Question:সুবহা বার্ষিক পরীক্ষায় ৮০% নম্বর পেয়েছে । পরীক্ষায় মোট নম্বর ছিল ৮০০ ।
ক. ৮০% কে সাধারণ ভগ্নাংশ ও অনুপাতে প্রকাশ কর এবং অনুপাতটি কি ধরণের অনুপাত তা লেখ । ২
খ. সুবহার প্রাপ্ত মোট নম্বর কত ? ৪
গ. পরীক্ষায় মোট নম্বর ১০০০ হলে, প্রাপ্ত মোট নম্বর কত হবে ? ৪
Answer ক. এখানে ৮০% `= (৮০)/(১০০) = ৪/৫`
:. ৮০% = ৪ : ৫
প্রাপ্ত অনুপাতটি একটি লঘু অনুপাত ।
কারণ অনুপাতটির পূর্ব রাশি, উত্তর রাশির চেয়ে ছোট ।
খ. ‘ক’ হতে পাই, ৮০% `= ৪/৫`
দেওয়া আছে পরীক্ষার মোট নম্বর ৮০০
সুবহার প্রাপ্ত নম্বর = ৮০০ এর `৪/৫ `
= ৮০০ এর` ৪/৫`
= ৬৪০
গ. ‘খ’ হতে পাই,
৮০০ নম্বরে প্রাপ্ত নম্বর ৬৪০
:. ,, ,, ১ ,, ,, ` (৬৪০)/(৮০০)`
:. ,, ,, ১০০০ ,, ,, `(৬৪০ xx ১০০০)/(৮০০)`
= ৮০০