Question:মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কী?
Answer
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম ঈদ।
Question:মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কী?
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম ঈদ।
Question:মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের নাম লেখ।
মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের নাম ঈদ-ইল-ফিতর ও ঈদ-উল-আযহা।
Question:ঈদের দিনে মুসলমানরা কোথায় ঈদের নামাজ আদায় করে থাকে?
ঈদের দিনে মুসলমানরা ঈদগাহে ঈদের নামাজ আদায় করে থাকেন।
Question:সারাবছর কারা নানা পূজার আয়োজন করেন?
হিন্দুধর্মের মানুষের সারাবছর নানা পূজার আয়োজন করেন।
Question:বৌদ্ধধর্মের ধর্মীয় উৎসবের নাম কী?
বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসবের নাম বৌদ্ধধর্ম।
Question:খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কী?
খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম বড়দিন।
Question:কোন ধরনের শিশুদের শারীরিক ও মানসিক যত্নের প্রয়োজন? আমাদের মধ্যে যারা দেরিতে বোঝে তাদেরকে তুমি কীভাবে সাহায্য করবে তা চারটি বাক্যে লেখ।
বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের শারীরি ও মানিসিক যত্নের প্রয়োজন। যারা দেরিতে বোঝে তাদেরকে আমি যেভাবে সাহায্য করতে পারি- ১। যে পড়ার কম বোঝে তাকে পড়া বুঝিয়ে দেব। ২। শিক্ষক যখন ক্লাসে কোন কিছু লেখেন তখন তাকে তা দেখার জন্য সহায়তা করব। ৩। প্রয়োজনে তাকে খাতা, কলম দিয়ে লেখাপড়ায় সহায়তা করব। ৪। শিক্ষকের কথা বুঝতে অসুবিধা হলে ক্লাস শেষে তাকে বুঝিয়ে দেব।
Question:আমাদের দেশের মানুষের প্রধাম ধর্ম কয়টি? ইসলাম ধর্মের প্রধান দুটি ধর্মীয় উৎসবের নাম লেখ। এছাড়াও এ ধর্মের আরও দুটি উৎসবের নাম লেখ।
আমাদের দেশের মানুষের প্রধান ধর্ম ৪টি। ইসলাম ধর্মের প্রধান দুটি ধর্মীয় উৎসবের নাম হলো- ১. ঈদ-উল-ফিতর, ২.ঈদ-উল-আযহা। এছাড়াও এ ধর্মের আরও দুটি ধর্মীয় উৎসবের নাম হলো-১. শব-ই-বরাত, ২. শব-ই-ক্বদর।
Question:বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো কী?
বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো হলো- ১.খাদ্য, ২.পোশাক, ৩.বাসস্থান, ৪.শিক্ষা, ৫.চিকিৎসা ও ৬.নিরাপত্তা।
Question:স্বাস্থ্যসেবায় তোমার অধিকারের একটি উদাহরণ দাও।
অসুস্থ হলে চিকিৎসা সেবা পাওয়া আমার একটি অধিকার।