1. Question:কোষ - 

    Answer
    কোয়া

    1. Report
  2. Question:খোসা - 

    Answer
    ফল বা সবজির আবরণ

    1. Report
  3. Question:দানা - 

    Answer
    বীজ

    1. Report
  4. Question:কী কী ফুল লাল রঙের হয়? 

    Answer
    জবা,কৃষ্ণচূড়া,শিমুল ও পলাশ ফুল লাল রংয়ের হয়।এছাড়া কিছু গোলাপ ও শাপলা ফুল লাল রংয়ের হয়।

    1. Report
  5. Question:সুগন্ধি ফুল কী কী? 

    Answer
    গোলাপ,বেলি,রজনীগন্ধা,কামিনী,গন্ধরাজ,হাসনাহেনা,দোলনচাঁপা,শিউলি  এগুলো সুগন্ধি ফুল।

    1. Report
  6. Question:কোন কোন ফুলে গন্ধ নেই? 

    Answer
    জবা,কৃষ্ণচূড়া,শিমুল,পলাশ,কাশফুল,টগর ও কলাবতী ফুলে গন্ধ নেই।

    1. Report
  7. Question:কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ হয়? 

    Answer
    কাঁচা থাকতে আম,পেঁপে,পেয়ারা,বাংগি ফল সবুজ হয়।

    1. Report
  8. Question:ঘরের ভেতরের শব্দগুলাে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি কর। দানা খোসা কোষ খ) ডালিমের ................ টুকটুকে লাল। 

    Answer
    দানা

    1. Report
  9. Question:ঘরের ভেতরের শব্দগুলাে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি কর। দানা খোসা কোষ গ) ........... ছাড়িয়ে কলা খাও। 

    Answer
    খোসা

    1. Report
  10. Question:ঘরের ভেতরের শব্দগুলাে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি কর। দানা খোসা কোষ গ) ........... ছাড়িয়ে কলা খাও। 

    Answer
    খোসা

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd