Question:২০০৭ সালে আফগানিস্তান দক্ষিন এশিয়ার একটি আঞ্চলিক সংস্থার সদস্য হয় । সংস্থাটির নাম কী ?
Answer
সার্ক ।
Question:২০০৭ সালে আফগানিস্তান দক্ষিন এশিয়ার একটি আঞ্চলিক সংস্থার সদস্য হয় । সংস্থাটির নাম কী ?
সার্ক ।
Question:ক সংস্থাটির উদ্দেশ্যে হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা । এটি কোন সংস্থা ?
সার্ক ।
Question:জাতিসংঘ কী ধরনের সংস্থা ?
আন্তর্জাতিক ।
Question:বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে ?
১৯৮৬ সালে ।
Question:পৃথিবীতে কতটি দেশ আছে ?
১৯৫টি ।
Question:জাতিসংঘ কবে গঠিত হয় ?
১৯৪৫ সালের ২৪ এ অক্টোবর ।
Question:বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কতটি ?
১৯৩টি ।
Question:কয়টি দেশ এখোনো জাতিসংঘের সদস্যপদ লাভ করেনি ?
তিনটি ।
Question:জাতিসংঘের কোন পরিষদে বিভিন্ন সদস্য শাখার নির্বাচন, বিশ্বের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করা হয় ?
সাধারন পরিষদ ।
Question:জাতিসংঘের কোন পরিষদ সদস্য রাষ্টগুলোর মধ্যে সীমানাসহ অন্য যে কোন বিরোধ মীমাংসা করে ?
আন্তর্জাতিক আদালত ।