1. Question:ঢাকার মসজিদগুলো কোন রীতিতে তৈরি 

    Answer
    ঢাকার মসজিদগুলো মোঘল স্থাপত্যরীতিতে তৈরি।

    1. Report
  2. Question:উত্তরা গণভবন নামে পরিচিত কোনটি? 

    Answer
    নাটোরের দিঘাপতিয়ার জমিদার প্রসাদটি বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত।

    1. Report
  3. Question:‘প্রত্ন’ শব্দটির অর্থ কী? 

    Answer
    ‘প্রত্ন’ শব্দটির অর্থহলো পুরানো বা প্রাচীন।

    1. Report
  4. Question:কোন স্থাপত্যরীতিতে ঢাকার মসজিদগুলো নির্মিত হয়? 

    Answer
    মোঘল স্থাপত্যরীতিতে ঢাকার মসজিদগুলো নির্মিত হয়।

    1. Report
  5. Question:ঢাকা শহরে বিখ্যাত মন্দির কোনটি? 

    Answer
    ঢাকা শহরে বিখ্যাত মন্দির হলো ‘ঢাকেশ্বরী মন্দির’।

    1. Report
  6. Question:আর্মেনিয়ান চার্চ গির্জাটি কোথায় অবস্থিত? 

    Answer
    আর্মেনিয়ান চার্চ গির্জাটি ঢাকার আমানিটোলায় অবস্থিত।

    1. Report
  7. Question:কত শতকে সেন্ট টমাস এ্যাংকিলকান চার্চ নির্মিত হয়? 

    Answer
    উনিশ শতকে সেন্ট টমাস এ্যাংকিলকান চার্চ নির্মিত হয়।

    1. Report
  8. Question:ভিক্টোরিয়া পার্কের আগে নাম কী ছিল? 

    Answer
    ভিক্টোরিয়া পার্কের আগের নাম ছিল আন্টাঘর ময়দান।

    1. Report
  9. Question:আহসান মঞ্জিল স্থাপত্যর্কীতিটি কোন নদীর তীরে অবস্থতিত? 

    Answer
    আহসান মঞ্জিল স্থাপত্যর্কীতিটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থতিত।

    1. Report
  10. Question:বাহদুর শাহ পার্ক-এর সাথে কোন ঘটনা জড়িত উল্লেখ কর। 

    Answer
    বাহাদুর শাহ পার্ক-এর আগে নাম ছিল আন্টাঘর ময়দান। ১৮৫৭ সালে সিপাহিবিদ্রোহের বিদ্রোহী সৈন্যদের আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। ঘটনার ঠিক একশো বছর পর ১৯৫৭ সালে এখানে সৈনিকদের স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd