পরিশিষ্ট
 
  1. Question: জমির উর্বরতা হ্রাস পাওয়া কীসের ফলাফল?

    A
    পানি দূষণ

    B
    বায়ু দূষণ

    C
    শব্দ দূষণ

    D
    মাটি দূষণ

    Note: Not available
    1. Report
  2. Question: হামিদ পচা পানিতে ভরা ডোবার পানিতে গোসল করায় তার শরীরে চুলকানি হচ্ছে। হামিদ কোন রোগে আক্রান্ত হয়েছে?

    A
    ডায়রিয়া

    B
    বসন্ত

    C
    চর্মরোগ

    D
    চাইফয়েড

    Note: Not available
    1. Report
  3. Question: মানুষ জেনে শুনে অথবা অজ্ঞতাবশত মাটিতে ক্ষতিকর বিভিন্ন দ্রব্য ফেলার কারণে মাটি দূষিত হয়। এরকম ক্ষতিকর দ্রব্য হলো-

    A
    হাসপাতালের বর্জ্য

    B
    পচা পাতা

    C
    গোবর

    D
    মৃত প্রাণীর দেহ

    Note: Not available
    1. Report
  4. Question: কিছুদিন আগে সুন্দরবনের সেলো নদীতে তেলবাহী একটি জাহাজ ডুবে গিয়ে অনেক তেল পরিবেশে ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় কোন কোন ধরনের দূষণ হবে?

    A
    বায়ু ও পানি

    B
    মাটি ও পানি

    C
    শব্দ ও বায়ু

    D
    পানি ও শব্দ

    Note: Not available
    1. Report
  5. Question: লীনাদের বাসা মহাসড়কের একদম পাশে। প্রতিদিন হাজারো যানবাহনের তীব্র হর্ন লীনাকে সহ্য করতে হয়। এতে তার কী ধরনের সমস্যা হতে পারে?

    A
    মানসিক

    B
    শারীরিক

    C
    পারিবারিক

    D
    ব্যক্তিগত

    Note: Not available
    1. Report
  6. Question: উচ্চস্বরে গান বাজানো কী ধরনের দূষণ সৃষ্টি করে?

    A
    মাটি দূষণ

    B
    বায়ু দূষণ

    C
    পানি দূষণ

    D
    শব্দ দূষণ

    Note: Not available
    1. Report
  7. Question: জীবনপুর গ্রামে বেশিরভাগ বাড়িতে পাকা টয়লেট নেই। তাই মানুষজন নদী-নালা ও পুকুরের পাশে অস্থায়ী কাঁচা টয়ঠেট ব্যবহার করে। এতে জীবনপুরে কী ধরনের দূষণ দেখা দেবে?

    A
    বায়ু দূষণ

    B
    মাটি দূষণ

    C
    পানি দূষণ

    D
    শব্দ দূষণ

    Note: Not available
    1. Report
  8. Question: তোমার বাবা প্রতিদিন পায়ে হেটে অফিসের যাওয়া আসা করে। এ কাজের মাধ্যমে তোমার বাবা পরিবেশের কোনটি সংরক্ষণ করেন?

    A
    সামাজিক

    B
    প্রাকৃতিক সম্পদ

    C
    সমষ্টিগত সম্পদ

    D
    অর্থনৈতিক সম্পদ

    Note: Not available
    1. Report
  9. Question: বর্তমান সময়ে কৃষিজমি ধ্বংস করে ইটের ভাট তৈরি করা হয়। এতে পরিবেশে কী দূষণ দেখা দিবে?

    A
    পানি

    B
    মাটি

    C
    শব্দ

    D
    বায়ু

    Note: Not available
    1. Report
  10. Question: রহিম মিয়া ফলন বাড়ানোর জন্য প্রতিবছরই তার কৃষিজমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে থাকে। এই সার বৃষ্টির পানিতে মিশে কোন ধরনের দূষণ সৃষ্টি করবে?

    A
    মাটি দূষণ

    B
    বায়ু দূষণ

    C
    পানি দূষণ

    D
    শব্দ দূষণ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd