1. Question:বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণ দাও। 

    Answer
    যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। উদাহরণ: রিয়া বই পড়ে।

    1. Report
  2. Question:বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণ দাও। 

    Answer
    বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে।
    উদাহরণ: সাদা বাড়ি, সুন্দর বাগান ইত্যাদি।

    1. Report
  3. Question:সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও। 

    Answer
    যে পদ সকল বিশেষ্য বা নামের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে।
    উদাহরণ : আলম ভালো ছেলে। সে নিয়মিত স্কুলে যায়। তার মেধা ভালো। তাকে সবাই ভালোবাসে।

    1. Report
  4. Question:অব্যয় পদ কাকে বলে? উদাহরণ দাও। 

    Answer
    যে পদের কোনো রূপান্তর বা পরিবর্তন হয়না তাকে অব্যয় পদ বলে।
    উদাহরণ : তুমি আর আমি যাব।
    তমি এবং আমি যাব।
    তুমি ও আমি যাব।

    1. Report
  5. Question:ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ বোঝাও। 

    Answer
    যে পদের দ্বারা কোনো কাজ করা, হওয়া ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়াপদ বলে।
    উদাহরণ: ছেলেটা পানিতে সাঁতার কাটছে। বাইরে প্রবল ঝড় হচ্ছে।

    1. Report
  6. Question:লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কয় প্রকার ও কী কী? 

    Answer
    যে বিশেষ শব্দগুলো দ্বারা পুরুষ, নারী, জড়বস্তুকে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে।
    লিঙ্গ চার প্রকার। যথা: ১. পুংলিঙ্গ, ২. স্ত্রীলিঙ্গ, ৩. ক্লীব লিঙ্গ, ৪. উভয়লিঙ্গ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd