1. Question:আমাদের চারপাশে গাছপালা, পশুপাখি ও বাড়িঘর রয়েছে। এগুলোর মধ্যে কোনটি আমরা তৈরি করতে পারি? এ ধরনের ৪টি উপাদানের নাম লেখ ও দুটি উপাদানের ব্যবহার লেখ। 

    Answer
    আমরা বাড়িঘর তৈরি করতে পারি।
    এ ধলনের ৪টি উপাদান হলো- ১.টেবিল, ২.চেয়ার, ৩.বই, ৪.কলম।
    দুটি উপাদানের ব্যবহার হলো-
    ১. বই পড়ে জ্ঞান আহরণ করি।
    ২. কলম দিয়ে লিখি।

    1. Report
  2. Question:আমাদের চারপাশে গাছপালা, পশুপাখি ও বাড়িঘর রয়েছে। এগুলোর মধ্যে কোনটি আমরা তৈরি করতে পারি? এ ধরনের ৪টি উপাদানের নাম লেখ ও দুটি উপাদানের ব্যবহার লেখ। 

    Answer
    আমরা বাড়িঘর তৈরি করতে পারি।
    এ ধরনের ৪টি উপাদান হলো- ১.টেবিল, ২.চেয়ার, ৩.বই, ৪.কলম।
    দুটি উপাদানের ব্যবহার হলো-
    ১. বই পড়ে জ্ঞান আহরণ করি।
    ২. কলম দিয়ে লিখি।

    1. Report
  3. Question:মিনার বাবা নৌকা তৈরি করেন। এ উপাদানটি কোন পরিবেশের? এ পরিবেশের চারটি ও অপর পরিবেশের চারটি উপাদানের নাম লিখ। 

    Answer
    এ উপাদানটি মানুষের তৈরি পরিবেশের।
    এ পরিবেশের চারটি উপাদান হলো- ১.ঘরবাড়ি, ২.দালানকোঠা, ৩.টেবিল-চেয়ার, ৪.কাপড়-চোপড়।
    অপর পরিবেশের তথা প্রাকৃতিক পরিবেশের ৪টি উপাদান হলো- ১.মাটি, ২. পানি, ৩. বায়ু ও ৪. উদ্ভিদ।

    1. Report
  4. Question:জীব ও জড়ের পাঁচটি করে উদাহরণ দাও। 

    Answer
    জীবের পাঁচটি উদাহরণ: (১) গবাদিপশু, (২) ফল ও ফুলগাছ, (৩) মাছ, (৪) মানুুষ ও (৫) প্রজাপতি।
    জড়ের পাঁটি উদাহরণ: (১) মাটি, (২) ঘরবাড়ি, (৩) গাড়ি, (৪) বায়ু ও (৫) স্তন্যপায়ী।

    1. Report
  5. Question:মেরুদন্ডী প্রাণীদের কী কী শ্রেণিতে ভাগ করা যায়? 

    Answer
    মেরুদন্ডী প্রাণীদের পাঁচটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা: (১) মাছ, (২) উভয়সৃপ, (৪) পাখি এবং (৫) স্তন্যপায়ী।

    1. Report
  6. Question:আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে কীভাবে শ্রেণিবিন্যাস করা যায় লেখ। 

    Answer
    আকার কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: (১) বৃক্ষ; (২) গুল্ম ও (৩) বিরুৎ।

    1. Report
  7. Question:মানুষ কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? 

    Answer
    মানুষ বিভিন্নভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। যেমন- বেঁচে থাকার জন্যে মানুষকে খাবার খেতে হয়। চাল, গম, শাকসবজি, ফল প্রভৃতি  খাবার আসে উদ্ভিদ থেকে। মানুষের পোষাক আসে তুলা নামক উদ্ভিদ থেকে। লেখার কাগজ তৈরির জন্যে উদ্ভিদ ব্যবহার করা হয়। ঘরবাড়ি এবং আসবাবপত্র তৈরি হয় কাঠ ও বাঁশ থেকে।

    1. Report
  8. Question:উদ্ভিদ এবং প্রাণীর তিনটি পার্থক্য লেখ। 

    Answer
    উদ্ভিদ ও প্রাণীর তিনটি পার্থক্য দেয়া হলো:
    উদ্ভিদ :
    ১. উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।
    ২. এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে।
    ৩. এরা দেখতে পায় না, শুনতে পায় না, গন্ধ নিতে পারে না।
    
    প্রাণী:
    ১. প্রাণী চলাফেরা করতে পারে।
    ২. এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না।
    ৩. এরা দেখতে পায়, শুনতে পায় গন্ধ নিতে পারে।

    1. Report
  9. Question:জীবের চেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন? 

    Answer
    জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি, বায়ু ও সূর্যের আলো প্রয়োজন।

    1. Report
  10. Question:বৃক্ষ কাকে বলে? 

    Answer
    যেসব উদ্ভদের কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত হয় এবং শেকড় মাটির গভীরে যায় সেগুলোকে বক্ষ বলে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd