বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:ওঁরাওদের সমাজব্যাবস্থা কীরুপ ? 

    Answer
    পিতৃতান্ত্রিক ।

    1. Report
  2. Question:ওঁরাওদের নিজস্ব আঞ্চলিক পরিষদের নাম কী ? 

    Answer
    পাহতো ।

    1. Report
  3. Question:ওঁরাও নৃ গোষ্ঠীরা ফাল্গুন মাসের শেষ তারিখে কোন উৎসব পালন করে ? 

    Answer
    ফাগুয়া ।

    1. Report
  4. Question:বাংলাদেশের একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর আদি ধর্মের নাম সাংসারেক । এ জনগোষ্ঠীর নাম কী ? এদের আদি নিবাস ছিল কোথায় ? এদের সমাজব্যাবস্থা সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নাম গারো । 
    এদের আদি নিবাস ছিল তিব্বতে । 
    গারোদের সমাজব্যাবস্থা সম্পর্কে তিনটি বাক্য -
    ১. গারো সমাজ মাতৃতান্ত্রিক 
    ২. গারো নারীরাই মা পরিবারের প্রধান এবং সম্পওির অধিকারী । 
    ৩. মেয়েদের সুত্র ধরেই তাদের দল , গোত্র ও বংশ গড়ে উঠে ।

    1. Report
  5. Question:সাহানা তার এক ক্ষুদ্র নৃ গোষ্ঠী বন্ধুর বাড়িতে বাঁশের কোড়ল দিয়ে তৈরী করা একটি ঐতিহ্যবাহী খাবার খেল । সাহানার বন্ধু কোন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর তাদের সমাজব্যাবস্থা কীরুপ ? তাদের উৎসব সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    সাহানারার বন্ধু গারো নৃ গোষ্ঠীর অধিবাসি । তাদের সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক । 
    গারোদের উৎসব সম্পর্কে তিনটি বাক্য 
    ১. গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াংগালা ।
    ২. এই সময় তারা সূর্য দেবতা সালজং এর প্রতি নতুন শষ্য মাসে উৎসর্গ করেন ।
    ৩. সাধারনত নতুন শস্য তোলার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয় ।

    1. Report
  6. Question:সিলেট বসবাসকারী সুশান্ত মনখেমে ভাষায় কথা বলে । সুশান্ত কোন নৃ গোষ্ঠীর অধিবাসি ? তাদের প্রধান দেবতার নাম কী ? তাদের সমাজব্যবস্থা সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    সুশান্ত খাসি নৃ গোষ্ঠীর অধিবাসি  । 
    তাদের প্রধান দেবতা নাম উব্লাই নাংথই । 
    খাসিদের সমাজব্যবস্থা সম্পর্কে তিনটি বাক্য -
    ১. খাসিদের সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক । 
    ২. পারিবারিক সম্পওির বেশিরভাগের উওরাধিকারি হয় পরিবারের সবছেয়ে ছোট মেয়ে । 
    ৩. খাসি জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে ।

    1. Report
  7. Question:পার্বত্য অঞ্চলের এক ক্ষুদ্র জনগো্ষ্ঠীর নিজস্ব ধর্মের নাম তোরাই । জনগোষ্ঠীর নাম কী ? তাদের সমাজব্যবস্থা এবং খাদ্য সম্পর্কে দুইটি বাক্য লেখ । 

    Answer
    জনগোষ্ঠীর নাম হলো ম্রো । 
    সংখ্যাগরিষ্ঠার দিক থেকে এ জাতিসওার অবস্থান চতুর্থ । 
    ম্রোদের সমাজব্যবস্থা সম্পর্কে দুটি বাক্য -
    ১. ম্রো পরিবারের প্রধান হলেন পিতা । 
    ২. তাদের রয়েছে গ্রামভিওিক সমাজব্যবস্থা । 
    ম্রোদের খাদ্য সম্পর্কে দুটি বাক্য -
    ১. ম্রোদের প্রধান খাদ্য ভাত, শুঁটকিমাছ ও বিভিন্ন ধরনের মাংস । 
    ২. তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম হলো নাপ্পি ।

    1. Report
  8. Question:বাংলাদেশের এক ক্ষুদ্র জনগোষ্ঠীর নববর্ষ উৎসবের নাম বিশু । এ জনগোষ্ঠীর নাম কী ? এ জনগোষ্ঠী সমাজব্যবস্থা এবং পোশাক সম্পর্কে দুটি করে বাক্য লেখ । 

    Answer
    এ জনগোষ্ঠির নাম ত্রিপুরা । 
    জনগোষ্ঠীর উৎসবের নাম বিশু । 
    ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজব্যবস্থা সম্পর্কে দুটি বাক্য -
    ১. ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বাস করে । 
    ২. তারা দলকো দফা বলে । 
    ত্রিপুরাদের পোশাক সম্পর্কে দুইটি বাক্য -
    ১. ত্রিপুরার ছেলেরা ধুতি, গামছা লুঙ্গি জামা পরে । 
    ২. ত্রিপুরা নারীদের পোশাকের নিচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিসা বলা হয় ।

    1. Report
  9. Question:পার্বত্য অঞ্চলের এক ক্ষুদ্র জনগো্ষ্ঠীর নিজস্ব ধর্মের নাম তোরাই । জনগোষ্ঠীর নাম কী ? তাদের সমাজব্যবস্থা এবং খাদ্য সম্পর্কে দুইটি বাক্য লেখ । 

    Answer
    জনগোষ্ঠীর নাম হলো ম্রো । 
    সংখ্যাগরিষ্ঠার দিক থেকে এ জাতিসওার অবস্থান চতুর্থ । 
    ম্রোদের সমাজব্যবস্থা সম্পর্কে দুটি বাক্য -
    ১. ম্রো পরিবারের প্রধান হলেন পিতা । 
    ২. তাদের রয়েছে গ্রামভিওিক সমাজব্যবস্থা । 
    ম্রোদের খাদ্য সম্পর্কে দুটি বাক্য -
    ১. ম্রোদের প্রধান খাদ্য ভাত, শুঁটকিমাছ ও বিভিন্ন ধরনের মাংস । 
    ২. তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম হলো নাপ্পি ।

    1. Report
  10. Question:দেশের উওরবঙ্গের এক ক্ষুদ্র জনগোষ্ঠী বাস করে যাদের ভাষা কুড়ুখ । এ জনগোষ্ঠীর নাম কী ? এ জনগোষ্ঠীর প্রধান উৎসবের নাম কী ?তাদের সমাম ব্যবস্থার তিনটি বৈশিষ্ট তুলে ধর । 

    Answer
    এ জনগোষ্ঠীর নাম ওঁরাও । 
    ওঁরাওদের প্রধান উৎসবের নাম ফাগুয়া । 
    ওঁরাওদের জাতিসওার সমাজব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য 
    ১. ওঁরাওদের জাতিসওার নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে যা পাহাতো নামে পরিচিত । 
    ২. ওঁরাও সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক । 
    ৩. গ্রাম প্রধানকে মাহাতো বলা হয় ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd