1. Question:প্রযুক্তি কী ব্যাখ্যা কর 

    Answer
    প্রযুক্তি হলো কোনো পদ্ধতি বা যন্ত্র বা হাতিয়ার যা আমাদের জীবনকে সহজ করে। যেমন- লেখার সময় আমরা কলম বা পেনসিল ব্যবহার করি, সাইকেল ব্যবহার করে যাতায়াত করি।






    1. Report
  2. Question:প্রযুক্তি আমাদের যাতায়াত কীভাবে সহায়তা করে? 

    Answer
    প্রযুক্তি আমাদের যাতায়াত ব্যবস্থাকে অনেক সহজ করেছে। সাইকেল, মোটরগা, বাস, জাহাজ, উড়োজাহাজ ইত্যাদি ব্যবহার করে আমরা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি।






    1. Report
  3. Question:মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে কেন? 

    Answer
    মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করার জন্য মানুষ প্রযুক্তিিউদ্ভাবন করেছে। শিক্ষা, যাতায়াত, খাদ্য ইত্যাদি ক্ষেত্রে প্রযক্তির ব্যবহার মানুষের জীবনকে সহজ ও নিরাপদ করেছে। ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনকে আরো সহজ করবে।






    1. Report
  4. Question:কৃষি ক্ষেত্রে ২টি প্রাচীন এবং ২টি আধুনিক প্রযক্তির নাম লেখ। 

    Answer
    কৃষি ক্ষেত্রে ২টি প্রাচীন প্রাচীন প্রযুক্তি হলো কাস্তে ও কোদাল। কৃষিক্ষেত্রে ২টি আধুনিক প্রযুক্তি হলো ট্রাক্টর ও সেট পাম্প।






    1. Report
  5. Question:শিক্ষা প্রযুক্তির একটি উদাহরণ লেখ। 

    Answer
    শিক্ষা প্রযুক্তির ১টি উদাহরণ হলো- কলম।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd