1. Question:বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম লেখ। 

    Answer
    বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম হলো- চাকমা, মারমা, গারো, মণিপুরি, সাঁওতাল প্রভৃতি।

    1. Report
  2. Question:মুসলমানদের দুইটি প্রধান ধর্মীয় উৎসবের নাম কী? 

    Answer
    মুসলমানদের দুইটি প্রধান ধর্মীয় উৎসবের নাম হলো- ১. ঈদুল ফিতর, ২. ঈদুল আযহা।

    1. Report
  3. Question:হিন্দুধর্মের প্রধান পূজার নাম লেখ। 

    Answer
    হিন্দুধর্মের প্রধান পূজার নাম হলো- দুর্গাপূজা।

    1. Report
  4. Question:বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? 

    Answer
    বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হলো- বৌদ্ধপূর্ণিমা।

    1. Report
  5. Question:কত তারিখে খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব পালিত হয়। 

    Answer
    প্রতিবছর ২৫শে ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিনে খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড় দিনৎ‘ পালিত হয়।

    1. Report
  6. Question:শ্রেণিকক্ষে একে অপরকে সহায়তা করা প্রয়োজন কেন? 

    Answer
    একই শ্রেণিতে আমরা সবাই সমবয়সী হলেও সবার মেধা একই রকম নয়। তাই কোনো সহপাঠী যেন পিছিয়ে না পড়ে এবঙ সবাই যেন ভালো ফলফল করতে পারে সেই জন্য একে অপরকে সহায়তা করা প্রয়োজন। শ্রেণিকক্ষে সহপাঠীদের আমার বিভিন্ন ভাবে সহায়তা করতে পারি।
    ১। কারো পড়া বুঝতে বা দেখতে সমস্যা হলে একজন অন্যজনকে সহায়তা করব।
    ২। শ্রেণিকক্ষে কেউ চোখে কম দেখলে বা কানে কম শুনলে আমরা তাকে সামনের বেঞ্চে বসতে দিব।
    ৩। আমাদের মধ্যে কারো বই, খাতা, পেনসিল এর সমস্যা হলে সবাই মিলে একে অপরকে সহায়তা করব।

    1. Report
  7. Question:বাংলাদেশে আমরা কীভাবে আমাদের ধর্মীয় উৎসব পালন করি? 

    Answer
    বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। প্রত্যেক ধর্মেরিই কিছু উৎসব রয়েছে। যেমন- মুসলমানদের ঈদ, হিন্দুদের পূজা, বৌদ্ধদের বৌদ্ধপূর্ণিমা, খ্রিষ্টনদের বড়দিন। সব ধর্মের লোকেরাই আনন্দের সাথে এ উৎসবগুলো পালন করে। আমরা অন্য ধর্মের হলেও বন্ধু ও বড়দের সাথে ঐ সময় নানাভাবে শুভেচ্ছা বিনিময় করি। এসব ধর্মীয় উৎসবে আমরা বন্ধুদের সাথে বিভিন্নভাবে আনন্দ করি। খাওয়া দাওয়া করি। এক সাথে খেলাধুলা করি এবং ঘুরে বেড়াই। এভাবে আমরা বাংলাদেশে আমাদের ধর্মীয় উৎসব পালন করি।

    1. Report
  8. Question:পরিবারে আমরা কাদের সাথে থাকি? 

    Answer
    পরিবারে আমরা মা, বাবা, ভাই, বোন ও অন্যান্য আত্মীয়-স্বজন নিয়ে একসাথে থাকি।

    1. Report
  9. Question:কোন ধরনের শিশুদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন? 

    Answer
    বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক  অবস্থার কারণে তাদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

    1. Report
  10. Question:আমাদের দেশে প্রধান কয়টি ধর্ম রয়েছে? 

    Answer
    আমাদের দেশে প্রধান ৪টি ধর্ম রয়েছে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd