Question:7. (ক) একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে,
(i) পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত ?
(ii) আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত ?
(iii) দশটি খাতা, পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম কত ?
Answer(i) পাঁচটি খাতার দাম 5x টাকা
এবং ছয়টি পেন্সিলের দাম 6y টাকা।
:. পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম
(5x + 6y) টাকা। (Ans)
(ii) আটটি পেন্সিলের দাম 8y টাকা
এবং তিনটি রাবারের দাম 3z টাকা
:. আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম
(8y + 3z) টাকা। (Ans)
(iii) দশটি খাতার দাম 10x টাকা
পাঁচটি পেন্সিলের দাম 5y টাকা
এবং পেন্সিল রাবারের দাম 2z টাকা
:. দশটি খাতা, পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম
(10x + 5y + 2z) টাকা। (Ans)