1. Question:তুমি গ্রামে গিয়ে লালচে রঙের মাটি দেখতে পেলে। এটি কোন ধরনের মাটি? এ মাটির ৪টি বৈশিষ্ট্য লেখ। 

    Answer
    এঁটেল মাটি।
    এঁটেল মাটির ৪টি বৈশিষ্ট্য হলো:
    ১. ভেজামাটি আঠালো।
    ২. এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট।
    ৩. শুকনো মাটি মসৃণ।
    ৪. এর রং লালচে।






    1. Report
  2. Question:তোমার এলাকার মাটিতে হিউমাস মিশে আছে। এ মাটির ৩টি বৈশিষ্ট্য লেখ। এমন মাটিতে জন্মে আরো ৪টি ফসলের নাম লেখ। 

    Answer
    দোআঁশ মাটিতে হিউমাস মিশে থাকে।
    এ মাটির ৩টি বৈশিষ্ট্য:
    ১. এ মাটিতে বালু, কাদা ও হিউমাস মিশে থাকে।
    ২. এ মাটি পানি ধরে রাখতে পারে।
    ৩. এ মাটিতে অতিরিক্ত পানি জমে থাকে না।
    দোআঁশ মাটিতে জন্মে এমন ৪টি ফসল হলো-
    ১. ধান, ২. গম, ৩. ভুট্টা, ৪. পাট।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd