Question:তোমার এই পাঠে কী কী ফসলের নাম জানলে?
Answer
আমার এই পাঠে ধান, পাট, বেগুন, টমেটো, মুলা, গাজর এর নাম জানলাম।
Question:তোমার এই পাঠে কী কী ফসলের নাম জানলে?
আমার এই পাঠে ধান, পাট, বেগুন, টমেটো, মুলা, গাজর এর নাম জানলাম।
Question:পাঠের বাইরে আরও কোন কোন ফসলের নাম জান?
পাঠের বাইরে আমি জানি- গম, আলু, পটল, ফুলকপি, বাঁধাকপি, শিম, লালশাক, পুঁইশাক ইত্যাদি।
Question:কোথায় মাছ ধরা হয়?
খাল-বিল, হাওর, বাঁওড়, নদী ও সাগরে মাছ ধরা হয়।
Question:সব পেশার মানুষকে আমরা সম্মান করব কেন?
আমাদের সমাজে নানা পেশার মানুষ আছেন। সমাজে প্রত্যেক পেশািই গুরুত্বপূর্ণ। যেমন-শিক্ষক আমাদের লেখাপড়া শেখান। ডাক্তার আমাদের রোগ-ব্যাধি নির্ণয় করে ঔষধ দেন। দর্জি পোশাক তৈরি করেন। কুমার হাঁড়ি-পাতিল তৈরি করেন। আমরা কোকোন পেশাকে ছোট করে দেখবো না। কেননা আমরা বিভিন্ন পেশার মানুষের ওপর নির্ভরশীল। তারা আমাদের বিভিন্ন প্রয়োজন মিটিয়ে থাকেন। তাই আমরা সব পেশার মানুষকে সম্মান করব।
Question:পেশাজীবীরা আমাদের কীভাবে সেবা দিয়ে সাহায্য করেন?
পেশাজীবীরা আমাদের নানা ধরনের সেবা দিয়ে সাহায্য করেন। চালক: বাস, ট্রাক, ট্যাক্সি, রিকশা প্রভৃতি চালান। তিনি যানবাহনের সাহায্যে আমাদের বিভিন্ন জায়গায় আনা-নেওয়া করেন। আমাদের প্রয়োজনয়ি মালপত্র একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। ডাক্তার: অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যান। ডাক্তার চিকিৎসার মাধ্যমে আমাদেরকে সুস্থ করে তোলেন। এছাড়া তারা রোগ-ব্যাধি নির্ণয় করে ওষুধ দেন। নার্স: নার্স হাসপাতালে রোগীদের সেবা দান করেন। তারা রোগীদের ওষুধ ও পথ্য খাওয়ান। নার্স ডাক্তারের কাজে সাহায্য করেন। শিক্ষক: শিক্ষক আমাদের পড়ালেখা, খেলাধুলা, নাচ-গান, ছবি আঁকা ইত্যাদি বিষয়ে শিখতে সাহায্য করেন।
Question:যে কোন ৫টি পেশাজীবীদের কাজের বর্ণনা দাও।
প্রতিদিন আমাদের পেশাজীবীদের কাজ করতে দেখা যায়। এদের মধ্যে কৃষক, জেলে, কামার, কুমার ও শিক্ষক, ডাক্তার, নার্স রয়েছে। নিচে তাদের কাজের বর্ণনা দেওয়া হলো- কৃষক: কৃষক জমিতে ধান, পাট, গম, ভুট্টা, আলু, বেগুন টমেটোসহ নানারকম ফসল ও শাকসবজি চাষ করেন। আমাদের খাদ্যের চাহিদা পূরণের জন্য কৃষক বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন। কামার: কামার লোহা দিয়ে দা, বঁটি, ছুরি, কাঁচি, নিড়ানি প্রভৃতি জিনিস তৈরি করেন। কুমার: কুমার মাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলস, টব ইত্যাদি তৈরি করেন। এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। শিক্ষক: শিক্ষক আমাদের লেখাপড়া, নাচ-গান, ছবি আঁকা ইত্যাদি শিখতে সাহায্য করেন। ডাক্তার ও নার্স: ডাক্তার আমাদের ওষুধপত্র লিখে দেন। নার্স রোগীদের সেবা করেন। ওষুধ ও পথ্য খাওয়ান।
Question:তোমার জীবনের লক্ষ্য কী? তোমার জীবনের লক্ষ্য জানিয়ে দুটি বাক্য লেখ।
আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার জীবনের লক্ষ্য নিয়ে দুটি বাক্য হলো- ১. আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। ২. আমার গ্রামের গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করতে চাই।
Question:ভালে শিক্ষকের কিছু গুণ উল্লেখ কর।
একজন ভালো শিক্ষক সৎ ও ভালে মানুষ হন। তিনি সত্য কথা বলেন। নিয়ম মেনে চলেন। বড়দের সম্মান করেন এবং ছোটদের স্নেহ করেন। ন্যদের সহযোগিতা করেন। সকলের সাথে ভালো ব্যবহার করেন।
Question:একটি ভালো কাজের উদাহরণ দাও।
আমি একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। পথে দেখলাম একজন অন্ধ লোক রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। তখন আমি অন্ধ লোকটিকে রাস্তা পার হওয়ার জন্য সাহায্য করলাম।
Question:একটি খারাপ কাজের নাম লেখ, যা কারো করা উচিত নয়।
মিথ্যা কথা বলা একটি খারাপ কাজ। এটি করা উচিত নয়।