Question:হানাদারদের পথ চিনিয়ে সাহায্য করেছিল কারা ?
Answer
রাজাকাররা
Question:হানাদারদের পথ চিনিয়ে সাহায্য করেছিল কারা ?
রাজাকাররা
Question:১৯৭১ সালের কত তারিখে যৌথবাহিনী গঠিত হয়েছিল ?
২১ এ নবেম্বর
Question:১৯৭১ সালের কত তারিখে পাকিস্তান ভারতে আক্রমন করে ?
৩রা ডিসেম্বর
Question:প্রতি বছর কত তারিখে আমরা বিজয় দিবস পালন করি ?
১৬ই ডিসেম্বর
Question:কখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন ?
১৯৭২ সালের ৮ইস জানুয়ারী
Question:মুক্তিযুদ্ধের কিছু দিনের মধ্যে বাংলাদেশে একটি সরকার গঠিত হয় । এ সরকার কত তারিখে গঠিত হয়েছিল ? এ সরকারের রাষ্পতি কে ছিলেন ? মুক্তিযুদ্ধে এ সরকারের ভূমিকা তিনটি বাক্য লেখ ?
এ সরকার অর্থাৎ মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রির গঠিত হয়েছিল । এ সরকারের রাষ্টপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । মুক্তিযুদ্ধে এ সরকারের ভূমিকা সম্পর্কে তিনটি বাক্য - ১.মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচারনায় মুক্তিবাহিনী গঠন করে । ২.এ সরকারের অনুপ্রেরনায় অগনিত মানুষ দেশকে মুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে । ৩.দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত ও সমর্থন আদায়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ।
Question:মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ১৯৭১ সালের ১১ই জুলাই একটি বাহিনী গঠন করা হয় । বাহিনীটির নাম কী ? বাহিনীটি কয়টি ব্রিগেড ফোর্সে ভিবক্ত ছিল ? বাহিনীটি সম্পর্কে তিনটি বাক্য লেখ ।
বাহিনীটির নাম মুক্তিবাহিনী । মুক্তিবাহিনী তিনটি ব্রিগেড ফোর্সে ভিবক্ত ছিল মুুক্তিবাহিনীর সম্পর্কে তিনটি বাক্য ১. এ বাহিনীর প্রধান ছিলেন জেনারেল আতাউল গনি উসমানী ২. যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সারা দেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয় । ৩. এ বাহিনীকে নিয়মিত ও অনিয়মিত বাহিনীতে ভাগ করা হয়েছিল ।
Question:কৃষক শফিক সাহেব মুক্তিযুদ্ধের সময় যে বাহিনীর অন্তর্ভূক্ত ছিলেন তা মুক্তিবাহিনীর একটি অংশ । শফিক সাহেব কোন বাহিনীর অন্তর্ভূক্ত ছিলেন ? এ বাহিনীর সদস্যরাে কোথায় প্রশিক্ষন নিয়েছিল ? গেরিলা বাহিন সম্পর্কে তিনটি বাক্য লেখ ।
শফিক সাহেব গেরিলা বাহিনীর অন্তর্ভূক্ত ছিলেন । এ বাহিনীর সদস্যরা ভারতে প্রশিক্ষন নিয়েছির । গেরিলা বাহিনী সম্পর্কে তিনটি বাক্য - ১. গেরিলা বাহিনী অ্যাকশন গ্রুপ ও ইন্টেলিজেন্স গ্রুপ -এ বিভক্ত ছিল । ২. অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করতে এবং সম্মুখ যুদ্ধে অংশ নিত । ৩. ইন্টেলিজেন্স গ্রুপ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত ।
Question:অপারেশন সার্চ লাইট কী ? অপারেশন সার্চ লাইট পরিচালিত হয়েছিল কেন ? অপারেশন সার্চ লাইট এর তিনটি ফলাফল লেখ ।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙ্গালিদের উপর যে অতর্কিত আক্রমন করে , তার নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চ লাইট । নিরীহ বাঙ্গালিদের জন্য অপারেশন সার্চ লাইট পরিচালিত হয়েছিল । অপারেশন সার্চ লাইট এর ফলাফল হলো - ১. অনেক নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হয় । ২. নির্বিচারে লুটতরাজ ও ধরপাকড় চলে । ৩. মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ।
Question:১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা কেন ? পাঁচটি বাক্য লেখ ।
যে কারনে শহিদ বুদ্ধিজীবী পালন করা হয় তা নিচে পাঁচটি বাক্য লিখা হলো - ১. শহিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য ২. তাদেরকে স্বরন করার জন্য ৩. মুক্তিযুদ্ধে তাদের অবদানের জন্য ৪. তাদের পরিবারের প্রতি সহমর্মী হওয়ার জন্য ৫. বর্তমান প্রজন্মের মধ্যে দেশ প্রেম জাগ্রত করার জন্য