়?

    A
    মোবাইল

    B
    টেলিফোন

    C
    টেলিভিশণ

    D
    কম্পিউটার

    Note: Not available
    1. Report
  9. Question: কম্পিউটার ফলাফল দিতে পারে কীভাবে?

    A
    গাণিতিকভাবে

    B
    যৌক্তিকভাবে

    C
    ডিজিটালভাবে

    D
    গাণিতিকভাবে ও যৌক্তিকভাবে

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি কম্পিউটারের নতুন সংস্করণ?

    A
    ওভেন

    B
    অপটিক্যাল ফাইবার

    C
    ট্যাবলেট পিসি

    D
    মোবাইল টেলিফোন

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd