1. Question:বাড়িতে ফুপু এসেছেন। কোন কাজ কখন করবো তা সাজাই্। নাশতা খেতে অনুরোধ করবো। ফুপুকে বসতে বলবো। সালাম জানাব। তার সামনে নাশতা সাজিয়ে দেব। ফুপুকে ঘরের ভিতরে আসতে অনুরোধ করবো 

    Answer
    সালাম জানাব।
    ফুপুকে ঘরের ভিতর আসতে অনুরোধ করবো।
    ফুপুকে বসতে বলবো।
    তার সামনে নাশতা সাজিয়ে দেব।
    নাশতা খেতে অনুরোধ করবো।

    1. Report
  2. Question:ছবি ‍দেখি। কথোকপথন তৈরি করি। নাজমা: এই বিকেলে তুমি পড়ছ কেন? আমার সাথে খেলতে আস। হাসান: ঠিক বলেছ, এখন খেলার সময়। নাজমা: তাহলে চলো মাঠে যাই। 

    Answer
    নাজমা: এই বিকেলে তুমি পড়ছ কেন? আমার সাথে খেলতে আস।
    হাসান: ঠিক বলেছ, এখন খেলার সময়।
    নাজমা: তাহলে চলো মাঠে যাই।
    হাসান: শিউলিকেও ডেকে আনি চলো।
    নাজমা: সবাই মিলে আজ খুব মজা হবে।

    1. Report
  3. Question:বাক্য গঠন করো। মজা - .......................। শীত - ........................। আরাম - .......................। খুশি - ........................। ওষুদ- .........................। 

    Answer
    মজা - শীতকালে গরম পিঠা খেতে খুব মজা।।
    শীত - আজ খুব শীত পড়েছে।
    আরাম - এখানে আরম করে বসো।
    খুশি - মা খুশি হয়ে চকোলেট দেবেন।
    ওষুদ- ওষুদ খেলে অসুখ সারে।

    1. Report
  4. Question:সঠিক স্থানে যতি/বিরাম চিহ্ন বসাও। শরিফা নাশতা নিয়ে এলো নানার জন্য খাবার পানি নিয়ে এলো হাত মোছার গামছা নিয়ে এলো নানা নাশতা খেতে বললেন গরম রুটির মজাই আলাদা 

    Answer
    শরিফা নাশতা নিয়ে এলো। নানার জন্য খাবার পানি নিয়ে এলো। হাত মোছার গামছা নিয়ে এলো। নানা নাশতা খেতে খেতে বললেন- গরম রুটির মজাই আলাদা।

    1. Report
  5. Question:শীতের সকাল সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। 

    Answer
    (১) শীতের সকালে অনেক ঠান্ডা পড়ে।
    (২) চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকে।
    (৩) ঘাসের উপর ফোঁটা ফোঁটা শিশির জমে।
    (৪) এ সময় গরম কাপড় পরতে হয়।
    (৫) সকালে মিষ্টি রোদ পোহাতে খুব ভালো লাগে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd