বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:আমাদের দেশে বেকার সমস্যা সমাধানে জাতিসংঘের একটি শাখা কাজ করে থাকে । শাখাটির নাম কী 

    Answer
    অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ।

    1. Report
  2. Question:ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংক্রান্ত সমস্যা মোকাবেলায় জাতিসংঘের কোন শাখা সহায়তা করবে ? 

    Answer
    আন্তর্জাতিক আদালত ।

    1. Report
  3. Question:জুনায়েদের বাবা জাতিসংঘের একটি শাখা কর্মরত । শাখাটি বিশ্বের শান্তি ও নিরাপওা রক্ষায় কাজ করে । জুনায়েদের বাবা জাতিসংঘের কোন শাখায় কর্মরত । 

    Answer
    নিরাপওা পরিষদ ।

    1. Report
  4. Question:মুনার বাবা ইউনিসেফ এ চাকরি করেন । এ সংস্থাটি কাদের উন্নয়নে কাজ করে ? 

    Answer
    শিশুদের উন্নয়নে কাজ করে ।

    1. Report
  5. Question:জাতিসংঘের একটি উন্নয়নমুলক সংস্থার উদ্যেগে ২১এ ফেব্রয়ারী বিশ্ব মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে । এ সংস্থাটির নাম কী ? 

    Answer
    ইউনেস্কো ।

    1. Report
  6. Question:আহাদ রোমে বেড়াতে গিয়ে জাতিসংঘের একটি উন্নয়নমুলক সংস্থার সদর দপ্তর দেখতে পেল । এ সদর দপ্তরটি কোন সংস্থার ? 

    Answer
    খাদ্য ও কৃষি সংস্থার ।

    1. Report
  7. Question:জাতসংঘের একটি অঙ্গ সংস্থা বিশ্বের ছয়টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে । সংস্থাটির নাম কী ? 

    Answer
    বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

    1. Report
  8. Question:জাতিসংঘের একটি উন্নয়ন সংস্থা শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে কার্যক্রম পরিচালনা করে । সংস্থাটির নাম কী ? 

    Answer
    ইউনেস্কো ।

    1. Report
  9. Question:ক সংস্থাটি বিভিন্ন প্রত্ননিদর্শনসমূহ রক্ষায় কাজ করে । ক এর সাথে জাতিসংঘের কোন সংস্থার সাদৃশ্য রয়েছে । 

    Answer
    ইউনেস্কো ।

    1. Report
  10. Question:১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর দক্ষিন এশিয়ার ৭টি দেশ নিয়ে গঠিত হয় একটি সংস্থা । সংস্থাটির নাম কী ? 

    Answer
    সার্ক ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd