1. Question:শব্দগুলো পাঠ থেকে খুজে বের করি ও অর্থ বলি। কাঠুরে - কুড়াল - স্রোত - দুঃখ - কিছুক্ষন - সততা - লোভী - 

    Answer
    কাঠুরে - যে কাঠ কাটে
    কুড়াল - কাঠ কাটার হাতিয়ার
    স্রোত - জলের ধারা
    দুঃখ - মনের কষ্ট
    কিছুক্ষন - অল্প সময়
    সততা - কাজে ও কথায় সৎ থাকা
    লোভী - অনেক লোভ যার

    1. Report
  2. Question:নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। গরিব নদী কুড়াল কিছুক্ষণ 

    Answer
    গরিব - কাঠুরে ছিল খুব গরিব।
    নদী - নদীর ধারে এক বন ছিল।
    কুড়াল - কাঠুরের একটি কুড়াল ছিল।
    কিছুক্ষণ - সে কিছুক্ষণ গাছের ছায়ায় বসল।

    1. Report
  3. Question:(ক) কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল? 

    Answer
    কাঠুরে নদীর ধারে কাঠ কাটতে গিয়েছিল।

    1. Report
  4. Question:খ) কাঠুরে কাঁদতে লাগলো কেন? 

    Answer
    কাঠুরের হাত ফসকে তার কুড়ালটি নদীর পানিতে পড়ে গেল।তাই সে মনের দুঃখে কাঁদতে লাগল।

    1. Report
  5. Question:গ) জলপরি প্রথমে কোন কুড়াল আনল? 

    Answer
    জলপরি প্রথমে সোনার কুড়াল আনল।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd