Question:মোমবাতি জ্বালাতে বায়ুর কোন উপাদানটি প্রয়োজন? বায়ুর চারটি ব্যবহার লেখ।
Answer
মোমবাতি জ্বালাতে বায়ুর অক্সিজেন প্রয়োজন। বায়ুর চারটি ব্যবহার হলো- ১. সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহৃত হয়। ২. নৌকার পালে বাতাস ব্যবহার করা হয়। ৩. গরম লাগলে মানুষ বায়ুর সাহায্যে শরীর ঠান্ডা করে। ৪. উইন্ডমিলের চাকায় বায়ুর প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়।