Question:পুরষ কাকে বলে?
Answer
যে পদ দিয়ে বক্তা, শ্রোতা বা অন্য কোনো ব্যক্তিকে বোঝায় তাকে পুরুষ বলে। যেমন: আমি, আমার , তুমি, তোমরা ইত্যাদি।
Question:পুরষ কাকে বলে?
যে পদ দিয়ে বক্তা, শ্রোতা বা অন্য কোনো ব্যক্তিকে বোঝায় তাকে পুরুষ বলে। যেমন: আমি, আমার , তুমি, তোমরা ইত্যাদি।
Question:পুরুষ কয় প্রকার ও কী কী?
পুরুষ তিন প্রকার। যথা: ক. উত্তম পুরুষ; খ. মধ্যম পুরুষ; গ. নাম পুরুষ।
Question:সমাস কাকে বলে?
পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদে মিলে একপদে মিলিত হওয়াকে সমাস বলে। যেমন: ভাই ও বোন = ভাইবোন, মোটর চালিত গাড়ি = মোটর গাড়ি
Question:সমাস কয় প্রকার ও কী কী?
সমাস প্রধানত ছয় প্রকার। যথা: ক. দ্বন্দ্ব সমাস, খ. দ্বিগু সমাস, গ. কর্মধারয় সমাস, ঘ. তৎপুরুষ সমাস, ঙ. বহুব্রীহি সমাস, চ. অব্যয়ীভাব সমাস।
Question:সমাসের কাজ কী?
সমাসের কাজ হলো: ক. বাক্যকে সংক্ষিপ্ত করা, খ. বিশেষ অর্থ প্রকাশ করা, গ. বক্তব্য সুন্দর করা।