Answer ক. এখানে ছাত্রী সংখ্যা ৪৮% ।
:. ছাত্র সংখ্যা = (১০০ - ৪৮) % = ৫২%
:. ঐ বিদ্যালয়ে শতকরা ৫২ জন ছাত্র আছে
উত্তর : ৫২
খ. ঐ বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার
শতকরা অনুপাত = ৫২ : ৪৮
= ২৬ : ২৪ [২ দ্বারা ভাগ করে]
= ১৩ : ১২ [পুনরায় ২ দ্বারা ভাগ করে]
অনুপাত সংখ্যাগুলোর যোগফল = (১৩ + ১২) = ২৫
:. ঐ বিদ্যালয়ে ছাত্র সংখ্যা = (৬৫০ এর `১৩/২৫`) জন = ৩৩৮ জন ।
:. বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ৩৩৮ জন ।
উত্তর : ৩৩৮ জন ।
গ. ছাত্রী সংখ্যা = (৬৫০ - ৩৩৮) জন = ৩১২ জন
প্রদত্ত ছাত্র-ছাত্রীর অনুপাত = ৭ : ৬
যেহেতু ছাত্রী সংখ্যা অপরিবর্তিত থাকবে তাই (৩১২`:-`৬)
বা ৫২ দ্বারা প্রদত্ত অনুপাতটির উভয় পক্ষকে গুণ করতে হবে ।
:. প্রাপ্ত ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত
`= (৭ xx`৫২) : (৬ xx ৫২) = ৩৬৪ : ৩১২
:. অনুপাত হতে ছাত্র সংখ্যা = ৩৬৪ জন ।
সেক্ষেত্রে নতুন ছাত্র ভর্তি করতে হবে = (৩৬৪ - ৩৩৮) জন = ২৬ জন
:. নতুন ২৬ জন ছাত্র ভর্তি করতে হবে ।
উত্তর : ২৬ জন ।