Question:ছোট পরিবারের সুবিধা কী?
Answer
পরিবার ছোট হলে ছোট ঘরে ও সুন্দরভাবে বাস করা যায়।
Question:ছোট পরিবারের সুবিধা কী?
পরিবার ছোট হলে ছোট ঘরে ও সুন্দরভাবে বাস করা যায়।
Question:একটি পরিবারে সদস্যসংখ্যা বৃদ্ধি পেলে প্রধান কোন সমস্যা সৃষ্টি হবে?
একটি পরিবারে সদস্যসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য ও বাসস্থানের প্রয়োজন বাড়বে।
Question:২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? জনসংখ্যা বৃদ্ধির পেলে হতে পারে এমন দুটি সমস্যার নাম লেখ। জনসংখ্যা বৃদ্ধি পেলে কোনটির প্রয়োজন বেড়ে যায় এবং এ প্রয়োজন মেটানোর জন্য মানুষ কী ধ্বংস করে?
২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৫ কোটি। জনসংখ্যা বৃদ্ধি পেলে যে দুটি প্রধান সমস্যা হতে পারে তা হলো- ১. খাদ্য সমস্যা। ২. বসবাসের জায়গার সমস্যা। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। এ প্রয়োজনে মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে।
Question:মানুষ প্রাকৃতিক পরিবেশ হতে কী আহরণ করে? দুটি প্রাকৃতিক সম্পদের নাম লেখ। বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় দুটি জিনিসের নাম লেখ।
মানুষ প্রাকৃতিক পরিবেশ হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করে। দুটি প্রাকৃতিক সম্পদের নাম নিম্নরূপ- ১. উদ্ভিদ। ২. প্রানী। বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় দুটি জিনিস হলো- ১. খাদ্য। ২. পানি।
Question:তোমার পরিবারে লোকসংখ্যা চারজন। তোমার বন্ধুর পরিবারে নয়জন। তোমার বন্ধুর পরিবারের ৩টি সমস্যা তুলে ধর। এ সমস্যা সমাধানের ২টি উপায় লেখ।
পরিবারের লোকসংখ্যা বাড়ার ৩টি সমস্যা নিম্নরূপ: ১. বসবাসের জায়গা যেমন- বসা, ঘুমানো, মলমূত্র ত্যাগ ইত্যাদির সমস্যা হবে। ২. বাড়তি খাবার, থালবাটি, আসবাবপত্র, বিছানা ইত্যাদির ব্যবস্থা করতে হবে। ৩. পড়াশোনা, চিকিৎসা, কাপড়-চোপড় ইত্যাদির জন্য খরচ বাড়বে। এ সমস্যা সমাধানের ২টি উপায় হলো- ১. পরিকল্পিত ছোট পরিবার গঠন। ২. প্রত্যেক নাগরিকের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা।
Question:তোমার গ্রামে জনসংখ্যা বেড়ে যাওয়ায় গাছপালা কেটে নতুন ঘরবাড়ি তৈরি করা হলো। এ তিনটি ক্ষতিকর দিক তুলে ধর। চাষের জমির ওপর এর দুটি ক্ষতিকর দিক তুলে ধর।
বাড়তি ঘরবাড়ি তৈরির তিনটি ক্ষতিকর দিক হলো- ১. গাছপালা ও পমুপাখি কমে যাবে। ২. যেখানে সেখানে আবর্জনা পঁচে মাটি দূষিত হবে ও দুর্গন্ধ ছড়াবে ও ৩. রোগ জীবাণুর সংখ্যা বেড়ে যাবে। চাষের জমির উপর এ দুটি ক্ষতিকর দিক হলো: ১. চাষের জমি কমে যাবে। ২. কৃষি উৎপাদন কমে যাবে।
Question:অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ৩টি ফলাফল লিখ। জনসংখ্যা বৃদ্ধির কারণে পানি দূষণের দুটি কারণ লেখ।
অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ৩টি ফলাফল হলো- ১. জনসংখ্যা বাড়লে বসবাসের জায়গা ও ঘরবাড়ির অভাব হয়। ২. পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ময়লা আবর্জনা জমে থাকে। ৩. বেশি গাড়ি, লঞ্চ, স্টিমারের। অতিরিক্ত কলকারখানার ধোঁয়া বাতাসকে দূষিত করে। পানি দূষের দুটি কারণ হলো- ১. আবর্জনা ও ২. রোগজীবাণু।
Question:পরিবারের সদস্য বাড়লে কী কী সমস্যা হয়?
পরিবারের সদস্য বাড়লে অনেক সমস্যা হয়: যেমন- ১. লেখাপড়ার উপকরণ যেমন: বই, পেন্সিল, কলম, খাতাপত্র প্রভৃতি নিয়ে সমস্যা হয়। ২. খাবার নিয়ে সমস্যা হয়। ৩. লেখাপড়া করার ও ঘুমাবার জায়গা নিয়ে সমস্যা দেখা দেয়।
Question:জনসংখ্যা বৃদ্ধি আমাদের প্রাকৃতিক পরিবেশের কী অবস্থা হয়?
জনসংখ্যা বৃদ্ধি আমাদের প্রাকৃতিক পরিবেশের যে অবস্থা হয়- মানুষ প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করে। জনসংখ্যা বৃদ্ধি পেলে বাড়তি প্রয়োজন মেটাবার জন্য প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। বাড়তি প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে।
Question:আমরা কীভাবে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে পারি?
আমরা বিভিন্নভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি: ক. গাছের চারা রোপণ করে; খ. অযথা গাছ কাটা থেকে বিরত থেকে; গ. চকলেট, চিপস প্রভৃতি খেয়ে যত্রতত্র না ফেলে এবং ঘ. রাস্তাঘাটে, ঘরের মেঝেতে, দেয়ালে থুথু না ফেলে।