Question:কোন সালে আন্তর্জাতিক আদালত মায়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমানা সংক্রান্ত বিরোধের রায় দেয় ?
Answer
২০১২ সালে ।
Question:কোন সালে আন্তর্জাতিক আদালত মায়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমানা সংক্রান্ত বিরোধের রায় দেয় ?
২০১২ সালে ।
Question:ইউনিসেফ এর পুরো নাম কী ?
জাতসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল।
Question:fao এর সদর দপ্তর কোথায় ?
ইতালির রোমে ।
Question:ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্টের নিউইয়র্কে ।
Question:বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে গৃহিত বিভিন্ন পকল্পে জাতিসংঘের কোন সংস্থা সাহায্য দিয়ে থাকে ?
বিশ্বব্যাংক ।
Question:ইউএনডিপির মুল কাজ কী ?
বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতসংঘের কাজগুলোর সমন্বয় সাধন ।
Question:ইউনেস্কো কোন ধরনের সংস্থা ?
সাংস্কুতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা ।
Question:ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ফ্রান্সের প্যারিসে ।
Question:কোন সংস্থার উদ্যেগে আমাদের ভাষা শহিদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে ?
ইউনেস্কো ।
Question:বাংলাদেশের বিভিন্ন প্রত্ননিদর্শন এবং সু্ন্দরবন রক্ষায় কোন সংস্থাটি সহযোগিতা করছে ?
ইউনেস্কো ।