প্রাকৃতিক সম্পদ
  1. Question:দুটি কৃত্রিম সম্পদের উদাহরণ খাতায় লেখ। 

    Answer
    দুইটি কৃত্রিম সম্পদের উদাহরণ হলো-
    ১. প্লাস্টিক ও ২. কাচ।

    1. Report
  2. Question:সম্পদ সংরক্ষণের একটি পদ্ধতির নাম লেখ। 

    Answer
    সম্পদ সংরক্ষণের একটি উপায় হলো- রিসাইকেল করা।

    1. Report
  3. Question:আমরা কেন প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল? 

    Answer
    শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল।

    1. Report
  4. Question:তিনটি সীমিত প্রাকৃতিক সম্পদের নাম লেখ। 

    Answer
    সীমিত তিনটি প্রাকৃতিক সম্পদের নাম হলো-
    ১. তেল, ২. কয়লা, ও ৩. প্রাকৃতিক গ্যাস।

    1. Report
  5. Question:নবায়নযোগ্য সম্পদ হিসেবে ব্যবহার করা যায় এমন তিনটি উপাদানের উদাহরণ দাও। 

    Answer
    নবায়নযোগ্য সম্পদ হিসেবে ব্যবহার করা যায় এমন তিনটি উপাদানের হলো-
    ১. আলো; ২. বায়ু প্রবাহ; ও ৩. পানির স্রোত।

    1. Report
  6. Question:বায়ু প্রবাহ দ্বারা কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়? 

    Answer
    বায়ু প্রবাহের দ্বারা উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়।

    1. Report
  7. Question:প্রাকৃতিক সম্পদ কাকে বলে? 

    Answer
    প্রাকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাকে প্রাকৃতিক সম্পদ বলে।

    1. Report
  8. Question:প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কী কী পেয়ে থাকি? 

    Answer
    প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি।

    1. Report
  9. Question:চারটি মানবসৃষ্ট সম্পদের উদাহরণ দাও। 

    Answer
    চারটি মানবসৃষ্ট সম্পদের উদাহরণ হলো-
    ১. কাগজ; ২. প্লাস্টিক; ৩. কাচ; ও ৪. বিদ্যুৎ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd