বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:গারোরা প্রায় কত বছর পুর্বে এদেশে বসবাস শুরু করে ? এরা কোন ভাষায় কথা বলে ? তাদের বাসস্থান সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    গারো প্রায় ৪০০ বছর পুর্বে এদেশে বসবাস শুরু করে । 
    গোরোরা আচিক ভাষায় কথা বলে । গারোদের বাসস্থান সম্পর্কে তিনটি বাক্য 
    ১. গারোরা পুর্বে নদীর তীরে তাদের বাড়িগুলো নির্মান করত । 
    ২. গারোরা লম্বা এক ধরনের বাড়ি করতেন যা নকমান্দি নামে পরিচিত । 
    ৩. বর্তমানে করোগেটেড টিন এবং অন্যান্য উপকরন দিয়ে তারা বাড়ি তৈরী করে ।

    1. Report
  2. Question:গারোদের আদি ধর্মের নাম কী ? তাদের নিজস্ব ভাষার নাম কী ?গারোদের সমাজব্যবস্থা সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    তাদের নিজস্ব ভাষার নাম আচিক । গারোদের সমাজব্যবস্থা সম্পর্কে তিনটি বাক্য -
    ১. গারো সমাজ মাতৃতান্ত্রিক 
    ২. নারীরাই পরিবারের প্রধান এবং সম্পওির অধিকারি । 
    ৩. মায়েদের সুত্র ধরেই তাদের দল , গোত্র ও বংশ গড়ে উঠে ।

    1. Report
  3. Question:খাসিদের প্রধান দেবতার নাম কী ? খাসিদের সমাজব্যবস্থা সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    খাসিদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ । 
    খাসিদের সমাজ ব্যবস্থা সম্পর্কে চারটি বাক্য -
    ১. খাসি সমাজ মাতৃতান্ত্রিক । 
    ২. তারা প্রচুর পান ও মধু চাষ করে । 
    ৩. পারিবারিক সম্পওির বেশিরভাগের উওরাধিকারি পরিবারের সবচেয়ে ছোট মেয়ে । 
    ৪. খাসিরা সাধারনত কৃৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে ।

    1. Report
  4. Question:ম্রোদের নিজস্ব ধর্মের নাম কী ? ম্রোদের খাদ্যভ্যাস ও পোশাক সম্পর্কে ‍দুটি করে বাক্য লেখ । 

    Answer
    ম্রোদের নিজস্ব ধর্মের নাম তোরাই । 
    ম্রোদের খাদ্যভ্যাস সম্পর্কে ‍দুটি বাক্য
    ১. ম্রোদের প্রধান খাদ্য ভাত, শুঁটকিমাছ ও বিভিন্ন ধরনের মাংস । 
    ২. তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পী ।
    ম্রোদের পোশাক সম্পর্কে দুটি বাক্য
    ১. ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো ওয়াংলাই 
    ২.পুরুষরা খাটো সাদা কাপড় পরে ।

    1. Report
  5. Question:ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম কী ? ম্রোরা সাধারনত কোন ধর্মাবলম্বী । ম্রো জাতিসওা সম্পর্কে তিনটি বাক্য লেথ । 

    Answer
    ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম হলো নাপ্পি । 
    ম্রোরা সাধারনত বৌদ্ধ ধর্মবালম্বী । 
    ম্রো জাতিস্ওা সম্পর্কে তিনটি বাক্য -
    ১. ম্রোরা বান্দারবান জেলায় বিভিন্ন উপজেলায় বসবাস করে । 
    ]২. ম্রো পরিবারের প্রধান হলেন পিতা । 
    ৩. ম্রোদের রয়েছে গ্রামভিওিক সমাজব্যবস্থা ।

    1. Report
  6. Question:ওঁরাওদের প্রধান উৎসবের নাম কী ? ওঁরাওদের ভাষার নাম কী ? ওঁরাওদের সমাজব্যবস্থা সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    ওঁরাওদের প্রধান উৎসবের নাম ফাগুয়া । 
    ওঁরাওদের ভাষার নাম কুড়ুখ ও সাদ্রি । 
    ওঁরাওদের সমাজব্যবস্থা সম্পর্কে তিনটি বাক্য -
    ১. ওঁরাওদের গ্রাম প্রধানকে মাহাতো বলে । 
    ২. ওঁরাওদের সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক । 
    ৩. তাদরে নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে যা পাহাতো নামে পরিচিত ।

    1. Report
  7. Question:ওঁরাওদের সমাজব্যবস্থা কীরুপ ? এদের পোশাক ও খাবার সম্পর্কে দুটি করে বাক্য লেখ । 

    Answer
    ওঁরাওদের সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক । 
    ওঁরাওদের পোশাক সম্পর্কে দুটি বাক্য -
    ১. ওঁরাও পুরুষ ধুতি, লুঙ্গি, শার্ট প্যান্ট পরেন । 
    ২. মেয়েরা মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ পরেন । 
    ওঁরাওদের খাবার সম্পর্কে দুটি বাক্য -
    ১. ওঁরাওদের প্রধান খাবার ভাত । 
    ২. এছাড়াও তারা গম, ভুট্রা, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন ।

    1. Report
  8. Question:বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪িএ অক্টোবর একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে । সংস্থাটির নাম কী 

    Answer
    জাতিসংঘ

    1. Report
  9. Question:জাতসংঘের একটি পরিষদের পাঁচটি স্থায়ী ও দশটি অস্থায়ী সদস্য রাষ্ট রয়েছে । এখানে কোন পরিষদকে বোঝানো হয়েছে ? 

    Answer
    নিরাপওা পরিষদ ।

    1. Report
  10. Question:জাতিসংঘের ক শাখাটি অছিভুক্ত এলাকা সমুহর তও্ববধান করে । ক দ্ধারা কোন শাখাকে বুঝানো হয়েছে ? 

    Answer
    অছি পরিষদ ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd