1. Question:তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24 ক. একটি সংখ্যা x হলে অপর 2 টি x এর মাধ্যমে প্রকাশ কর । 2 খ. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে সমীকরণ গঠন কর । 4 গ. প্রাপ্ত সমীকরণ থেকে সংখ্যা তিনটি নির্ণয় কর । 4 

    Answer
    ক.  (x + 1), (x + 2):   খ.   3x + 3 = 24; 
    
     গ. 7. 8. 9

    1. Report
  2. Question:5. (ক) প্রত্যেক পদের সহগ নির্ণয় কর: (i) 6b (ii) xy (iii) 7ab (iv) 2x + 5ab (v) 2x + 8y (vi) 14y - 4z (vii) - 1/2 xyz 

    Answer
    (i)` 6b = 6 xx b`
    
               :. b এর সহগ 6   (Ans)
    
    (ii)` xy = 1 xx xy`
    
                  :. xy এর সহগ 1   (Ans)
    
    
    (iii) `7ab = 7 xx ab`
    
                    :. ab এর সহগ 7 (Ans)
    
    (iv) 2x + 5ab
    
                  `2x = 2 xx x`
    
                 :. x এর সহগ 2 (Ans)
    
              `5ab = 5 xx ab`
    
                    :. ab এর সহগ 5  (Ans)
    
    (v) 2x + 8y
    
                 `2x = 2 xx x`
    
                  :. x এর সহগ 2    (Ans)
    
                   `8y = 8 xx y`
    
                   :. y এর সহগ 8   (Ans)
    
    (vi) 14y - 4z
    
                    `14y = 14 xx y`
    
                    :. y এর সহগ 14    (Ans)
    
                    ` - 4z = - 4 xx z`
    
                    :. z এর সহগ - 4    (Ans)
    
    (vii)` - 1/2 xyz = - 1/2 xx xyz`
    
                         :. xyz এর সহগ `- 1/2`  (Ans)

    1. Report
  3. Question:৫. (খ) এর আখরিক সহগ নির্ণয় কর : (i) ax (ii) ax + 3 (iii) ax + bz (iv) pxy 

    Answer
    (i) `ax = a xx x`
    
                 :. x এর সহগ a (Ans)
    
    (ii) ax + 3
    
                :. x এর সহগ a    (Ans)
    
    
    (iii) ax + bz
    
               :. x এর সহগ a  (Ans)
    
    (iv)` pxy = py xx x`
    
                   :. x এর সহগ py  (Ans)

    1. Report
  4. Question:একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে, নিচের রাশিগুলো দ্বারা কী বোঝানো হয়েছে তা লেখ : (i) 3y (ii) 7x (iii) x + 9y (iv) 5x + 8y (v) 6y + 3x 

    Answer
    (i) 3y হলো 3টি বইয়ের দাম।
    
    (ii) 7x হলো 7টি কলমের দাম।
    
    (iii) x + 9y হলো একটি কলম ও 9 টি বইয়ের একত্রে দাম।
    
    (iv) 5x + 8y হলো 5টি কলম ও 8টি বইয়ের একত্রে দাম।
    
    (v) 6y + 3x হলো 6টি বই ও 3টি কলমের একত্রে দাম।

    1. Report
  5. Question:7. (ক) একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে, (i) পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত ? (ii) আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত ? (iii) দশটি খাতা, পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম কত ? 

    Answer
    (i) পাঁচটি খাতার দাম 5x টাকা
    
                        এবং ছয়টি পেন্সিলের দাম 6y টাকা।
    
                        :. পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম
    
                        (5x + 6y) টাকা। (Ans)
    
    
    (ii) আটটি পেন্সিলের দাম 8y টাকা
    
                 এবং তিনটি রাবারের দাম 3z টাকা
    
                :. আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম
    
                  (8y + 3z) টাকা। (Ans)
    
    (iii) দশটি খাতার দাম 10x টাকা
    
               পাঁচটি পেন্সিলের দাম 5y টাকা
    
                এবং পেন্সিল রাবারের দাম 2z টাকা
    
               :. দশটি খাতা, পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম
    
               (10x + 5y + 2z)  টাকা। (Ans)

    1. Report
  6. Question:7. (খ) এক হালি কলার দাম x টাকা হলে, (i) 5 হালি কলার দাম কত ? (ii) 12টি কলার দাম কত ? 

    Answer
    (i) 5 হালি কলার দাম 5x (Ans)
    
    (ii) এক হালি কলার দাম x টাকা
    
        অর্থাৎ 4টি কলার দাম x টাকা
    
       :. 1টি কলার দাম `x/4`টাকা
    
       :. 12 টি কলার দাম  `(12x)4` টাকা
    
        বা  3x টাকা।   (Ans)

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd