বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:রাফিদের ক্লাস টিচার অধিকাংশ সিদ্ধান্ত অধিকাংশের মতামতের বৃওিতে নিয়ে থাকেন । এধরনের সিদ্ধান্ত গ্রহনকে কী বলে ? এটি কী ধরনের গুন ? উক্ত বিষয়টি শ্রেনী ও বিদ্যালয় গনতন্ত্র চর্চায় কীভাবে ভূমিকা রাখে তা তিনটি বাক্য লেখ । 

    Answer
    অধিকাংশের মতামতের ভিওিতে সিদ্ধান্ত নেওয়াকে বলে গনতান্ত্রিক মনোভাব । এটি ব্যাক্তিত ও সামাজিক গুন । 
    গনতান্ত্রিক মনোভাব শ্রেনী ও বিদ্রালয়ে গনতন্ত্র চর্চায় যে ভূমিকা রাখে সে সম্পর্কে তিনটি বাক্য - 
    ১. শ্রেনীর বিভিন্ন কাজ যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ গোচানো শ্রেনী শিক্ষক সাজানো, পরিস্কার পরিছন্ন করা ইত্যাদি সম্পর্কে সহপাঠির সাথে আলোচনা করবো । 
    ২. বিদ্যালয় বিভিন্ন অনুষ্ঠান যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ইত্যাদি ব্যাপারেও আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব । 
    ৩. অনুষ্ঠানগুলোর সুষ্ঠু পরিচালনার জন্য অধিকাংশের মতামতের ভিওিতে কাজ করব এবং পরস্পরকে সহায়তা করব ।

    1. Report
  2. Question:শ্রেনীশিক্ষক শ্রেনীনেতা নির্বাচনের জন্য সকলের মতামত গ্রহন করেন। এতে শিক্ষকের কোন গুনটি প্রকাশ পেয়েছে ? বিদ্রালয়ের কাজে উক্ত গুন আমরা কীভাবে ব্যাবহার করব সে সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    এতে শিক্ষকের গনতান্ত্রিক মনোভাবের গুনটি প্রকাশ পেয়েছে । 
    বিদ্যালয়ের কাজে গনতান্ত্রিক মনোভাব ব্যবহার সম্পর্কে চারটি বাক্য -
    ১. শ্রেনীকক্ষ সাজানোর ক্ষেত্রে সকলের মতামতের সিদ্ধান্ত নেব । 
    ২. ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে গনতান্ত্রিক মনোভাব দেখাবো । 
    ৩. বনভোজন আয়োজনে সকলের মতামত গ্রহন করবো 
    ৪. সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেও আমরা সকলের মতামত গ্রহন করবো ।

    1. Report
  3. Question:মমতাদের বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে প্রধান শিক্ষক কারো সাথে আলোচনা না করেই সিদ্ধান্ত নেন । প্রধান শিক্ষকের আচরনে কোন গুনটি অনুপস্থিত ? বিদ্যালয়ের কাজে উক্ত বিষয়টির চারটি ব্যাবহার উল্লেখ কর । 

    Answer
    প্রধান শিক্ষকের আচরনে গনতান্ত্রিক মনোভাব গুনটি অনুপস্থিত । 
    বিদ্যালয়ের কাজে গনতান্ত্রিক মনোভাবের ৪টি ব্যাবহার -
    ১. ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ক্ষেত্রে । 
    ২. বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে সকলের মতামতের ভিওিতে নির্বাচন করবো । 
    ৩. শ্রেনী দলনেতাও আমরা সবার পছন্দের ভিওিতে নির্বাচন করবো । 
    ৪. বিদ্যালয়ের মাঠ শ্রেনীকক্ষ পরিস্কার পরিছন্ন রাখার ক্ষেত্রেও আমরা গনতান্ত্রিক মনোভাব দেখাবো ।

    1. Report
  4. Question:আমাদের রাষ্ট পরিচালনার একটি মুলনীতি প্রতিষ্ঠার জন্য এদেশের জনগন দীর্ঘদিন সংগ্রাম করেছে । এখানে কোন মূলনীতিটির কথা বলা হয়েছে ? মূলনীতি সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    এখানে গনতন্ত্রের কথা বলা হয়েছে । গনতন্ত্র সম্পর্কে চারটি বাক্য 
    ১.গনতন্ত্র অর্থ জনগনের শাসন ।
    ২. গনতন্ত্রের মূলকথা হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনূসারে সিদ্ধান্ত নেওয়া । 
    ৩ গনতন্ত্রে কারও ইচ্চার বিরুদ্ধে কিছু করা হয়না । 
    ৪. গনতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ দেয় ।

    1. Report
  5. Question:সাজ্জাদ সাহেব অফিসের যেকোন সিদ্ধান্ত কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় । আচরনে কোন বৈশিষ্টটি ফুটে উঠেছে ? কর্মক্ষেত্রে উক্ত বিষয়টি ব্যবহার সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    সাজ্জাদ সাহেবের আচরনে গনতান্ত্রিক মনোভাবের বৈশিষ্ট ফুটে উঠেছে । কর্মক্ষেত্রে গনতান্ত্রিক মনোভাবের ব্যবহার সম্পর্কে চারটি বাক্য -
    ১. কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের সাথে যেকোন গুরুত্বপূর্ন বিষয়ে নিয়ে আলোচনা করা উচিত । 
    ২. এর ফলে সকলের বিষয়টির গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবে 
    ৩. কর্মীরা সকলে নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে । 
    ৪. সবার সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে প্রতিষ্ঠানের সেবার মান আরও উন্নত হবে ।

    1. Report
  6. Question:গনতান্ত্রিক মনোভাব কাকে বলে ? তোমার বাড়িতে ও তোমার বিদ্যালয়ে গনতন্ত্র চর্চার দুইটি করে উপায় লেখ । 

    Answer
    অধিকাংশের মতের ‍ভিওিতে সিদ্ধন্ত গ্রহন এবং সেই সিদ্ধান্তকে সম্মান করাকেই গনতান্ত্রিক মনোভাব বলে । 
    আমার বাড়িতে গনতন্ত্র চর্চার দুইটি উপায় -
    ১. কোথায় ও কীভাবে বেড়াতে যাব তা মা বাবা ভাই বোন ও পরিবারের অন্য সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব । 
    ২. ঘরের কী জিনিস কিনবো এবং কীভাবে ঘর সাজাবো তা পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব । 
    আমার বিদ্যালয়ের গনতন্ত্র চর্চার দুইটি উপায় হলো -
    ১. শেনীর বিভিন্ন কাজ, যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ গোচানো, শ্রেনীকক্ষ সাজানো, পরিস্কার পরিছন্ন করা ইত্যাদি কাজগুলো অধিকাংশের মতামত নিয়ে সম্পন্ন করবো । 
    ২. বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান , যেমন - সাংস্কৃতিক অনুষ্ঠান , ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ইত্যাদি ব্যাপারেও সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব ।

    1. Report
  7. Question:গনতন্ত্রের অর্থ কী ? গনতন্ত্রের মনোভাব কাকে বলে ? বিদ্যালয়ের গনতান্ত্রিক মনোভাবের তিনটি ব্যবহার উল্ল্যেখ কর । 

    Answer
    গনতন্ত্রের অর্থ জনগনের শাসন । 
    অধিকাংশের মতামতের ভিওিতে সিদ্ধান্ত গ্রহন করা এবং সম্মান করাকে গনতান্ত্রিক মনোভাব বলে । 
    বিদ্যালয়ের গনতান্ত্রিক মনোভাবের তটি ব্যাবহার - 
    ১. সকলের মতামতের ভিওিতে শ্রেনীনেতা নির্বাচন করবো 
    ২. শ্রেনীকক্ষ সাজোনো ও পরিস্কার পরিচন্ন রাখার ব্যাপারেও সকলের মতামত নেব । 
    ৩. ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে আমরা বিদ্যালয়ের সকলে মিলে সিদ্ধান্ত নেব ।

    1. Report
  8. Question:অধিকাংশের মতামতের ভিওিতে সিদ্ধান্ত গ্রহন করাকে কী বলে ? বিদ্যালয়ের শ্রেনীনেতা নির্বাচন সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    অধিকাংশের মতামতের ভিওিতে সিদ্ধান্ত গ্রহন করাকে বলে গনতান্ত্রিক মনোভাব ।
    বিদ্যালয়ের শেনীনেতা সম্পর্কে চারটি বাক্য -
    ১. প্রথমে শ্রেনীনেতা হতে চায় এরকম শিক্ষার্থীদের নাম শিক্ষক বোর্ডে লিখবেন । 
    ২. শিক্ষার্থীরা তাদের পচন্দের শিক্ষার্থীদের নাম কাগজে লিখে বাক্স রাখবেন । 
    ৩. শিক্ষক সকল কাগজ গননা করে কার পক্ষে কতটি ভোট পড়েছে তা বোর্ডে লিখবেন । 
    ৪. যে সবচেয়ে ‍বেশি ভোট পাবে সে শ্রেনীনেতা নির্বাচন হবে ।

    1. Report
  9. Question:রাজনৈতিকভাবে বাংলাদেশ কী ধরনের রাষ্ট ? বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কী করা উচিত ? কর্মক্ষেত্রে মনোভাবের ব্যবহার সর্ম্পকে তিনটি বাক্য লেখ । 

    Answer
    রাজনৈতিকভাবে বাংলাদেশ গনতান্ত্রিক রাষ্ট । 
    বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একে অপরের মতামত শোনা প্রয়োজন । 
    কর্মক্ষেত্রে গনতান্ত্রিক মনোভাবের ব্যবহার সম্পর্কে চারটি বাক্য -
    ১. কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের সাথে যেকোন গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা করা উচিত । 
    ২. ফলে সকলে এর গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মতপ্রকাশে উৎসাহিত হবে । 
    ৩. সবার মতামতের ভিওিতে সিদ্ধান্ত নিলে প্রতিষ্ঠানের সেবার মান আরো বৃদ্ধি পাবে ।

    1. Report
  10. Question:গনতন্ত্র অর্থ কী ? গনতন্ত্র সম্পর্কে দুইটি বাক্য লেখ । গনতন্ত্রের দুইটি উপকারিতা উল্লেখ কর । 

    Answer
    গনতন্ত্র অর্থ জনগনের শাসন । 
    গনতন্ত্র সম্পর্কে দুটি বাক্য -
    ১. গনতন্ত্রের মুল কথা হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনূসারে সিদ্ধান্ত নেওয়া । 
    ২. গনতন্ত্রে করো ইচ্ছার বিরুদ্ধে কিছু করা হয়না।
    গনতন্ত্রের দুটি উপকারিতা -
    ১. গনতন্ত্র মানুষকে শহনশীল হতে শিখায় । 
    ২. গনতন্ত্র মানুষকে মিলেমিশে চলতে শেখায় যা সমাজে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd