Question:সুবহা বার্ষিক পরীক্ষায় ৮০% নম্বর পেয়েছে । পরীক্ষায় মোট নম্বর ছিল ৮০০ । ক. ৮০% কে সাধারণ ভগ্নাংশ ও অনুপাতে প্রকাশ কর এবং অনুপাতটি কি ধরণের অনুপাত তা লেখ । ২ খ. সুবহার প্রাপ্ত মোট নম্বর কত ? ৪ গ. পরীক্ষায় মোট নম্বর ১০০০ হলে, প্রাপ্ত মোট নম্বর কত হবে ? ৪ 

Answer ক. এখানে ৮০% `= (৮০)/(১০০) = ৪/৫` :. ৮০% = ৪ : ৫ প্রাপ্ত অনুপাতটি একটি লঘু অনুপাত । কারণ অনুপাতটির পূর্ব রাশি, উত্তর রাশির চেয়ে ছোট । খ. ‘ক’ হতে পাই, ৮০% `= ৪/৫` দেওয়া আছে পরীক্ষার মোট নম্বর ৮০০ সুবহার প্রাপ্ত নম্বর = ৮০০ এর `৪/৫ ` = ৮০০ এর` ৪/৫` = ৬৪০ গ. ‘খ’ হতে পাই, ৮০০ নম্বরে প্রাপ্ত নম্বর ৬৪০ :. ,, ,, ১ ,, ,, ` (৬৪০)/(৮০০)` :. ,, ,, ১০০০ ,, ,, `(৬৪০ xx ১০০০)/(৮০০)` = ৮০০ 

+ Report
Total Preview: 1409
shuboha baroshik parikhay ৮০% nlmr peyeche . parikhay mot nlmr chil ৮০০ . ka. ৮০% ke shadharon bhgnangsho o onupate prokasho kar abong onupatti ki dhroner onupat ta lekh . ২ kh. shubohar prapat mot nlmr koto ? ৪ ga. parikhay mot nlmr ১০০০ hole, prapat mot nlmr koto hobe ? ৪
Copyright © 2024. Powered by Intellect Software Ltd