Question:মিসেস হাবিবা বাড়ির সকল সিদ্ধান্ত নিজেই গ্রহন করেন । তার আচরনে কীসের অভাব রয়েছে ?
Answer
গনতান্ত্রের মনোভাব ।
Question:মিসেস হাবিবা বাড়ির সকল সিদ্ধান্ত নিজেই গ্রহন করেন । তার আচরনে কীসের অভাব রয়েছে ?
গনতান্ত্রের মনোভাব ।
Question:রুমা ঝুমার মা প্রতিদিন সবার পছন্দের খাবার তৈরী করেন । এখানে কোন বৈশিষ্ঠটি ফুটে উঠেছে ?
গনতান্ত্রিক মনোভাবের ।
Question:শফিকুল ইসলাম তার প্রতিষ্ঠানের সেবার মান উন্নত করতে চান । এক্ষেত্রে তার কী করা উচিত ?
অধিকাংশের সাতে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন ।
Question:রিয়াজ সাহেব তার প্রতিষ্ঠানের সকল কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন । ফলে কর্মীদের মধ্যে কোনটি ঘটবে ?
নিজেদের মত প্রকাশে উৎসাহী হবে ।
Question:আমাদের দেশে শাসন ব্যাবস্থায় জনগনের শাসন বিদ্যমান । আমাদের দেশে কোন শাসন ব্যাবস্থা বিদ্যমান ?
গনতান্ত্রিক ।
Question:শ্রেনীনেতা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোট পাওয়া শিক্ষার্থী কী নির্বাচিত হবে ?
প্রথম শ্রেনীনেতা ।
Question:শ্রেনীনেতাদের সবাই হাসি মুখে বরন করে নেয় কেন ?
সবার মতামতে নির্বাচিত হওয়ায় ।
Question:বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে আমরা কোন বৈশিষ্ট্যর পরিচয় দিব ?
গনতান্ত্রিক মনোভাব ।
Question:শ্রেনীতে যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাবে সে কী নির্বাচিত হবে ?
দ্বিতীয় শ্রেনীনেতা ।
Question:গনতন্ত্র অর্থ কী ?
জনগনের শাসন ।