1. Question: নিচের কোনটি অজীব উপাদান?

    A
    অ্যামিবা

    B
    পানি

    C
    গোলাপ

    D
    শামুক

    Note: - পরিবেশের প্রাণহীন সব উপাদান হলো- অজীব উপাদান। - মাটি, পানি, বায়ু- পরিবেশের অজীব উপাদান। অজীব উপাদানের আরেক না- জড় উপাদান।
    1. Report
  2. Question: পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের-

    A
    রাস্তাঘাট নির্মাণ করতে হবে।

    B
    পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে।

    C
    উদ্ভিদ ও প্রাণিকুলকে রক্ষা করতে হবে।

    Note: - পরিবেশের উপাদানসমূহের মধ্যে যদি কোনো কারণে পরিবর্তন ঘটে তবে জীবের স্বাভাবিক জীবন ব্যাহত হবে। - সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য পরিবেশ দূষণমুক্ত রাখতে হবে।
    1. Report
  3. Question: বিভিন্ন অঞ্চলের জীব বৈচিত্র্যের কারণ কী?

    A
    মানুষের বসবাস

    B
    উদ্ভিদের বিভিন্নতা

    C
    পরিবেশের বিভিন্নতা

    D
    আঞ্চলিক বৈষম্য

    Note: Not available
    1. Report
  4. Question: প্রাকৃতিক পরিবেশের উপাদান নয় কোনটি?

    A
    চাঁদ

    B
    তারা

    C
    নদী

    D
    ঘর-বাড়ি

    Note: Not available
    1. Report
  5. Question: প্রাকৃতিক পরিবেশের উপাদন কোনগুলো?

    A
    পানি, দালানকোঠা

    B
    পানি, মাটি

    C
    মাটি, ঘরবাড়ি

    D
    টেবিল, চেয়ার

    Note: Not available
    1. Report
  6. Question: আমাদের চারপাশের সবকিছু নিয়ে কী গঠিত হয়?

    A
    পরিবেশ

    B
    সমাজ

    C
    জীব পরিবেশ

    D
    জড় পরিবেশ

    Note: Not available
    1. Report
  7. Question: মানুষের তৈরি পরিবেশ কোনটি?

    A
    পাহাড়

    B
    সমুদ্র

    C
    নদী

    D
    রাস্তাঘাট

    Note: Not available
    1. Report
  8. Question: মানুষ কোন পরিবেশের অন্তর্ভূক্ত?

    A
    জড় পরিবেশ

    B
    প্রাকৃতিক পরিবেশের

    C
    অজীব পরিবেশের

    D
    সামাজিক পরিবেশের

    Note: Not available
    1. Report
  9. Question: নদীর পরিবেশ কোন পরিবেশের উদাহরণ?

    A
    মানুষের তৈরি পিরিবেশ

    B
    জীব পরিবেশ

    C
    সামাজিক পরিবেশ

    D
    প্রাকৃতিক পরিবেশ

    Note: Not available
    1. Report
  10. Question: একটি পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে-

    A
    উদ্ভিদের বসবাস

    B
    প্রাণীর বসবাস

    C
    আঞ্চলিক বৈষম্য

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd