পরিশিষ্ট
 
  1. Question: বর্তমান সময়ে কৃষিজমি ধ্বংস করে ইটের ভাট তৈরি করা হয়। এতে পরিবেশে কী দূষণ দেখা দিবে?

    A
    পানি

    B
    মাটি

    C
    শব্দ

    D
    বায়ু

    Note: Not available
    1. Report
  2. Question: নিচের কোনটি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলাফল?

    A
    পানি জমে বরফে পরিণত হওয়া

    B
    সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি

    C
    ফসল ফলানোর হার বৃদ্ধি

    D
    আবহাওয়া বসবাব উপযোগী হওয়া

    Note: Not available
    1. Report
  3. Question: খেলতে গিয়ে তুমি প্লাস্টিকের একটি খেলনা ভেঙ্গে ফেলেছ। খেলনাটি তুমি কী করবে?

    A
    পানিতে ফেলবো

    B
    রাস্তায় ফেলবো

    C
    পুড়িয়ে ফেলবো

    D
    জমিতে ফেলবো

    Note: Not available
    1. Report
  4. Question: পরিবেশের নানা রকম দূষনের কারণে মানুষ বিভিন্ন ধলনের রোগে আক্রান্ত হয়। এ সংক্রান্ত একটি রোগ হলো-

    A
    ব্রেইন স্ট্রোক

    B
    জ্বর

    C
    হার্ট এটাক

    D
    ক্যান্সার

    Note: Not available
    1. Report
  5. Question: কোনটি শব্দ দূষনের কারণে হয়?

    A
    এসিড বৃষ্টি

    B
    শ্রবণ শক্তি হ্রাস

    C
    তাপমাত্রা বৃদ্ধি

    D
    শ্রবণ শক্তি বৃদ্ধি

    Note: Not available
    1. Report
  6. Question: আমাদের বিভিন্ন শরীরিক সমস্যা সৃষ্টির অন্যতম কারণ হলো হঠাৎ আওয়াজ, গোলমাল, বিভিন্ন শব্দ ইত্যাদি। এগুলো যে দূষণ সৃষ্টি করে তার ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এরকম একটি সমস্যা হলো-

    A
    হাতে সমস্যা

    B
    চোখে সমস্যা

    C
    কানে সমস্যা

    D
    মুখে সমস্যা

    Note: Not available
    1. Report
  7. Question: তোমার এলাকায় বায়ু দূষণ রোধে তুমি কী করবে?

    A
    যেখানে সেখানে ময়লা ফেলবো

    B
    বেশি করে গাছ লাগাবো

    C
    বেশি করে গাছ কাটবো

    D
    যেখানে সেখানে থু থু ফেলবো

    Note: Not available
    1. Report
  8. Question: কোনটিকে মাটি দূষণের কারণ বলে তুমি মনে কর?

    A
    কলকারখানার ধোঁয়া

    B
    মাটিতে গোবর ব্যবহার

    C
    বরফ গলন

    D
    গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য

    Note: Not available
    1. Report
  9. Question: পরিবেশ দূষণ রোধে মানুষের ভূমিকাই প্রধান। শব্দ দূষণ আমরা কীভাবে রোধ করতে পারি?

    A
    যেখানে সেখানে হর্ন না বাজিয়ে

    B
    মাইকে বক্তব্য দিয়ে

    C
    বেশি করে হর্ন বাজিয়ে

    D
    উচ্চ স্বরে গান বাজিয়ে

    Note: Not available
    1. Report
  10. Question: পানিতে বিভিন্ন বর্জ্য, তেল, রাসায়নিক দ্রব্য মিশে পানি দূষিত হচ্ছে। পানির এ দূষণের ফলে কী ঘটে?

    A
    ঘুমে ব্যাঘাত

    B
    জলজ খাদ্যশৃঙ্খল বিনষ্ট

    C
    এসিড বৃষ্টি

    D
    তাপমাত্রা বৃদ্ধি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd