পরিশিষ্ট
 
  1. Question: শাপলা ফুলের জন্মস্থান কোনটি?

    A
    মাটি

    B
    বায়ু

    C
    মরুভূমি

    D
    দীঘি

    Note: Not available
    1. Report
  2. Question: মটিতে বিভিন্ন ধরনের খনিজ পুষ্টি থাকে। এসব পুষ্টি কাজে লাগিয়ে উদ্ভিদ বৃদ্ধি পায়। নিচের কোনটি মাটির পুষ্টি উপাদান বাড়ায়?

    A
    কীটপতঙ্গ

    B
    প্রাণীর মৃতদেহ

    C
    পশুর চামড়া

    D
    ক্লোরোফিল

    Note: Not available
    1. Report
  3. Question: উদ্ভিদ ও প্রাণীর সকল প্রকার কাজে শক্তির প্রয়োজন। তাদের এই শক্তির প্রধান উৎস কী?

    A
    মাটি

    B
    সূর্য

    C
    পানি

    D
    বায়ু

    Note: Not available
    1. Report
  4. Question: একটি বিশেষ প্রক্রিয়ায় উদ্ভিদে বীজের সৃষ্টি হয়, যা থেকে নতুন উদ্ভিদ জন্মায়। বিশেষ এ প্রক্রিয়াটিতে উদ্ভিদের কী হয়?

    A
    বংশবৃদ্ধি

    B
    খাদ্য তৈরি হয়

    C
    শ্বসন ক্রিয়া ঘটে

    D
    খাদ্যশৃঙ্খল গঠিত হয়

    Note: Not available
    1. Report
  5. Question: পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। প্রাণী যেসব উপাদানের উপর নির্ভল করে সেগুলো হলো-

    A
    হাত, পা ও চোখ

    B
    খাদ্য, পানি, এবং বায়ু

    C
    আলো, মাটি, ও পুষ্টি

    D
    চোখ, কান ও নাক

    Note: Not available
    1. Report
  6. Question: অহনদের কাঠের মিল সচল রাখতে তার বাবা কয়লা ও তেল জ্বালানি হিসেবে ব্যবহার করেন। এ জ্বালানির নাম কী?

    A
    জীবাশ্ম জ্বালানি

    B
    জৈব জ্বালানি

    C
    গ্যাস

    D
    দূষিত পদার্থ

    Note: Not available
    1. Report
  7. Question: ঢাকার তেজগাঁও শিল্প এলাকার পাশে বসবাসরতদের অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হচ্ছেন। তাদের রোগাক্রান্ত হওয়ার কারণ কোনটি?

    A
    বায়ু দূষণ

    B
    পানি দূষন

    C
    পরিবেশ দূষণ

    D
    মাটি দূষণ

    Note: Not available
    1. Report
  8. Question: রেজওয়ান টিভিতে ডিসকভারি চ্যানেলের এক প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলো যে হিমালয় পর্বতের বরফ গলতে শুরু করেছে। এ গলনের ফলাফল কী হতে পারে?

    A
    হিমাবাহ বেড়ে যাবে

    B
    তাপমাত্রা হ্রাস পাবে

    C
    ভূমিকম্প হবে

    D
    সমুদ্রের পানি উচ্চতা বাড়বে

    Note: Not available
    1. Report
  9. Question: প্রতিবছর কোরবানির ঈদের পর শহরের রাস্তাঘাটে অনেক দুর্গন্ধ ছড়ায়। এটি পরিবেশে কী সৃষ্টি করে?

    A
    বায়ু দূষণ

    B
    পানি দূষণ

    C
    মাটি দূষণ

    D
    শব্দ দূষণ

    Note: Not available
    1. Report
  10. Question: ঝুমাদের কাজের বুয়া তাদের বাসার সব থালাবাসন ও ময়লা কাপড় বাসার পাশের পুকুরের পানিতেধৌত করে। বুয়াদের এ কাজটিতে কোনটি ঘটবে?

    A
    পুকুর ভরাট হবে

    B
    পানি দূষিত হবে

    C
    পানি পরিষ্কার হবে

    D
    পানিকে কাজের উপযোগী করবে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd