1. Question:ইঞ্জিন আবিষ্কার মানুষের জীবনকে যেভাবে সহজ করেছে তা পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    ইঞ্জিন আবিষ্কারের ফলে মোটরগাড়ি ও দ্রুতযান তৈরি হয়। এগুলো অল্প সময়ে অনেক দূরে যেতে পারে। আগে পালতোলা নৌকা বা ঘোড়ার গাড়ি দিয়ে দূরে যেতে বেশি সময় লাগত। এখন তা খুব অল্প সময়ে সম্ভব। এভাবেই ইঞ্জিন আবিষ্কার মানুষের জীবনকে সহজ করেছে।

    1. Report
  2. Question:কৃষিতে আধুনিক প্রযুক্তির চারটি ব্যবহার লেখ। একটি কৃষি প্রযুক্তির উদাহরণ লেখ। 

    Answer
    একটি কৃষি প্রযুক্তির উদাহরণ হলো- ট্রাক্টর।
    কৃষিতে আধুনিক প্রযুক্তির চারটি ব্যবহার হলো-
    ১. খুব অল্প সময়ে অধিক ফসল উৎপাদন করা হচ্ছে।
    ২. ট্রাক্টর দিয়ে অল্প সময়ে অনেক জমি চাষ করা হচ্ছে।
    ৩. সেট যন্ত্র দিয়ে কম সময়ে অনেক জমিতে পানি দেয়া হচ্ছে।
    ৪. হাঁস-মুরগি, গরু-ছাগল পালনেও কৃষিপ্রযুক্তির ব্যবহার হচ্ছে।

    1. Report
  3. Question:রনির দাদা ঘোড়ায় চড়ে যাতায়াত করতো। এটি কোন ধরনের প্রযুক্তি? ইঞ্জিন আবিষ্কারের ফলে এ প্রযুক্তিকে বিরাট উন্নতি ঘটার ৪টি কারণ লেখ। 

    Answer
    ঘোড়ায় চড়া-যাতায়াত প্রযক্তি।
    ইঞ্জিন আবিষ্কারের ফলে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের ৪টি কারণ নিম্নরূপ-
    ১. ইঞ্জিনের উদ্ভাবনের পর জাহাজ ও অন্যান্য জলযান আবিষ্কৃত হয়।
    ২. চাকা ও ইঞ্জিন উদ্ভাবনের পর রেলগাড়ি, মোটরগাড়ি ও উড়োজাহাজের আবিষ্কার হয়।
    ৩. এর ফলে খুব সহজে ও দ্রুত অনেক দূরে যাওয়া যায়।
    ৪. এ জন্যেই আজ পৃথিবী জুড়ে মানুষ ও মালপত্র পরিবহন সম্ভব হচ্ছে।

    1. Report
  4. Question:দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহারের চারটি ক্ষেত্র উল্লেখ করো। দ্রুত যাতায়াত ব্যবস্থায় প্রযুক্তির ৩টি ব্যবহার লিখ। 

    Answer
    আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহারের চারটি ক্ষেত্র হলো-
    ১. যাতায়াত, ২. শিক্ষা, ৩. কৃষি ও ৪. স্বাস্থ্যসেবা। 
    দ্রুত যাতায়াত ব্যবস্থার প্রযুক্তির তিনটি ব্যবহার নিম্নরূপ-
    ১. উড়োজাহাজ ও হেলিকপ্টার উদ্ভাবন করা হয়েছে আকাশপথে চলাচলের জন্য।
    ২. স্থলপথে দ্রুত যাতায়াতের জন্য রেলগাড়ি ও মোটর গাড়ি উদ্ভাবন করা হয়েছে।
    ৩. জলপথে যাতায়াত ও পরিবহনের জন্য উদ্ভাবন করা হয়েছে জাহাজ ও অন্যান্য জলযান।

    1. Report
  5. Question:প্রযুক্তি কী? শিক্ষার প্রসারে দুটি উদ্ভাবনী প্রযক্তির উল্লেখ কর। কৃষি ক্ষেত্রে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য দুটি প্রযুক্তির ব্যবহার লেখ। 

    Answer
    আমাদেরে কাজে লাগে এমন কোন যন্ত্র, হাতিয়ার বা পদ্ধতিকে প্রযুক্তি বলে।
    শিক্ষার প্রসারে ব্যবহৃত দুটি উদ্ভাবনী প্রযুক্তি হলো- লেখার জন্য কাগজের উদ্ভাবন ও ছাড়ানোর জন্য মুদ্রণযন্ত্রে উদ্ভাবন। কৃষিক্ষেত্রে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য প্রযুক্তির ২টি ব্যবহার হচ্ছে-
    ১. জমি চাষে ট্রাক্টর
    ২. পানি সেচের জন্য সেচপাম্পের ব্যবহার।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd