Question:কোন বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৬৫০ জন । এর মধ্যে ছাত্রী আছে ৪৮% । ক. শতকরা কত জন ছাত্র আছে ? খ. ছাত্র সংখ্যা কত ? গ. ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত ৭ : ৬ করতে হলে ছাত্রী সংখ্যা অপরিবর্তিত রেখে কত জন নতুন ভর্তি করতে হবে ? 

Answer ক. এখানে ছাত্রী সংখ্যা ৪৮% । :. ছাত্র সংখ্যা = (১০০ - ৪৮) % = ৫২% :. ঐ বিদ্যালয়ে শতকরা ৫২ জন ছাত্র আছে উত্তর : ৫২ খ. ঐ বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার শতকরা অনুপাত = ৫২ : ৪৮ = ২৬ : ২৪ [২ দ্বারা ভাগ করে] = ১৩ : ১২ [পুনরায় ২ দ্বারা ভাগ করে] অনুপাত সংখ্যাগুলোর যোগফল = (১৩ + ১২) = ২৫ :. ঐ বিদ্যালয়ে ছাত্র সংখ্যা = (৬৫০ এর `১৩/২৫`) জন = ৩৩৮ জন । :. বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ৩৩৮ জন । উত্তর : ৩৩৮ জন । গ. ছাত্রী সংখ্যা = (৬৫০ - ৩৩৮) জন = ৩১২ জন প্রদত্ত ছাত্র-ছাত্রীর অনুপাত = ৭ : ৬ যেহেতু ছাত্রী সংখ্যা অপরিবর্তিত থাকবে তাই (৩১২`:-`৬) বা ৫২ দ্বারা প্রদত্ত অনুপাতটির উভয় পক্ষকে গুণ করতে হবে । :. প্রাপ্ত ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত `= (৭ xx`৫২) : (৬ xx ৫২) = ৩৬৪ : ৩১২ :. অনুপাত হতে ছাত্র সংখ্যা = ৩৬৪ জন । সেক্ষেত্রে নতুন ছাত্র ভর্তি করতে হবে = (৩৬৪ - ৩৩৮) জন = ২৬ জন :. নতুন ২৬ জন ছাত্র ভর্তি করতে হবে । উত্তর : ২৬ জন । 

+ Report
Total Preview: 2402
kon biddalyer shikharothir shongkha ৬৫০ jon . ar modhe chatri ache ৪৮% . ka. shotkra koto jon chatro ache ? kh. chatro shongkha koto ? ga. chatro o chatri shongkhar onupat ৭ : ৬ karote hole chatri shongkha opariborotit rekhe koto jon ntun bhroti karote hobe ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd