1. Question: একটি গাড়ি ঘন্টায় 60 কি.মি. বেগে কিছু পথ এবং ঘন্টায় 30 কি.মি. বেগে বাকি পথ অতিক্রম করলো । গাড়িটি মোট 5 ঘন্টায় অতিক্রম করে । গাড়িটি ঘন্টায় 60 কি.মি. বেগে মোট সময়ের দুই তৃতীয়াংশ অতিক্রম করে কত কি.মি.দুরত্ব গিয়েছে ?

    A
    100

    B
    150

    C
    180

    D
    200

    Note: মোট সময়ের দুই-তৃতীয়াংশ =`(5xx2/3)` ঘন্টা `= 10/3` ঘন্টা `:. 60`কি.মি বেগে গাড়িটি `10/3`ঘন্টায় যায়`(10/3xx60)`কি.মি. `=200`কি.মি.
    1. Report
  2. Question: একটি গাড়ি ঘন্টায় 60 কি.মি. বেগে কিছু পথ এবং ঘন্টায় 30 কি.মি. বেগে বাকি পথ অতিক্রম করলো । গাড়িটি মোট 5 ঘন্টায় অতিক্রম করে । গাড়িটি মোট সময়ে কত কি.মি.দুরত্ব অতিক্রম করে ?

    A
    230

    B
    250

    C
    260

    D
    300

    Note: বাকি সময়`(5-10/3) = 5/3`ঘন্টা `:. 30` কি.মি. বেগে গাড়িটি `5/3`ঘন্টায় যায় `(5/3xx30)` কি.মি.`=50` কি.মি. `:.` মোট সময়ে গাড়িটি অতিক্রম করে `(200+50)` কি.মি.`= 250` কি.মি.
    1. Report
  3. Question: এক ব্যক্তি 80 টাকায় 16টি কলম কিনেছে । প্রতিটি কলমের গড় মূল্য কত ?

    A
    4

    B
    5

    C
    6

    D
    7

    Note: Not available
    1. Report
  4. Question: এক ব্যক্তি 80 টাকায় 16টি কলম কিনেছে । যদি ঐ ব্যক্তি ঐ টাকায় 4টি কলম বেশি পায় তাহলে কলমের গড় মূল্য কত টাকা ?

    A
    3

    B
    4

    C
    5

    D
    6

    Note: 4টি কলম বেশী পেলে `(16+4)` বা, 20টি কলমের গড়মূল্য `80/20 = 4`টাকা ।
    1. Report
  5. Question: এক ব্যক্তি 80 টাকায় 16টি কলম কিনেছে । কলমের গড়মূল্য 2 টাকা বেশি হলে তত সংখ্যক কলম কিনতে কত টাকা লাগবে ?

    A
    80

    B
    100

    C
    120

    D
    220

    Note: গড়মূল্য`(4+2)=6` টাকা `:. 20`টি কলমের মূল্য `(20xx6) = 120`টাকা ।
    1. Report
  6. Question: `4x^2-4x-48= 0`সমীকরণের মূলদ্বয় নিচের কোনগুলো ?

    A
    3, 4

    B
    3,-4

    C
    -3, 4

    D
    -3, -4

    Note: Not available
    1. Report
  7. Question: `x` কে চলক ধরে`ax^3+b= 0`সমীকরণটির ঘাত নিচের কোনটি ?

    A
    3

    B
    2

    C
    1

    D
    0

    Note: Not available
    1. Report
  8. Question: `2x^2-(2a+2b)x+2ab= 0` সমীকরণের সমাধান সেট নিচের কোনটি ?

    A
    `{a, b}

    B
    `{a, -b}

    C
    `{-a, b}`

    D
    `{-a, -b}`

    Note: Not available
    1. Report
  9. Question: `(2x-3)^2 = 0`সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আদর্শরূপের সাথে তুলনা করলে b এর মান কত ?

    A
    9

    B
    6

    C
    4

    D
    -12

    Note: Not available
    1. Report
  10. Question: `ax^2+bx+c= 0`সমীকরণটি -- (i) একটি দ্বিঘাত সমীকরণ (ii) একটি মূল রয়েছে (iii) দুইটি মূল রয়েছে নিচের কোনটি সঠিক ?

    A
    i ও ii

    B
    i ও iii

    C
    ii ও iii

    D
    i, ii ও iii

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd