Question:ধান কোন মাটিতে ভালো হয়? বেলে মাটিতে সব ফসল ভালো হয় না কেন তা চারটি বাক্যে লেখ।
Answer
ধান দোআঁশ মাটিতে ভালো হয়। বেলে মাটিচর কণাগুলো সবচেয়ে বড়। কণাগুলোর ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। পানির সঙ্গে মাটির প্রয়োজনীয় উপাদানও বের হয়ে যায়। এ কারণে বেলেমাটিতে সব ফসল হয় না।