1. Question:মাসুম ও রুবেল তাদের মাটির ব্যাংক ভেঙ্গে দেখলো যে, মাসুম কোনো এক প্রকার মুদ্রার যতটি মুদ্রা পেল, রুবেল তার তিনগুণ অপেক্ষা টি মুদ্রা কম পেল । দুজনের মুদ্রার মোট পরিমাণ 87 টি । ক. অজ্ঞাত রাশির সাহায্যে তথ্যটি সমীকরণের মাধ্যমে প্রকাশ কর । 2 খ. কে কতটি মুদ্রা পেল ? 4 গ. যদি তাদের মোট টাকার পরিমাণ 43. 50 টাকা হয় তবে মুদ্রাটি কত পয়সার ছিল । 4 

    Answer
    ক.   মনে করি, মাসুমের মুদ্রার সংখ্যা x টি
    
             :. রুবেলের মুদ্রার সংখ্যা (3x - 5) টি
    
             দেওয়া আছে, মাসুমের ও রুবেলের মোট মুদ্রার সংখ্যা টি
    
             :. সমীকরণটি, x + (3x - 5) = 87 (Ans)
    
    
      খ.  প্রশ্নমতে, x + 3x - 5 = 87
    
           বা, 4x - 5 + 5 = 87 + 5 [উভয়পক্ষকে 5 যোগ করে]
    
           বা, 4x = 92
    
           বা, `(4x)/4 = (92)/4` [উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে]
    
           :. x = 23
    
           মাসুমের মুদ্রার সংখ্যা 23 টি
    
          :. রুবেলের মুদ্রার সংখ্যার` (3 xx 23 - 5)` টি = 64 টি
    
          সুতরাং মাসুম ও রুবেলের মুদ্রার সংখ্যা যথাক্রমে 23 টি এবং 64 টি । (Ans)
    
     গ.  মনে করি, মুদ্রাটি y পয়সার ছিল ।
    
          y পয়সার 87 টি মুদ্রায় মোট পয়সার পরিমাণ 87y পয়সা
    
          তাদের মোট টাকার পরিমাণ 43.50 টাকা 
    
         `= (43.50 xx 100)` পয়সা [1 টাকা = 100 পয়সা]
    
          = 4350 পয়সা
    
          প্রশ্নমতে, 87y = 4350
    
          বা, `(87y)/(87) = (4350)/(87) `[উভয়পক্ষকে 87 দ্বারা ভাগ করে]
    
          বা, y = 50
    
          সুতরাং মুদ্রাটি 50 পয়সার ছিল । (Ans)

    1. Report
  2. Question:একটি মেঝের দৈঘ্য অপেক্ষা 2 মিটার কম । মেঝের পরিসীমা 16 মিটার । ক. মেঝের দৈঘ্য x মিটার হলে পরিসীমার সমীকরণ গঠন কর । 2 খ. সমীকরণ ব্যরহার করে মেঝের দৈঘ্য ও প্রস্থ নির্ণয় কর । 4 গ. বর্গমিটার ক্ষেত্রফলবিশিষ্ট একটি বড় মেঝেতে এরুপ কতগুলো মেঝে তৈরি করা যাবে ? 4 

    Answer
    ক. দেওয়া আছে, মেঝের দৈঘ্য x মিটার
    
             :.  ,,         ,,         প্রস্থ (x - 2)মিটার
    
             মেঝের পরিসীমা = 2 (দৈঘ্য + প্রস্থ) মিটার 
    
             :. সমীকরণ, 2 (x + x - 2) = 16   (Ans)
    
    
     খ.   প্রাপ্ত সমীকরণ, 2 (x + x - 2) = 16
    
           বা, 2 (2x - 2) = 16
    
           বা, 4x - 4 = 16
    
           বা, 4x - 4 + 4 = 16 + 4 [উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে]
    
           বা, 4x = 20
    
           বা, `(4x)/4 = (20)/4 `[উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে ]
    
           বা, x = 5
    
           :. মেঝের দৈঘ্য 5 মিটার 
    
           :.  ,, প্রস্থ =  (x - 2) মিটার = (5 - 2) মিটার = 3 মিটার   (Ans)
    
    
      গ.  মেঝের ক্ষেত্রফল = মেঝের দৈঘ্য`xx ` মেঝের প্রস্থ
    
                         `= (5 xx 3 )`বর্গমিটার 
    
                         `= 15` বর্গমিটার 
    
        দেওয়া আছে, 
    
                            বড় মেঝের ক্ষেত্রফল = 120 বর্গমিটার 
    
        :. এরুপ ছোট মেঝে তৈরি করা যাবে ` = (120)/(15) `টি 
    
                                                 = 8 টি   (Ans)

    1. Report
  3. Question:তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33 । ক. প্রথম সংখ্যাটি (2x + 1)হলে তৃতীয় সংখ্যাটি কত ? খ. সংখ্যা তিনটি নির্ণয় কর । গ. কোনো অজ্ঞাত সংখ্যার দ্বিগুণ হতে দ্বিতীয় সংখ্যাটি বাদ দিলে যদি তৃতীয় সংখ্যাটি পাওয়া যায় অজ্ঞাত সংখ্যাটি কত ? 

    Answer
    ক.  দেওয়া আছে প্রথম সংখ্যাটি  2x + 1
    
        :. দ্বিতীয় বিজোড় সংখ্যাটি 2x + 1 + 2 = 2x + 3
    
        এবং তৃতীয় বিজোড় সংখ্যাটি হবে, 2x + 3 + 2 = 2x + 5 (Ans)
    
    
     খ.  দেওয়া আছে, তিনটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 33
    
            প্রশ্নমতে, (2x + 1) + (2x + 3) + (2x + 5) = 33
    
            বা, 2x + 1 + 2x + 3 + 2x + 5 = 33
    
            বা, 6x + 9 = 33
    
            বা, 6x + 9 - 9 = 33 - 9 [উভয়পক্ষ থেকে 9 বিয়োগ করে]
    
            বা, 6x = 24
    
            বা, `(6x)/6 = (24)/6`  [উভয়পক্ষকে 6 দ্বারা ভাগ করে]
    
            বা, x = 4
    
          সুতরাং প্রথম সংখ্যাটি, 2x + 1 = 2.4 + 1 = 8 + 1 = 9
    
          দ্বিতীয় সংখ্যাটি, 2x + 3 = 2.4 + 3 = 8 + 3 = 11
    
          এবং তৃতীয় সংখ্যাটি, 2x + 5 = 2.4 + 5 = 13
    
           :. সংখ্যা তিনটি, 9, 11, 13   (Ans)
    
      গ.     মনে করি, অজ্ঞাত সংখ্যাটি y
    
            :. অজ্ঞাত সংখ্যাটির দ্বিগুণ `= 2 xx y = 2y` 
    
             প্রশ্নমতে, 2y - 11 = 13
    
             বা, 2y - 11 + 11 = 13 + 11 [উভয়পক্ষকে 11 যোগ করে]
    
             বা, 2y = 24
    
             বা,` (2y)/2 = (24)/2 ` [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
    
             বা, y = 12
    
             সুতরাং অজ্ঞাত সংখ্যাটি  12 (Ans)

    1. Report
  4. Question:ফোরকান সাহেব তার দুই বোনকে 200 টাকা করে দিলেন । তিনি বড় বোনকে ছোট বোনের দ্বিগুণ অপেক্ষা 20 টাকা বেশি দিলেন । ক. তথ্যটি সমীকরণের মাধ্যমে প্রকাশ কর । 2 খ. তার বোনদ্বয়ের প্রাপ্ত টাকার পরিমাণ নির্ণয় কর । 4 গ. বড় বোন m টাকা খরচ করায়, বড় বোন ও ছোট বোনের টাকা অনুপাত 1 : 2 হয় । বড় বোন কত খরচ করল ? 4 

    Answer
    ক. মনে করি ছোট বোনের টাকার পরিমাণ x টাকা 
    
         বড় বোনের টাকার পরিমাণ (2x + 20)টাকা
    
        ফোরকান সাহেব তার দুই বোনকে মোট 200 টাকা দিলেন ।
    
        :. সমীকরণটি, x + (2x + 20) = 200   (Ans)
    
     খ. প্রশ্নমতে, x + (2x + 20) = 200
    
         বা, x + 2x + 20 = 200
    
         বা, 3x 20 - 20 = 200 - 20 [উভয়পক্ষ 20 থেকে বিয়োগ করে]
    
         বা, 3x = 180
    
         বা, `(3x)/3 = (180)/3`  [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
    
         বা, x = 60
    
         :. ছোট বোন পেল 60 টাকা 
    
         :. বড় বোন পেল (2x + 20) টাকা `= (2 xx 60 + 20)` টাকা = 140 টাকা
    
         :. ছোট বোন 60 টাকা ও বড় বোন 140 টাকা পেল । (Ans)
    
    
     গ. বড় বোন m টাকা খরচ করায়,
    
         টাকার পরিমাণ হয় = (140 - m) টাকা 
    
        দেওয়া আছে, 
      
               বড় বোন ও ছোটবোনের টাকার অনুপাত = 1 : 2
    
             `:. (140 - m)/(60) = 1/2`
    
           বা, `(140 - m)/(60) xx 60 = 1/2 xx 60` [উভয়পক্ষকে 60 গুণ করে]
    
           বা, 140 - m = 30
    
           বা, 140 - m - 140 = 30 - 140 [উভয়পক্ষকে 140 বিয়োগ করে]
    
           বা, - m = - 110
    
           বা, `(-m) xx (-1) = (- 110) xx (-1)` [উভয়পক্ষে (-1) দ্বারা গুণ করে ] 
    
           বা, m = 110
    
           অতএব বড় বোন 110 টাকা খরচ করল ।

    1. Report
  5. Question:একটি সংখ্যার পাঁচগুণ থেকে সংখ্যাটির দ্বিগুণের বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 10 বেশি । ক. সংখ্যাটি x হলে সমীকরণ গঠন কর । 2 খ. সংখ্যটি নির্ণয় কর । 4 গ. প্রাপ্ত সংখ্যাটির জন্য একটি সংখ্যাটি y এর ছয়গুণ অপেক্ষা y কম হলে y এর মান নির্ণয় কর । 4 

    Answer
    ক.   দেওয়া আছে, সংখ্যাটি x
    
         :. সংখ্যাটির পাঁচগুণ = 5x
    
         :.  ,,        দ্বিগুণ  = 2x
    
         :. সমীকরণটি, 5x - 2x = x + 10  (Ans) 
    
    
    
     খ.  প্রাপ্ত সমীকরণ, 5x - 2x = x + 10
    
         বা, 3x = x + 10 
    
         বা, 3x - x = x + 10 - x [উভয়পক্ষকে থেকে x বিয়োগ করে]
    
         বা, 2x = 10
    
         বা, `(2x)/2 = (10)/2` [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
    
         বা, x = 5
    
         :. নির্ণেয় সংখ্যা, x = 5  (Ans)
    
    
     গ.  প্রাপ্ত সংখ্যাটি হলো 5
    
         দেওয়া আছে, অন্য একটি সংখ্যা y
    
        :. y এর ছয়গুণ = 6y 
    
        প্রশ্নমতে, 6y - y = 5
    
        বা, 5y = 5
    
        বা, `(5y)/5 = 5/5` [উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে]
    
        বা, y = 1
    
        :. নির্ণেয় মান, y = 1

    1. Report
  6. Question:দুইুটি স্বাভাবিক সংখ্যার অনুপাত 3 : 5 এবং এদের বিয়োগফল 6 । ক. ছোট সংখ্যাটি x হলে বড় সংখ্যাটি বের কর । 2 খ. সংখ্যা দুইটি নির্ণয় কর । 4 গ. বড় সংখ্যাটিকে দৈঘ্য ও ছোট সংখ্যাকে প্রস্থ ধরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় কর । 4 

    Answer
    ক. দেওয়া আছে সংখ্যা দুইটির অনুপাত 3 : 5
    
        ছোট সংখ্যাটি 3 হলে বড় সংখ্যা = 5
    
        ছোট সংখ্যাটি 1 হলে বড় সংখ্যা` = 5/3`
    
        :. ছোট সংখ্যাটি x হলে বড় সংখ্যা` = (5x)/3` (Ans)
    
    
     খ. প্রশ্নমতে,` (5x)/3 - x = 6;`  [:. ক হতে প্রাপ্ত]
    
        বা, `(5x - 3x)/3 = 6`
    
        বা,` (2x)/3 = 6`
    
        বা, `(2x)/2 xx 3 = 6 xx 3` [উভয়পক্ষকে 3 দ্বারা গুণ করে ]
    
        বা, 2x = 18
    
        বা,` (2x)/2 = (18)/2`  [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
    
        বা, x = 9
    
        সুতরাং ছোট সংখ্যাটি = 9
    
        বড় সংখ্যাটি` = (5x)/3 = (5 xx 9)/3 = 15` 
    
        অতএব সংখ্যাটি দুইটি হলো 9 , 15   (Ans)
    
    
     গ. ধরি, আয়তক্ষেত্রের দৈঘ্য 15 একক 
    
         আয়তক্ষেত্রের প্রস্থ 9 একক 
    
        :. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈঘ্য `xx`  প্রস্থ) বর্গ একক 
    
                                 `= (15 xx 9)` বর্গ একক
    
                                  = 135 বর্গ একক
    
                            
     :. আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈঘ্য + প্রস্থ) একক
    
                               = 2 (15 + 9) একক
    
                             `= 2 xx 24` একক
    
                               = 48 একক
    
     :. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 135 বর্গ একক এবং পরিসীমা 48 একক  (Ans)

    1. Report
  7. Question:একটি বাগানের আম গাছের সংখ্যা কাঁঠাল গাছের সংখ্যা অপেক্ষা 6 টি বেশি । বাগানে মোট গাছের পরিমাণ 24 টি । ক. কাঁঠাল গাছের সংখ্যা হলে সমীকরণ গঠন কর । 2 খ. সমীকরণ ব্যবহার করে আম ও কাঁঠাল গাছের সংখ্যা নির্ণয় কর । 4 গ. ঐ বাগানের 2 টি কাঁঠাল গাছ কাটা হলে এবং y সংখ্যক আম গাছ লাগানো হলে কাঁঠাল গাছ ও আম গাছের অনুপাত হয় 1 : 2 । y এর মান নির্ণয় কর । 4 

    Answer
    ক.  কাঁঠাল গাছের সংখ্যা ও হলে আম গাছের সংখ্যা (x + 6)
    
         :. সমীকরণটি, (x + 6) + x = 42 (Ans)
    
     খ.  প্রাপ্ত সমীকরণ, (x + 6) + x = 42
    
          বা, 2x + 6 = 42
    
          বা, 2x + 6 - 6 = 42 - 6  [উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে]
    
          বা, 2x = 36
    
          বা, ` (2x)/2 = (36)/2 ` [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
    
          বা, x = 18
    
      সুতরাং কাঁঠাল গাছের সংখ্যা 18 টি
    
      এবং আম গাছের সংখ্যা (x + 6) টি = (18 + 6) টি = 24 টি ।
    
    
     গ. 2 টি কাঁঠাল গাছ কাটা হলে অবশিষ্ট থাকবে (18 - 2) টি = 16 টি
    
        y সংখ্যক আম গাছ লাগানো হলে আমগাছের সংখ্যা হবে  (24 + y) টি ।
    
        প্রশ্নমতে,` (16)/(24 + y) = 1/2` 
    
        বা, `(16)/(24 + y) xx 2 = 1/2 xx 2`  [উভয়পক্ষকে 2 দ্বারা গুণ করে]
    
        বা, `(32)/(24 + y) = 1`
    
        বা, 24 + y = 32
    
        বা, - 24 + 24 + y = - 24 + 32 [উভয়পক্ষ থেকে 24 বিয়োগ করে]
    
        :. y = 8  (Ans)

    1. Report
  8. Question:চিড়িয়াখানা থেকে শিশুপার্ক গামী একটা বাসে পুরূষ যাত্রীর সংখ্যা মহিলা যাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা জন বেশি । বাসে মোট যাত্রী সংখ্যা 41 জন । ক. মহিলা যাত্রীর সংখ্যা x হলে সমীকরণটি গঠন কর । 2 খ. বাসে মহিলা ও পুরূষ যাত্রীর সংখ্যা নির্ণয় কর । 4 গ. মাঝপথে y জন মহিলা 9 জন পুরুষ যাত্রী নামার ফলে তাদের অনুপাত হলো 1 : 2 কতজন মহিলা যাত্রী নামল ? 4 

    Answer
    ক. দেওয়া আছে, মহিলা যাত্রীর সংখ্যা x জন
    
        :. পুরুষ যাত্রীর সংখ্যা = (2x + 5) জন
    
        :. সমীকরণটি, x + (2x + 5) = 41   (Ans)
    
     খ.  প্রাপ্ত সমীকরণ, x + (2x + 5) = 41
    
          বা, x + 2x + 5 = 41
    
          বা, 3x + 5 = 41
    
          বা,  3x + 5 - 5 = 41 - 5 [উভয়পক্ষ থেকে 5 বিয়োগ করে]
    
          বা, 3x = 36
    
          বা,`(3x)/3 = (36)/3`  [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
    
          বা, x = 12
    
         :. মহিলা যাত্রীর সংখ্যা x = 12 জন
    
         :. পুরুষ যাত্রীর সংখ্যা = (2x + 5) জন
    
                              `= (2 xx 12 + 5) ,,`
    
                                = (24 + 5)  ,,
    
                                = 29 জন   (Ans)
    
     গ. মাঝপথে y জন মহিলা যাত্রী নামায় মহিলা যাত্রী সংখ্যা 
    
                                            = (12 - y) জন
    
      ,,     9  ,,   পুরুষ    ,,   পুরুষ  = (29 - 9)  জন
       
                                            = 20 জন
    
       প্রশ্নমতে, (12 - y) : 20 = 1 : 2
    
          বা, `(12 - y)/(20) = 1/2`
    
          বা, `(12 - y)/(20) xx 20 = 1/2 xx 20`  [উভয়পক্ষকে 20 দ্বারা গুণ করে]
    
          বা, 12 - y = 10
    
          বা, 12 - y - 12 = 10 - 12  [উভয়পক্ষ থেকে 12 বিয়োগ করে]
    
          বা, - y = -2
    
          বা, `(-y) xx (-1) = (-2) xx (-1)` [উভয়পক্ষকে (-1) দ্বারা গুণ করে]
    
          বা, y = 2
    
            অতএব, 2 জন মহিলা যাত্রী মাঝপথে নামল । (Ans)

    1. Report
  9. Question:কোন সংখ্যার তিনগুণ থেকে 7 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ এর সহিত 17 এর যোগফলের সমান । ক. সংখ্যাটি p হলে তথ্যটি সমীকরণের সাহায্যে প্রকাশ কর । 2 খ. p এর মান নির্ণয় কর । 4 গ. সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে উক্ত সংখ্যা তিনটি নির্ণয় কর । 4 

    Answer
    ক. সংখ্যাটি p হলে 
    
    সংখ্যাটির তিনগুণ থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল = 3p - 7
    
    17     = 2p + 17
    
    :. সমীকরণটি হবে 3p - 7 = 2p + 17   (Ans)
    
    
    খ. প্রাপ্ত সমীকরণ, 3p - 7 = 2p + 17
    
    বা, 3p - 2p - 7 = 2p + 17 - 2p  [উভয়পক্ষ থেকে 2p বিয়োগ করে]
    
    বা,p - 7 = 17
    
    বা,p - 7 + 7 = 17 + 7 [উভয়পক্ষে যোগ করে]
    
    :. p = 24  (Ans)
    
    
    গ. মনে করি, ১ম সংখ্যা = x
    
         :. ২য় সংখ্যা = x + 1
    
         :. ৩য় সংখ্যা = x + 1 + 1
    
    দেওয়া আছে, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল p এর মানের সমান ।
    
    :. প্রশ্নমতে, x + (x + 1) + (x + 1 + 1) = 24
    
    বা, x + x + 1 + x + 1 + 1 = 24
    
    বা, 3x + 3 = 24
    
    বা, 3x + 3 - 3 = 24 - 3 [উভয়পক্ষ থেকে 3 বিয়োগ করে]
    
    বা, 3x = 21
    
    বা, `(3x)/3 = (21)/3 `  [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে] 
    
    বা, x = 7
    
    :. ১ম সংখ্যাটি = 7
    
    :. ২য় সংখ্যাটি = 7 + 1 = 8
    
    :. ৩য় সংখ্যাটি = 7 + 1 + 1 = 9
    
    :. সংখ্যাটি তিনটি 7, 8, 9   (Ans)

    1. Report
  10. Question:কোনো মুরগীর খামারের মেঝের দৈঘ্য, প্রস্থের তিনগুণ । মেঝের পরিসীমা 48 মিটার ক. অজ্ঞাত রাশির সাহায্যে সমীকরণ গঠন কর । 2 খ. মেঝের দৈঘ্য নির্ণয় কর । 4 গ. যদি মেঝেতে একটি মুরগী বর্গমিটার জায়গা দখল করে তবে ঐ খামারে মোট কতটি মুরগী রাখা যাবে ? 4 

    Answer
    ক. 2 (x + 3x) = 48   খ.  18 মিটার;    গ.  216 টি মুরগী ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd