Question:টয়লেট ব্যবহার করার পর তোমার কী করা উচিত লেখ।
Answer
টয়লেট ব্যবহার করার পর আমার সাবান ও নিরাপদ পানি দিয়ে হাত ধোয়া উচিত।
Question:টয়লেট ব্যবহার করার পর তোমার কী করা উচিত লেখ।
টয়লেট ব্যবহার করার পর আমার সাবান ও নিরাপদ পানি দিয়ে হাত ধোয়া উচিত।
Question:আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দুইটি উপায় লেখ।
আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দুইটি উপায় হলো- ১. ময়লা আবর্জনা ডাস্টবিন অথবা কোনো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ২. টয়ঠেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
Question:কীভাবে হাত ধুতে হয় বর্ণনা কর।
পরিষ্কার পানিতে দুই হাতের কব্জি পর্যন্ত ভিজিয়ে নিতে হবে। হাতে সাবান মাখতে হবে। প্রতিটি আঙুল ও নখ ভালোভাবে ঘষতে হবে। পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
Question:অসুখ থেকে বাঁচার চারটি ভালো অভ্যাস লেখ।
‘অসুখ থেকে বাঁচার চারটি ভালো অভ্যাস হলো- ১. শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। ২. খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া। ৩. নিরাপদ পানি পান করা। ৪. পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা।
Question:কোথায় কোথায় রোগ জীবাণু থাকে?
রোগজীবাণু আমাদের চারপাশে ছড়িয়ে থাকে। দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র- ইত্যাদিতে রোগ জীবাণু থাকে।
Question:সুস্থ থাকার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন?
দেহের ভেতরে রোগজীবাণু প্রবেশ করে বংশবৃদ্ধি করলে আমরা অসুস্থ হই। পরিচ্ছন্ন পরিবেশে রোগ জীবাণু কম থাকে। তাই সুস্থ থাকার জন্য পরিচ্চন্ন পরিবেশ প্রয়োজন।
Question:কোন ধরনের খাদ্য আমাদরে দেহকে সুস্থ রাখে?
সুষম খাদ্য।
Question:দাঁত ব্রাশ করতে হবে কখন?
খাওয়ার পর।
Question:আমাদের সুস্থ থাকার পাঁচটি উপায় লেখ।
আমাদের সুস্থ থাকার পাঁচটি উপায় হলো- ১. সুষম খাদ্য গ্রহণ করা। ২. পরিমিত ব্যায়াম করা। ৩. প্রয়োজনীয় বিশ্রাম ও ঘুম নেয়া। ৪. নিরাপদ পানি পান করা। ৫. শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
Question:তিনটি রোগের নাম লেখ। রোগ প্রতিরোধ পরিবেশ পরিচ্ছন্ন রাখার দুটি উপায় লেখ।
তিনটি রোগের নাম- ১. আমাশয়, ২. বসন্ত, ৩. কলেরা। পরিবেশ পরিচ্ছন্ন রাখার দুটি উপায়- ১. ময়লা আবর্জনা ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ফেলা। ২. সাবান ও পানি দিয়ে জিনিসপত্র নিয়মিত ধোয়া বা মোছা।