1. Question: বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে তাহলে তাকে কী বলে?

    A
    শোষণ

    B
    প্রতিফলন

    C
    প্রতিসরণ

    D
    বিশ্লেষণ

    Note: - বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে আসে তাহলে তাকে বলে- প্রতিসরণ - বস্তুতে আলো পড়ে যুতি তা দিক পরিবর্তনের দ্বারা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তাহলে তাকে বলে- প্রতিসরণ। - আলো বেশি শোষণ করে- কালো বস্তু।
    1. Report
  2. Question: কোনো বস্তু আমরা দেখতে পাই যখন-

    A
    বস্তুটি আলো শোষণ করে

    B
    বস্তুটি আলো প্রতিফলিত করে

    C
    বস্তুটি আলো প্রতিসরিত করে

    D
    চোখ থেকে আলো বস্তুতে পড়ে

    Note: - কোনো ব্সতু সম্পূর্ণ আলো শোষণ করলে আমরা বস্তুটিকে দেখি- কালো। - আলো যখন কোনো বস্তুতে পড়ে তা থেকে বাধা পেয়ে ফিরে আসে তাকে বলে- আলোর প্রতিফলন। - বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে আমরা- বস্তুটি দেখতে পাই।
    1. Report
  3. Question: আলো কী?

    A
    পদার্থ

    B
    শক্তি

    C
    চৌম্বক

    D
    দর্পণ

    Note: Not available
    1. Report
  4. Question: আলো সেকেন্ডে প্রায় কত কিলোমিটার যায়?

    A
    ৫ লক্ষ কিলোমিটার

    B
    ২ লক্ষ কিলোমিটার

    C
    ৩ লক্ষ কিলোমিটার

    D
    ৬ লক্ষ কিলোমিটার

    Note: Not available
    1. Report
  5. Question: আলোর গতিতে কোনো যানবাহন চালানো সম্ভব হলে তা প্রতি সেকেন্ডে পৃথিবীর চারদিকে কত বারেও বেশি ঘুরে আসতে পারবে?

    A
    এক বার

    B
    তিনবার

    C
    সাতবার

    D
    দশবার

    Note: Not available
    1. Report
  6. Question: সকল আলোর উৎস কোনটি?

    A
    সূর্য

    B
    চন্দ্র

    C
    আকাশ

    D
    বাল্ব

    Note: Not available
    1. Report
  7. Question: আলোর সরলরৈখিক পথকে কী বলে?

    A
    আলোকরশ্মি

    B
    প্রতিসরণ

    C
    মোষণ

    D
    প্রতিফলন

    Note: Not available
    1. Report
  8. Question: আলো কীভাবে চলে?

    A
    সরলরেখায়

    B
    বাঁকা পথে

    C
    থেমে থেমে

    D
    আড়াআড়িভাবে

    Note: Not available
    1. Report
  9. Question: আলো-

    A
    এক প্রকার শক্তি

    B
    এর কাজ করার সামর্থ্য আছে

    C
    এর গতিবেগ সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার

    Note: Not available
    1. Report
  10. Question: আলোর বৈশিষ্ট্য হলো-

    A
    এটি অত্যন্ত দ্রুত চলে

    B
    এর চলন পথ বক্রাকার

    C
    এটি সরল পথে চলে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd