1. Question:ডাক্তার ও নার্স কীভাবে মানুষকে সাহায্য করেন? 

    Answer
    ডাক্তার : আমাদের অনেক সময় অসুখ-বিসুখ হলে ডাক্তার চিকিৎসা দিয়ে সাহায্য করেন। এ ছাড়াও তিনি রোগ-ব্যাধি নির্ণয়ের জন্য পরীক্ষা করেন।
    নার্স : অসুস্থ হলে যখন মানুষ হাসপাতালে ভর্তি হয় তখন নার্স রোগীর সেবা করেন। তারা রোগীদের ওষুধ পথ্য খাওয়ান এবং সেবা যত্নের মাধ্যমে সুস্থ করে তোলেন। এছাড়া নার্স  ডাক্তারের বিভিন্ন কাজে সাহায্য করেণ।

    1. Report
  2. Question:পেশা কাকে বলে? 

    Answer
    যে কাজ করে মানুষ অর্থ আয় করে তাকে পেশা বলে।

    1. Report
  3. Question:যারা উৎপাদন করেন এমন দুটি পেশার নাম লেখ। 

    Answer
    যারা উৎপাদন করেন এমন দুটি পেশার নাম হলো-
    ১. কৃষিকাজ ও ২.মাছ ধরা।

    1. Report
  4. Question:আমাদের খাদ্যের জন্য কৃষক কী কী চাষ করেন? 

    Answer
    আমাদের খাদ্যের জন্য কৃষক নানা ফসল ও সবজি চাষ করেন।

    1. Report
  5. Question:কুমার কী কাজ করেন? 

    Answer
    কুমার কাদামাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলস, টব ইত্যাদি জিনিসপত্র তৈরি করেন।

    1. Report
  6. Question:জেলে কী কাজ করেন? 

    Answer
    জেলেরা খাল-বিল, হাওর-বাঁওড়, নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরেন।

    1. Report
  7. Question:যারা তৈরি করেন এমন পাঁচটি পেশার নাম লেখ। 

    Answer
    ১. কুমার, ২. দর্জি, ৩. তাঁতি, ৪. রাজমিস্ত্রি, ৫. কাঠমিস্ত্রি।

    1. Report
  8. Question:আমরা কাদে কাছ থেকে পোশাক পাই? 

    Answer
    আমরা তঁতি ও দর্জির কাছ থেকে পোশাক পাই।

    1. Report
  9. Question:তাঁতি কী কাজ করেন? 

    Answer
    তাঁতি সুতা দিয়ে কাপড় তৈরি করেন।

    1. Report
  10. Question:রাজমিস্ত্রি কী দিয়ে ঘর-বাড়ি তৈরি করেন? 

    Answer
    রাজমিস্ত্রি ইট, সিমেন্ট, বালু, লোহার রড ইত্যাদি দিয়ে ঘর-বাড়ি তৈরি করেন।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd