1. Question:মানুষ মিলেমিশে বসবাস করে কেন? 

    Answer
    মানুষ তার বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য মিলেমিশে বসবাস করে।

    1. Report
  2. Question:প্রতিবেশী কারা? 

    Answer
    যারা আমাদের চারপাশে বসবাস করে তারাই প্রতিবেশ।

    1. Report
  3. Question:সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ দুটি উপাদানের নাম লেখ। 

    Answer
    সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ দুটি উপাদানের নাম হলো- ১. বাড়ি ও ২. বিদ্যালয়।

    1. Report
  4. Question:রাস্তা দিয়ে আমরা কী করি? 

    Answer
    রাস্তা দিয়ে আমরা বিদ্যালয়ে যাই, হাট-বাজারে যাই, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই।

    1. Report
  5. Question:নদীপথে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় এমন একটি যানবাহনের নাম লেখ। 

    Answer
    নদীপথে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় এমন একটি যানবাহনের নাম হলো লঞ্চ।

    1. Report
  6. Question:দূরে যাওয়ার জন্য আমরা কী ব্যবহার করি? 

    Answer
    দূরে যাওয়ার জন্য আমরা বাস, ট্রেন, স্টিমার, উড়োজাহাজ প্রভৃতি ব্যবহার করি।

    1. Report
  7. Question:তুমি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উাদানগুলো চিনতে পেরেছ। এখন এই দুই পরিবেশের ২টি করে উপাদান আলাদা করে দেখাও। যনহাবন কোন পরিবশের উপাদান। 

    Answer
    প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ২টি করে উপাদান নিচে দেখানো হলো-
    প্রাকৃতিক পরিবেশের উপাদান :
    ১. গাছপালা
    ২. পশু-পাখি
    
    সামাজিক পরিবেশের উপাদান :
    ১. বাড়ি
    ২. রাস্তা
    যানবাহন সামাজিক পরিবেশের উপাদান।

    1. Report
  8. Question:মেঘ কোন পরিবেশের উপাদান? প্রাকৃতিক পরিবেশ কীভাবে গঠিত হয়, চারটি বাক্যে লেখ। 

    Answer
    মেঘ প্রাকৃতিক পরিবেশর উপাদান।
    ১. আমাদের চারপাশ আছে নানা ধলনের গাছ, ফুল, ফল, লতাপাতা।
    ২. আরও আছে বিভিন্ন ধরনের প্রাণী, পাখি ও মাছ।
    ৩. মাটি, পানি, বায়ু, নদনদী প্রভৃতি চরদিকে ছড়িয়ে আছে।
    ৪. প্রাকৃতির তৈরি এসব উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়।

    1. Report
  9. Question:তোমার বাসা বা বাড়ির চরপাশের প্রাকৃতিক পরিবেশর পাঁচটি উপাদানের নাম লেখ। 

    Answer
    ১. মাটি, ২. পানি, ৩. খেলার মাছ, ৪. হাট-বাজার, ৫. দোকান।

    1. Report
  10. Question:তোমার এলাকার চারপাশে সামাজিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখ। 

    Answer
    ১. বাড়ি, ২. রাস্তা, ৩. খেলার মাঠ, ৪. হাট-বাজার, ৫. দোকান।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd