Question:পরিবারের শিশুরাও অনেক অধিকার ভোগ করে থাকে। মানুষের মৌলিক অধিকার কয়টি? শিশু হিসেবে তুমি পরিবার থেকে যেসব অধিকার ভোগ কর তার মধ্যে প্রধান চারটি অধিকারে নাম লেখ।
Answer
মানুষের মৌলিক অধিকার ৬টি। আমি পরিবার থেকে যেসব অধিকার ভোগ করে থাকি তার মধ্যে প্রধান চারটি হলো- ১. একটি নাম পাওয়ার অধিকার। ২. স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার। ৩. শিক্ষার অধিকার। ৪. পুষ্টি ও চিকিৎসা পাওয়ার অধিকার।