1. Question:সমীকরণ গঠন করে সমাধান কর: তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় কর । 

    Answer
    মনে করি, ১ম বিজোড় সংখ্যা x
    
        ২য় বিজোড় সংখ্যা (x + 2)
    
        এবং ৩য় বিজোড় সংখ্যা (x + 2 + 2) বা (x + 4)
    
        প্রশ্নমতে, x + x + 2 + x + 4 = 27
    
         বা, (x + x + x) + 2 + 4 = 27
    
         বা, 3x + 6 = 27 
    
         বা, 3x + 6 - 6 = 27 - 6 ;[উভয়পক্ষ থেকে 6 বিয়োগ করে]
    
         বা, 3x = 21
    
         বা, `(3x)/3 = (21)/3 ;`[উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
    
         :. x = 7
    
         :. ১ম বিজোড় সংখ্যাটি 7
    
         ২য় বিজোড় সংখ্যাটি (7 + 2)বা 9 এবং
    
         ৩য় বিজোড় সংখ্যাটি (7 + 4) বা 11
    
         :. সংখ্যা তিনটি 7, 9, 11   (Ans)

    1. Report
  2. Question:একটি আয়তকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈঘ্য 2 মিটার বেশি । ক. বাগানটি প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখ । খ. বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত ? গ. বাগানটি পরিস্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিস্কার করতে কত খরচ হবে । 

    Answer
    ক.  দেওয়া আছে, বাগানটির প্রস্থ x মিটার 
    
          যেহেতু বাগানটির প্রস্থ অপেক্ষা দৈঘ্য 2 মিটার বেশি ।
    
         :. বাগানটির দৈঘ্য (x + 2) মিটার
    
         :. বাগানটির পরিসীমা = 2 (দৈঘ্য + প্রস্থ)
    
                                = 2 (x + 2 + x) মিটার
    
                                = 2 (x + x + 2) মিটার
    
     খ.  বাগানটির পরিসীমা 36 মিটার ।
    
          প্রশ্নমতে, 2 (x + x + 2) = 36
    
          বা,2 (2x + 2) = 36
    
          বা, `(2 (2x + 2))/2 = 36/2 ;` [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
    
          বা, 2x + 2 = 18
    
          বা, 2x + 2 - 2 = 18 - 2 ;[উভয়পক্ষ থেকে 2 বিয়োগ করে ]
    
          বা, 2x = 16
    
          বা,`(2x)/2 = (16)/2 ;` [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে ]
    
          :. x = 8
    
          :. বাগানটির প্রস্থ 8 মিটার ।
    
    
     গ.  বাগানটির প্রস্থ x = 8 মিটার
    
            :. বাগানটির দৈঘ্য (x + 2) মিটার = (8 + 2) মিটার 
    
                                                 = 10 মিটার ।
    
          :. বাগানটির ক্ষেত্রফল `= (10 xx 8)` বর্গমিটার = 80 বর্গমিটার 
    
            বাগানটির 80 বর্গমিটার পরিস্কার করতে খরচ হয় 320 টাকা 
    
           :. বাগানটির 1 বর্গমিটার পরিস্কার করতে খরচ হয় `(320)/(80)`টাকা
    
                                                                 = 4 টাকা
    
             :. প্রতি বর্গমিটার পরিস্কার করতে 4 টাকা খরচ হবে । (Ans)

    1. Report
  3. Question:তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24 । ক. সবচেয়ে ছোট সংখ্যাটি হলে অপর সংখ্যাটি x এর মাধ্যামে লেখ । খ. দেওয়া তথ্যের সাহায্য সংখ্যা তিনটি বের কর । গ. একটি সংখ্যা যার অপেক্ষা 4 বেশি । y এর মান নির্ণয় কর । 

    Answer
    ক. সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে 
    
               অপর দুইুটি ক্রমিক সংখ্যা যথাক্রমে (x + 1), (x + 2)  (Ans)
    
    
    
      খ.   প্রশ্নমতে, x + x + 1 + x + 2 = 24
    
             বা, (x + x + x) + 1 + 2 = 24
    
             বা, 3x + 3 = 24
    
             বা, 3x + 3 - 3 = 24 - 3; [উভয়পক্ষ থেকে 3 বিয়োগ করে]
    
             বা, 3x = 21
    
             বা, ` (3x)/3 = (21)/3 ;` [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
    
              :. x = 7
    
              :. ছোট সংখ্যাটি 7
     
          এবং অপর দুইটি ক্রমিক সংখ্যা (7 + 1) বা  8 এবং (7 + 2) বা 9
    
             :. সংখ্যা তিনটি 7, 8, 9  (Ans)
    
    
      গ.  y সংখ্যাটির দ্বিগুণ হলো 2y
    
          ’খ’ হতে প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির 
    
           যোগফল = (7 + 9) = 16
    
           প্রশ্নমতে, 2y = 16 + 4
    
           বা, 2y = 20 
    
           বা, `(2y)/2 = (20)/2` [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
    
           :. y = 10
    
           :. y এর মান 10  (Ans)

    1. Report
  4. Question:5x - 2x + 3x = 4x + 20 একটি সমীকরণ । ক. প্রদত্ত সমীকরণটি কোন ধরণের সমীকরণ ? খ. প্রদত্ত সমীকরণটির সমাধান নির্ণয় কর । গ. সমাধানের শুদ্ধি পরীক্ষা কর । 

    Answer
    ক.   আমরা জানি, অজ্ঞাত রাশির বা চালকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে ।
    
          সুতরাং 5x - 2x + 3x = 4x + 20 হলো এক চলক বিশিষ্ট 
    
          একঘাত সমীকরণ বা সরল সমীকরণ ।
    
    
     খ. দেওয়া আছে,
    
           5x - 2x + 3x = 4x + 20
    
         বা, 8x - 2x = 4x + 20
    
         বা, 6x = 4x + 20
    
         বা, 6x - 4x = 4x + 20 - 4x [উভয়পক্ষ থেকে 4x বিয়োগ করে]
    
         বা, 2x = 20 
    
         বা, `(2x)/2 = (20)/2`  [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
    
         বা,x = 10
    
         :. সমাধান : x = 10
    
    
     গ. শুদ্ধি পরীক্ষা : প্রদত্ত সমীকরণে x এর পরীবর্তে 10 বসিয়ে পাই,
    
        বামপক্ষ = 5x - 2x + 3x = 5x + 3x - 2x = 8x - 2x
    
               `= 6x = 6 xx 10 = 60` 
    
        ডানপক্ষ = 4x + 20 `= 4 xx 10 + 20 = 40 + 20 = 60`
    
        বামপক্ষ = ডানপক্ষ
    
       :. সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে ।

    1. Report
  5. Question:রাজু দোকান থেকে 5 টি খাতা কিনে দোকানদারকে 100 টাকার একখানা নোট দিল । দোকানদার তাকে 25 টাকা ফেরত দিলেন । বাকি টাকায় রাজু অন্য একটি দোকান থেকে প্রতিটি 5 টাকা দামের y টি কলম কিনল । ক. প্রতিটি খাতার দাম x টাকা ধরে একটি সমীকরণ গঠন কর । 2 খ. প্রতিটি খাতার দাম নির্ণয় কর । 4 গ. y টি কলমের দাম 1 টি খাতার দামের সমান হলে, রাজু কতটি কলম কিনেছিল ? 4 

    Answer
    ক. প্রতিটি খাতার দাম x টাকা হলে 
    
         5 টি খাতার দাম 5x টাকা ।
    
         5 টি খাতার মোট দাম (100 - 25) টাকা বা 75 টাকা
    
         অর্থাৎ 5x = 75  (Ans)
    
    
     খ.  ক থেকে পাই, 5x = 75
    
         বা, `(5x)/5 = (75)/5 `[উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে]
    
         :. x = 15
    
         :. প্রতিটি খাতার দাম 15 টাকা   (Ans)
    
    
     গ.  দেওয়া আছে, প্রতিটি কলমের দাম 5 টাকা 
    
         :. y টি ,,    ,,        `(5 xx y)`টাকা = 5y টাকা
    
         প্রশ্নমতে, 5y = 15
    
         বা,`(5y)/5 = (15)/5` [উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে]
    
         :. y = 3
    
         :. রাজু 3টি কলম কিনেছিল (Ans)

    1. Report
  6. Question:একটি সংখ্যার 7 গুণ থেকে 2 এর বিয়োগফল 16 এর সাথে ঐ সংখ্যার যোগফলের সমান । ক. সংখ্যাটি হলে সমীকরণের বামপক্ষ কত হবে । 2 খ. সমীকরণটি গঠন কর । অত:পর এর মূল্য নির্ণয় কর । 4 গ. প্রাপ্ত মূল অন্য একটি সংখ্যা এর দ্বিগুণ অপেক্ষা কম হলে এর মান নির্ণয় কর । সমাধানের শুদ্ধি পরীক্ষা কর । 4 

    Answer
    ক. দেওয়া আছে, সংখ্যাটি x
    
       :. সংখ্যাটি 7 গুণ = 7x 
    
       সমীকরণটি ,7x - 2 = 16 + x
    
       :. সমীকরণের বামপক্ষ = 7x - 2  (Ans) 
    
     
     খ. প্রশ্নমতে, 7x - 2 = 16 + x
    
         বা, 7x - x = 16 + 2
    
         বা, 6x = 18
    
         বা, `(6x)/6 = (18)/6` [উভয়পক্ষকে 6 দ্বারা ভাগ করে]
    
         বা, x = 3
    
         :. সমীকরণটির মূল্য 3  (Ans)
    
    
      গ.   y এর দ্বিগুণ = 2y 
    
           প্রশ্নমতে, 2y - 11 = 3 
    
           বা, 2y - 11 + 11 = 3 + 11 [উভয়পক্ষকে 11 যোগ করে]
    
           বা, 2y = 14
    
           বা, `(2y)/2 = (14)/2 `[উভয়পক্ষ 2 দ্বারা ভাগ করে]
    
           বা, y = 7  (Ans)
    
           শুদ্ধি পরীক্ষা :
    
          y = 7 হলে, বামপক্ষ `= 2 xx 7 - 11 = 14 - 11 = 3`
    
              ডানপক্ষ = 3
    
         :. বামপক্ষ = ডানপক্ষ
    
         :. সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে ।

    1. Report
  7. Question:একটি ক্রিকেট ম্যাচে নাসির, মুশফিকের 3 গুণ রান করে । উভয়ে যদি আর 10 রান করে বেশি করত তাহলে তাদের রানের সমষ্টি হতো 104 । ক. নাসিরে রান যদি y হয় তবে মুশফিকের রান y এর মাধ্যমে প্রকাশ কর । 2 খ. প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণ গঠন কর । 4 গ. নাসির ও মুশফিক ঐ ম্যচে কত রান করেছিল ? 4 

    Answer
    ক. দেওয়া আছে, নাসিরের রান y
    
            নাসিরের রান মুশফিকের রানের 3 গুণ ।
    
            :.`3 xx ` মুশফিকের রান = নাসিরের রান
    
            বা,` 3 xx `মুশফিকের রান = y
    
           :. মুশফিকের রান `= y/3` 
    
    
        খ. তারা প্রত্যেকে যদি 10 রান বেশি করে তাহলে,
    
           নাসিরের রান = y + 10 এবং মুশফিকের রান` = y/3 + 10` 
    
           প্রশ্নমতে,` y + 10 + y/3 + 10 = 104` 
    
           বা, `y + y/3 + 20 = 104` বা, `(3y + y)/3 + 20 = 104`
    
           বা,  `(4y)/3 + 20 = 104 ;`এটিই নির্ণেয় সমীকরণ ।
    
    
       গ. ‘খ’ হতে পাই,`(4y)/3 + 20 = 104`
    
           বা,` (4y)/3 + 20 - 20 = 104 - 20`  [উভয় পক্ষ থেকে 20 বিয়োগ করে ]
    
           বা,` (4y)/3 = 84`
    
           বা, ` (4y)/3 xx 3 = 84 xx 3` [উভয়পক্ষকে 3 গুণ করে]
    
           বা, 4y = 252
    
           বা, `(4y)/4 = (252)/4 `[উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে ]
    
           :.  y = 63
    
           :. নাসিরের রান, y = 63
    
          :. মুশফিকের রান` = y/3 = (63)/3 = 21`
    
          সুতরাং নাসিরের ও মুশফিকের রান যথাক্রমে 63 এবং 21

    1. Report
  8. Question:শোভা ও সুমির বয়সের অনুপাত 8 : 9 ক. অনুপাতটির পূর্বরাশির সাথে যোগ করলে অনুপাতটি 2 : 1 হয় । তাহলে একটি সমীকরণের মাধ্যমে তথ্যগুলো প্রকাশ কর । 2 খ. পূর্বরাশির সাথে কত যোগ করতে হবে ? 4 গ. প্রাপ্ত সংখ্যার দ্বিগুণ থেকে 2 বিয়োগ করলে সুমির বয়স পাওয়া যায় । সুমি ও শোভার বয়স নির্ণয় কর । 4 

    Answer
    ক.  প্রদত্ত অনুপাত 8 : 9
    
          অনুপাতটির পূর্বরাশির সাথে x যোগ করলে অনুপাতটি দাড়ায় (8 + x) : 9
    
          প্রশ্নমতে, (8 + x) : 9 = 2 : 1
    
          বা,` (8 + x)/9 = 2/1 :. (8 + x)/9 = 2`
    
    
     খ. ‘ক’ থেকে পাই, ` (8 + x)/9 = 2`
    
         বা, ` (8 + x)/9 xx 9 = 2 xx 9`[উভয়পক্ষকে 9 দ্বারা গুণ করে ]
    
         বা, 8 + x = 18
    
         বা, 8 + x - 8 = 18 - 8 [উভয়পক্ষ থেকে 8 বিয়োগ করে ]
    
         বা, x = 10
    
        :. পর্বরাশির সাথে 10 যোগ করতে হবে ।
    
    
     গ. প্রাপ্ত সংখ্যা 10
    
        :.  সুমির বয়স` (2 xx 10 - 2) `বছর = (20 - 2) বছর = 18 বছর
    
       :. শোভা বয়স `(18 8/9)`বছর  = 16 বছর
    
        সুতরাং সুমি ও শোভা বয়স যথাক্রমে 18 বছর 16 বছর ।

    1. Report
  9. Question:একটি আয়তকার জমির দৈঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম । ক. জমিটির দৈঘ্য x মিটার হলে, এর পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ কর । 2 খ. জমিটির পরিসীমা 54 মিটার হলে, এর প্রস্থ কত ? 4 গ. জমিটি নিড়ানি দিতে মোট টাকা খরচ হলে প্রতি বর্গমিটার নিড়ানি দিতে কত খরচ হবে ? 4 

    Answer
    ক.   দেওয়া আছে, জমিটির দৈঘ্য x মিটার 
    
         :. জমির প্রস্থ (x - 3) মিটার
    
         আমরা জানি, পরিসীমা = 2(দৈঘ্য + প্রস্থ) একক
    
        :. জমিটির পরিসীমা = 2 (x + x - 3) মিটার
    
                             = 2 (2x - 3) মিটার
    
    
     খ. ‘ক’ হতে পাই, জমিটির পরিসীমা = 2 (2x - 3) মিটার 
    
         প্রশ্নমতে, 2 (2x - 3) = 54
    
         বা,` (2 (2x - 3))/2 = (54)/2` [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
    
         বা, 2x - 3 = 27
    
        বা, 2x - 3 + 3 = 27 + 3 [উভয়পক্ষকে 3 যোগ করে]
    
        বা, 2x = 30
    
        `(2x)/2 = (30)/2 `[2]
    
          x = 15
    
         সুতরাং জমিটির দৈঘ্য = 15 মিটার
    
        :. জমিটির প্রস্থ = (x - 3) মিটার 
    
                        = (15 - 3) মিটার = 12 মিটার
    
    গ.  জমিটির ক্ষেত্রফল = (দৈঘ্য` xx `প্রস্থ) বর্গ একক 
    
                           `= (15 xx 12)`বর্গমিটার = 180 বর্গমিটার
    
         দেওয়া আছে, জমিটির নিড়ানি দিতে মোট খরচ হয় 540 টাকা 
    
         :. 180 বর্গমিটারে খরচ হয় 540 টাকা
    
         :. 1 ,,     ,,     ,,    `  (540)/(180)`  = 3 টাকা
    
         :. প্রতিটি বর্গমিটারে খরচ হবে 3 টাকা ।

    1. Report
  10. Question:তালহা তাদের বাড়ির উঠোনের পেয়ারা গাছ থেকে কিছু সংখ্যক পেয়ারা পাড়লো । সে লক্ষ করলো, সে যতগুলো পেয়ারা পাড়লো, তার তিনগুণ ঐ পেয়ারা গাছে অবশিষ্ট আছে । ঐ গাছে পেয়ারার মোট সংখ্যা ছিল 140 টি । ক. তালহা x সংখ্যক পেয়ারা পাড়লে তা সমীকরণের মাধ্যমে প্রকাশ কর । 2 খ. গাছে কতগুলো পেয়ারা অবশিষ্ট রইল ? 4 গ. তালহা যতগুলো পেয়ারা পাড়লো সে তার ছোট দুই ভাইকে 2 : 3 অনুপাতে ভাগ করে দিলে, কে কতটি করে পেয়ারা পাবে ? 4 

    Answer
    ক.  দেওয়া আছে, 
    
         তালহার পেয়ারা পাড়লো x টি
    
     :. গাছে অবশিষ্ট পেয়ারার সংখ্যা 3x টি 
    
     গাছে পেয়ারা মোট সংখ্যা ছিল 140 টি
    
     :. সমীকরণটি x + 3x = 140 (Ans)
    
    
    খ. প্রশ্নমতে, x + 3x = 140
    
    বা, 4x = 140
    
    বা, `(4x)/4 = (140)/4` [উভয়পক্ষকে দ্বারা ভাগ করে]
    
    বা, x = 35
    
    :. তালহার পেয়ারার সংখ্যা 35 টি
    
    এবং গাছে অবশিষ্ট পেয়ারার সংখ্যা` (3 xx 35)`টি = 105 টি (Ans)
    
    
    গ.  মনে করি এক ভাইয়ের পেয়ারর সংখ্যা 2x টি
    
    অপর  ,,           ,,                    ,,        3x টি
    
    প্রশ্নমতে, 3x + 2x = 35
    
    বা, ` (5x)/5 = (35)/5` [উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে]
    
    বা, x = 7
    
    সুতরাং এক ভাইয়ের পেয়ারার সংখ্যা `(2 xx 7)`টি = 14 টি
    
    অপর   ,,            ,,             ,,    ` (3 xx 7)` টি = 21 টি (Ans)

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd