1. Question:খাদ্য ও খাদকের সম্পর্কটিকে কী বলে? ঘাস, গরু, দুধ, মাংস ও মানুষের মধ্যেকার সম্পর্কটিকে তিনটি বাক্যে প্রকাশ কর। মানুষের খাবার কোথা থেকে আসে? 

    Answer
    খাদ্য ও খাদকের সম্পর্কটিকে খাদ্য শিকল বলে। গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। গরু থেকে আমরা দুধ ও মাংস পাই। দুধ ও মাংস আমাদের খাদ্যের অতি প্রয়োজনীয় উপাদান। 
    মানুষের খাবার আসে উদ্ভিদ ও প্রাণী থেকে।

    1. Report
  2. Question:মানুষ, পশুপাখি, গাছপালা এদের সবারই জীবন আছে। এদের ২টি বৈশিষ্ট্য লিখ। এদের বেঁচে থাকার জন্য প্রয়োজন এমন ৩টি উপাদানের কাজ লেখ। 

    Answer
    মানুষ, পশুপাখি, গাছপালা-এদের সবারই জীবন থকায় এরা জীব। এদের দুটি বৈশিষ্ট্য  হলো:
    ১. জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে।
    ২. জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয়।
    জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ৩টি উপাদানের কাজ হলো-
    ১. খাদ্যের গ্রহণের ফলে উদ্ভিদের বৃদ্ধি ঘটে।
    ২. খাদ্য তৈরি করতে উদ্ভিদ পানি ব্যবহার করে।
    ৩. বাতাসের `CO_2` কে কাজে লাগিয়ে উদ্ভিদ খাবার তৈরি করে।

    1. Report
  3. Question:৪টি জীব ও ৪টি জড় বস্তুর নাম লেখ। এদের মধ্যে ১টি পার্থক্য লেখ। 

    Answer
    ৪টি জীবের নাম : ১. চেয়ার, ২. টেবিল, ৩. কলম, ৪. ঘরবাড়ি।
    জীব ও জড়ের মধ্যে ১টি পার্থক্য হলো-
    জীব খাদ্য গ্রহণ করে কিন্তু বড় বস্তু খাদ্য গ্রহণ করে না।

    1. Report
  4. Question:কিসের সাহায্যে উদ্ভিদ মাটিতে আটকে থাকে? উদ্ভিদের ৪টি বৈশিষ্ট্য লেখ। 

    Answer
    মূলের সাহায্যে উদ্ভিদ মাটিতে আটকে থাকে।
    উদ্ভিদের ৪টি বৈশিষ্ট্য:
    ১. এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না।
    ২. নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে।
    ৩. বৃক্ষ উদ্ভিদের কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত।
    ৪. কাণ্ড থেকে শাখা-প্রশাখা ও পাতা হয়।

    1. Report
  5. Question:মস উদ্ভিদে ফুল হয় না। এ ধরনের উদ্ভিদকে কী বলে? এ ধরনের উদ্ভিদের ৪টি উদাহরণ লেখ। 

    Answer
    এ ধরনের উদ্ভিদকে অপুষ্পক উদ্ভিদ বলে।
    ৪টি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ হলো:
    ১. শৈবাল, ২. ঢেঁকিশাক, ৩. ব্যাঙের ছাতা, ৪. ইষ্ট।

    1. Report
  6. Question:উদ্ভিদ ও প্রাণী কিভাবে চেনা যায়? 

    Answer
    উদ্ভিদ:
    ১. উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা-প্রশাখা, পাতা থাকে।
    ২. উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না।
    ৩. উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে।
    ৪. প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না।
    ৫. উদ্ভিদ খেতে পায় না, শুনতে পায় না, গন্ধ নিতে পারে না।
    
    প্রাণী:
    ১. প্রাণীর পা, ডানা বা পাখনা থাকে।
    2. অধিকাংশ প্রাণী নিজর ইচ্ছামতো চলাচল করতে পারে।
    ৩. প্রাণীরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না।
    ৪. প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ অথবা অন্য অন্য প্রাণী খেয়ে থাকে।
    ৫. চোখ, কান, নাক, মুখ ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পায়, নিঃশ্বাস নিতে পারে, স্বাদ নিতে পারে।

    1. Report
  7. Question:পানির তিনটি অবস্থার নাম কী? 

    Answer
    পানির তিনটি অবস্থার নাম হলো- ১. বরফ, ২. পানি ও ৩. জলীীয় বাষ্প।

    1. Report
  8. Question:পদার্থ কী ব্যাখ্যা কর। 

    Answer
    যার ওজন আছে, জায়গা দখল করে তাই পদার্থ। প্রত্যেক পদার্থেরই সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন- এদের আকার ও আকৃতি রয়েছে। এদের কোনোটি ভারী, কোনোটি হালকা, কোনোটি গোল, কোনোটি চৌকা, আবার কোনোটি নরম, কোনোটি শক্ত। উদাহরণ- কাঠ, গ্লাস, চেয়ার ইত্যাদি।

    1. Report
  9. Question:কঠিন এবং তরল পদার্থের দুইটি পার্থক্য লেখ। 

    Answer
    কঠিন এবং তরল পদার্থের দুইটি পার্থক্য হলো-
    কঠিন পদার্থ :
    ১. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার থাকে। যেমন- পাথর।
    ২. কঠিন পদার্থকে তাপ দিলে তা গলে যায়।

    1. Report
  10. Question:কঠিন এবং তরল পদার্থের দুইটি পার্থক্য লেখ। 

    Answer
    কঠিন এবং তরল পদার্থের দুইটি পার্থক্য হলো-
    কঠিন পদার্থ :
    ১. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার থাকে। যেমন- পাথর।
    ২. কঠিন পদার্থকে তাপ দিলে তা গলে যায়।
    তরল পদার্থ :
    ১. তরল পদার্থের আকার নেই, কিন্তু নিজস্ব আয়তন আছে। যেমন- পানি।
    ২. তরলকে তাপ দিলে তা বাষ্প হয়ে যায়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd